
ইরানের নীতি পুলিশের হেফাজতে মারা যাওয়া মাশা আমিনির স্মরণে তাঁর কবরের পাশে সমবেত হয়েছিলেন শোকার্তরা। এ সময় সমবেত জনতার সঙ্গে স্থানীয় নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ হয়। স্থানীয় সময় আজ বুধবার মাশা আমিনির মৃত্যুর ৪০ দিনে উপলক্ষে নিরাপত্তা বাহিনীর কঠোর সতর্কতা উপেক্ষা করে সমবেত হন তাঁরা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন অনুসারে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে দেখা গেছে প্রায় হাজার খানেক নারী-পুরুষ কুর্দিস্তানের পশ্চিমাঞ্চলের সাকেজে মাশা আমিনির গ্রামের বাড়ির কবরস্থানে সমবেত হন। তাঁরা অনেকেই মহাসড়কে, কেউ কেউ নদীপথেও সেখানে পৌঁছান। এ সময় তাঁরা ‘নারী, জীবন, মুক্তি’ ও ‘একনায়কত্বের মৃত্যু চাই’ স্লোগান দিচ্ছিলেন।
এদিকে, ইরানের আধা স্বায়ত্তশাসিত সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, মাশা আমিনির স্মৃতিসৌধে উপস্থিত লোকজন সাকেজ শহরের উপকণ্ঠে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ছত্রভঙ্গ হয়ে যায়। বিক্ষিপ্ত ওই সংঘর্ষের পর নিরাপত্তার প্রশ্ন বিবেচনায় এনে সাকেজে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর পোশাকবিধি না মানার অভিযোগে মাশা আমিনিকে তেহরান থেকে গ্রেপ্তার করে ইরানের নীতি পুলিশ। তিন দিন পর শুক্রবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এরপর শুরু হয় বিক্ষোভ। টানা ছয় সপ্তাহের বেশি সময় ধরে সেই বিক্ষোভ চলমান।

ইরানের নীতি পুলিশের হেফাজতে মারা যাওয়া মাশা আমিনির স্মরণে তাঁর কবরের পাশে সমবেত হয়েছিলেন শোকার্তরা। এ সময় সমবেত জনতার সঙ্গে স্থানীয় নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ হয়। স্থানীয় সময় আজ বুধবার মাশা আমিনির মৃত্যুর ৪০ দিনে উপলক্ষে নিরাপত্তা বাহিনীর কঠোর সতর্কতা উপেক্ষা করে সমবেত হন তাঁরা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন অনুসারে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে দেখা গেছে প্রায় হাজার খানেক নারী-পুরুষ কুর্দিস্তানের পশ্চিমাঞ্চলের সাকেজে মাশা আমিনির গ্রামের বাড়ির কবরস্থানে সমবেত হন। তাঁরা অনেকেই মহাসড়কে, কেউ কেউ নদীপথেও সেখানে পৌঁছান। এ সময় তাঁরা ‘নারী, জীবন, মুক্তি’ ও ‘একনায়কত্বের মৃত্যু চাই’ স্লোগান দিচ্ছিলেন।
এদিকে, ইরানের আধা স্বায়ত্তশাসিত সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, মাশা আমিনির স্মৃতিসৌধে উপস্থিত লোকজন সাকেজ শহরের উপকণ্ঠে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ছত্রভঙ্গ হয়ে যায়। বিক্ষিপ্ত ওই সংঘর্ষের পর নিরাপত্তার প্রশ্ন বিবেচনায় এনে সাকেজে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর পোশাকবিধি না মানার অভিযোগে মাশা আমিনিকে তেহরান থেকে গ্রেপ্তার করে ইরানের নীতি পুলিশ। তিন দিন পর শুক্রবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এরপর শুরু হয় বিক্ষোভ। টানা ছয় সপ্তাহের বেশি সময় ধরে সেই বিক্ষোভ চলমান।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৩ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৩ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৬ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৬ ঘণ্টা আগে