
সৌদি আরবের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণ করতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি। গত মঙ্গলবার তিনি এ কথা বলেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহরের বরাতে খবরটি দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।
ইরানের রাজধানী তেহরানে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল-আঞ্জির সঙ্গে বৈঠকের সময় সামরিক, নিরাপত্তা, গোয়েন্দা ও প্রযুক্তিসহ দুই দেশের সশস্ত্র বাহিনীর সহায়তায় আসতে পারে এমন ক্ষেত্রগুলো তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী আশতিয়ানি। তিনি আস্থা প্রকাশ করেন যে, এ ধরনের সহযোগিতার মাধ্যমে দুই দেশই উপকৃত হবে এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে উন্নত করবে।
আশতিয়ানি বলেন, আঞ্চলিক দেশগুলোর স্বার্থ এবং অভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। শান্তিপূর্ণ সহাবস্থান ও নিরাপত্তার বিষয়ে দেশগুলোর বোঝাপড়া থাকা গুরুত্বপূর্ণ।
তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোকে এই অঞ্চলের সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব পালন করা উচিত। সেই লক্ষ্যে সৌদি আরব এবং এই অঞ্চলের অন্যান্য আরব রাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা আলোচনার জন্য ইরানের পূর্ণ প্রস্তুতি ব্যক্ত করেছেন তিনি।
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের নির্বিচার হত্যার নিন্দা করেছেন আশতিয়ানি। গাজায় ইসরায়েলি হামলা বন্ধের জন্য মুসলিম রাষ্ট্রগুলোকে আরও চূড়ান্ত এবং সমন্বিত পদক্ষেপ ও অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
সৌদি রাষ্ট্রদূত তাঁর পক্ষ থেকে প্রতিরক্ষা ও কারিগরিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, সৌদি আরব এবং ইরান দুটি বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ। প্রতিনিধিদল পাঠানো এবং দুই রাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে বৈঠকের মাধ্যমে তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সম্পর্ক জোরদার করা সম্ভব বলে মনে করেন তিনি।
২০২৩ সালের মার্চে সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার এবং তাদের দূতাবাস ও মিশন পুনরায় চালু করার জন্য বেইজিংয়ে একটি যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছিল। গত বছরের এপ্রিলে দুই দেশ আনুষ্ঠানিকভাবে অবিলম্বে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালুর ঘোষণা দেয়।
ইরানে সৌদি কূটনৈতিক মিশনে হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব ২০১৬ সালের শুরুর দিকে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সৌদি আরব একজন শিয়া ধর্মগুরুর মৃত্যুদণ্ড কার্যকর করার পর এই হামলা চালানো হয়।

সৌদি আরবের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণ করতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি। গত মঙ্গলবার তিনি এ কথা বলেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহরের বরাতে খবরটি দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।
ইরানের রাজধানী তেহরানে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল-আঞ্জির সঙ্গে বৈঠকের সময় সামরিক, নিরাপত্তা, গোয়েন্দা ও প্রযুক্তিসহ দুই দেশের সশস্ত্র বাহিনীর সহায়তায় আসতে পারে এমন ক্ষেত্রগুলো তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী আশতিয়ানি। তিনি আস্থা প্রকাশ করেন যে, এ ধরনের সহযোগিতার মাধ্যমে দুই দেশই উপকৃত হবে এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে উন্নত করবে।
আশতিয়ানি বলেন, আঞ্চলিক দেশগুলোর স্বার্থ এবং অভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। শান্তিপূর্ণ সহাবস্থান ও নিরাপত্তার বিষয়ে দেশগুলোর বোঝাপড়া থাকা গুরুত্বপূর্ণ।
তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোকে এই অঞ্চলের সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব পালন করা উচিত। সেই লক্ষ্যে সৌদি আরব এবং এই অঞ্চলের অন্যান্য আরব রাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা আলোচনার জন্য ইরানের পূর্ণ প্রস্তুতি ব্যক্ত করেছেন তিনি।
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের নির্বিচার হত্যার নিন্দা করেছেন আশতিয়ানি। গাজায় ইসরায়েলি হামলা বন্ধের জন্য মুসলিম রাষ্ট্রগুলোকে আরও চূড়ান্ত এবং সমন্বিত পদক্ষেপ ও অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
সৌদি রাষ্ট্রদূত তাঁর পক্ষ থেকে প্রতিরক্ষা ও কারিগরিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, সৌদি আরব এবং ইরান দুটি বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ। প্রতিনিধিদল পাঠানো এবং দুই রাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে বৈঠকের মাধ্যমে তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সম্পর্ক জোরদার করা সম্ভব বলে মনে করেন তিনি।
২০২৩ সালের মার্চে সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার এবং তাদের দূতাবাস ও মিশন পুনরায় চালু করার জন্য বেইজিংয়ে একটি যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছিল। গত বছরের এপ্রিলে দুই দেশ আনুষ্ঠানিকভাবে অবিলম্বে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালুর ঘোষণা দেয়।
ইরানে সৌদি কূটনৈতিক মিশনে হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব ২০১৬ সালের শুরুর দিকে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সৌদি আরব একজন শিয়া ধর্মগুরুর মৃত্যুদণ্ড কার্যকর করার পর এই হামলা চালানো হয়।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৭ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৮ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৯ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১১ ঘণ্টা আগে