আজকের পত্রিকা ডেস্ক

সৌদি আরব সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সৌদি আরব ২০৩০ সালের মধ্যে স্বল্প খরচের একটি নতুন জাতীয় বিমান পরিবহন সংস্থা প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছে। এই নতুন বিমান সংস্থাটির বিমান বহরে মোট ৪৫টি উড়োজাহাজ থাকবে। এটি সৌদি আরবের বিমান পরিবহন খাতকে আরও উন্নত ও প্রসারিত করার পরিকল্পনার একটি অংশ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সুপরিচিত বিমান পরিবহন সংস্থা এয়ার অ্যারাবিয়া একটি কনসোর্টিয়াম বা জোটের অংশ হিসেবে এই নতুন বিমান সংস্থা পরিচালনার জন্য প্রতিযোগিতামূলক দরপত্রে জয়লাভ করেছে। এই জোটটিতে আরও দুটি কোম্পানি রয়েছে। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সৌদি জেনারেল অথোরিটি অব সিভিল অ্যাভিয়েশন, এই তথ্যটি নিশ্চিত করেছে।
এই নতুন বিমান সংস্থাটি মূলত সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে তাদের কার্যক্রম চালাবে। এখান থেকে তারা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইট পরিচালনা করবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে এবং বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা যাচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন সাশ্রয়ী বিমান সংস্থাটি সৌদি আরবের মধ্যে ২৪টি বিভিন্ন গন্তব্যে এবং আন্তর্জাতিকভাবে ৫৭টি গন্তব্যে তাদের পরিষেবা প্রদান করবে। তাদের প্রধান লক্ষ্য হলো প্রতি বছর প্রায় ১০ মিলিয়ন যাত্রীকে পরিবহন করা। এই উদ্যোগটি সৌদি আরবের পর্যটন শিল্প এবং অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে, কারণ এটি ভ্রমণকে আরও সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলবে।

সৌদি আরব সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সৌদি আরব ২০৩০ সালের মধ্যে স্বল্প খরচের একটি নতুন জাতীয় বিমান পরিবহন সংস্থা প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছে। এই নতুন বিমান সংস্থাটির বিমান বহরে মোট ৪৫টি উড়োজাহাজ থাকবে। এটি সৌদি আরবের বিমান পরিবহন খাতকে আরও উন্নত ও প্রসারিত করার পরিকল্পনার একটি অংশ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সুপরিচিত বিমান পরিবহন সংস্থা এয়ার অ্যারাবিয়া একটি কনসোর্টিয়াম বা জোটের অংশ হিসেবে এই নতুন বিমান সংস্থা পরিচালনার জন্য প্রতিযোগিতামূলক দরপত্রে জয়লাভ করেছে। এই জোটটিতে আরও দুটি কোম্পানি রয়েছে। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সৌদি জেনারেল অথোরিটি অব সিভিল অ্যাভিয়েশন, এই তথ্যটি নিশ্চিত করেছে।
এই নতুন বিমান সংস্থাটি মূলত সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে তাদের কার্যক্রম চালাবে। এখান থেকে তারা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইট পরিচালনা করবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে এবং বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা যাচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন সাশ্রয়ী বিমান সংস্থাটি সৌদি আরবের মধ্যে ২৪টি বিভিন্ন গন্তব্যে এবং আন্তর্জাতিকভাবে ৫৭টি গন্তব্যে তাদের পরিষেবা প্রদান করবে। তাদের প্রধান লক্ষ্য হলো প্রতি বছর প্রায় ১০ মিলিয়ন যাত্রীকে পরিবহন করা। এই উদ্যোগটি সৌদি আরবের পর্যটন শিল্প এবং অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে, কারণ এটি ভ্রমণকে আরও সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলবে।

ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, তাহলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ইরান।
২ ঘণ্টা আগে
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৩ ঘণ্টা আগে
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক করেছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে