
সৌদি আরবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরির বিরুদ্ধে দুটি মামলা করেছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্র ও কানাডার আদালতে এই মামলাগুলো করা হয়েছে। এতে মার্কিন কর্মকর্তাদের গোপন সন্ত্রাসবিরোধী অপারেশনের তথ্য প্রকাশ হয়ে পড়তে পারে। বিশ্লেষকদের শঙ্কা, এই মামলায় ওয়াশিংটন বিচার বিভাগে হস্তক্ষেপ করতে পারে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘদিন ঘনিষ্ঠভাবে কাজ করেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরি। ওই সময় যুক্তরাষ্ট্র গোপন অপারেশন চালায়।
এদিকে সৌদির ক্ষমতাসীন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও আল জাবরির মধ্যে বিরোধ চলছে দীর্ঘদিন। সেই বিরোধিতার কারণেই জাবরির বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছে।
সৌদির সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের উপদেষ্টা ছিলেন আল জাবরি। ২০১৭ সালে নায়েফকে সরিয়ে সিংহাসন দখল করেন সালমান।
গত এপ্রিলে ম্যাসাচুসেটসের আদালতে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের পাঠানো একটি নথিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তামূলক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগজনক সব ফাঁস করার ইচ্ছা ছিল আল জাবরির। কীভাবে জাবরি এ তথ্য প্রকাশ করতেন, মার্কিন সরকার তা খতিয়ে দেখছে।
গত বছর আল জাবরি যুক্তরাষ্ট্রের আদালতে করা একটি মামলায় বলেন, তাঁকে হত্যা করার জন্য মোহাম্মদ বিন সালমান ‘টাইগার স্কোয়াড’ পাঠিয়েছিলেন কানাডায়। বর্তমানে আল জাবরি বসবাস করেন কানাডায়। সেখান থেকে তাঁকে দেশে ফিরতে বাধ্য করার জন্য তাঁর দুই সন্তানকে আটক করা হয়েছে।
চলতি বছরের মার্চে রাষ্ট্র পরিচালিত কোম্পানি সাকাব সৌদি হোল্ডিং আল জাবরির বিরুদ্ধে ৩৪৭ কোটি ডলার আত্মসাৎ করেছেন। তিনি যখন মোহাম্মদ বিন নায়েফের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করতেন, তখন এই অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এ মামলায় ম্যাসাচুসেটসের আদালতের প্রতি আহ্বান জানানো হয়, আল জাবরির বোস্টনে থাকা ২ কোটি ৯০ লাখ ডলারের সম্পদ জব্দ করতে। একই অভিযোগে রাষ্ট্রমালিকানাধীন কয়েকটি কোম্পানি কানাডার টরন্টোতে আল জাবরির বিরুদ্ধে মামলা করার কয়েক সপ্তাহ পরে এই মামলা করা হয়। কানাডার আদালত এর পরপরই বিশ্বজুড়ে আল জাবরির যে সম্পদ আছে তা জব্দ করার আদেশ দেন।
তবে আর্থিক কোনো অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আল জাবরি। তাঁর আইনজীবীদের টিম বলেছে, মোহাম্মদ বিন সালমান এবং মোহাম্মদ বিন নায়েফের শত্রুতার শিকার হয়েছেন আল জাবরি। ২০২০ সালের মার্চের পর আর মোহাম্মদ বিন নায়েফকে দেখা যায়নি।
সাদ আল জাবরির ঘনিষ্ঠ এক সূত্র বলেছেন, যে গোপন সন্ত্রাসবিরোধী প্রকল্প মার্কিনিসহ হাজার হাজার মানুষের জীবন রক্ষা করেছে, তা নিয়ে কখনো তথ্য প্রকাশ করতে চান না আল জাবরি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, মোহাম্মদ বিন সালমানের অন্ধ প্রতিশোধের শিকারে পরিণত হয়েছেন আল জাবরি। এর ফলে তাঁকে একপেশে করে ফেলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে মোহাম্মদ বিন সালমানের প্রতিনিধিত্বকারী একজন আইনজীবী এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

সৌদি আরবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরির বিরুদ্ধে দুটি মামলা করেছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্র ও কানাডার আদালতে এই মামলাগুলো করা হয়েছে। এতে মার্কিন কর্মকর্তাদের গোপন সন্ত্রাসবিরোধী অপারেশনের তথ্য প্রকাশ হয়ে পড়তে পারে। বিশ্লেষকদের শঙ্কা, এই মামলায় ওয়াশিংটন বিচার বিভাগে হস্তক্ষেপ করতে পারে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘদিন ঘনিষ্ঠভাবে কাজ করেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল জাবরি। ওই সময় যুক্তরাষ্ট্র গোপন অপারেশন চালায়।
এদিকে সৌদির ক্ষমতাসীন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও আল জাবরির মধ্যে বিরোধ চলছে দীর্ঘদিন। সেই বিরোধিতার কারণেই জাবরির বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছে।
সৌদির সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের উপদেষ্টা ছিলেন আল জাবরি। ২০১৭ সালে নায়েফকে সরিয়ে সিংহাসন দখল করেন সালমান।
গত এপ্রিলে ম্যাসাচুসেটসের আদালতে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের পাঠানো একটি নথিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তামূলক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগজনক সব ফাঁস করার ইচ্ছা ছিল আল জাবরির। কীভাবে জাবরি এ তথ্য প্রকাশ করতেন, মার্কিন সরকার তা খতিয়ে দেখছে।
গত বছর আল জাবরি যুক্তরাষ্ট্রের আদালতে করা একটি মামলায় বলেন, তাঁকে হত্যা করার জন্য মোহাম্মদ বিন সালমান ‘টাইগার স্কোয়াড’ পাঠিয়েছিলেন কানাডায়। বর্তমানে আল জাবরি বসবাস করেন কানাডায়। সেখান থেকে তাঁকে দেশে ফিরতে বাধ্য করার জন্য তাঁর দুই সন্তানকে আটক করা হয়েছে।
চলতি বছরের মার্চে রাষ্ট্র পরিচালিত কোম্পানি সাকাব সৌদি হোল্ডিং আল জাবরির বিরুদ্ধে ৩৪৭ কোটি ডলার আত্মসাৎ করেছেন। তিনি যখন মোহাম্মদ বিন নায়েফের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করতেন, তখন এই অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এ মামলায় ম্যাসাচুসেটসের আদালতের প্রতি আহ্বান জানানো হয়, আল জাবরির বোস্টনে থাকা ২ কোটি ৯০ লাখ ডলারের সম্পদ জব্দ করতে। একই অভিযোগে রাষ্ট্রমালিকানাধীন কয়েকটি কোম্পানি কানাডার টরন্টোতে আল জাবরির বিরুদ্ধে মামলা করার কয়েক সপ্তাহ পরে এই মামলা করা হয়। কানাডার আদালত এর পরপরই বিশ্বজুড়ে আল জাবরির যে সম্পদ আছে তা জব্দ করার আদেশ দেন।
তবে আর্থিক কোনো অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আল জাবরি। তাঁর আইনজীবীদের টিম বলেছে, মোহাম্মদ বিন সালমান এবং মোহাম্মদ বিন নায়েফের শত্রুতার শিকার হয়েছেন আল জাবরি। ২০২০ সালের মার্চের পর আর মোহাম্মদ বিন নায়েফকে দেখা যায়নি।
সাদ আল জাবরির ঘনিষ্ঠ এক সূত্র বলেছেন, যে গোপন সন্ত্রাসবিরোধী প্রকল্প মার্কিনিসহ হাজার হাজার মানুষের জীবন রক্ষা করেছে, তা নিয়ে কখনো তথ্য প্রকাশ করতে চান না আল জাবরি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, মোহাম্মদ বিন সালমানের অন্ধ প্রতিশোধের শিকারে পরিণত হয়েছেন আল জাবরি। এর ফলে তাঁকে একপেশে করে ফেলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে মোহাম্মদ বিন সালমানের প্রতিনিধিত্বকারী একজন আইনজীবী এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

রেনেসাঁ যুগের মহাবিস্ময় লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে যুক্ত একটি শিল্পকর্মে তাঁর ডিএনএ–এর সম্ভাব্য উপস্থিতির দাবি করেছেন বিজ্ঞানীরা। দীর্ঘ এক দশকের গবেষণার ফল হিসেবে এই আবিষ্কারকে তাঁরা ‘উল্লেখযোগ্য মাইলফলক’ হিসেবে দেখছেন।
২ ঘণ্টা আগে
ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা চালানো হলে কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। গতকাল মঙ্গলবার দেশটির নবগঠিত ‘ইরানি প্রতিরক্ষা পরিষদ’ এক বিবৃতিতে জানিয়েছে, ইরান কেবল আক্রান্ত হওয়ার পর পাল্টা জবাব দেওয়ার নীতিতে সীমাবদ্ধ থাকবে না; বরং
৪ ঘণ্টা আগে
সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে সরকারি বাহিনী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নিয়েছে। টানা দ্বিতীয় দিনের এই লড়াইয়ে আজ বুধবার পর্যন্ত দুই নারী-শিশুসহ অন্তত ১০ জন প্রাণ হারিয়েছে। এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হাজার হাজার বেসামরিক মানুষ।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন ও রাশিয়া শুধু যুক্তরাষ্ট্রকেই ভয় ও সম্মান করে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি ন্যাটো, ইউক্রেন যুদ্ধ এবং নিজের ভূমিকা নিয়ে একাধিক দাবি করেন।
৫ ঘণ্টা আগে