
সাংবাদিক জামাল খাসোগি হত্যায় জড়িত সন্দেহভাজন এক সৌদি নাগরিককে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি নির্দোষ বলে দাবি করে সৌদি আরব।
ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্যারিসের চালর্স দ্য গল বিমানবন্দরে খালেদ আয়েধ আল-ওতাইবি নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আল-ওতাইবিকে রিয়াদগামী বিমানে ওঠার সময় গ্রেপ্তার করা হয়। তাকে তুরস্কে প্রত্যর্পণ করা হতে পারে। সৌদি রাজপরিবারের সাবেক রক্ষী ৩৩ বছর বয়সী আল-ওতাইবি তাঁর নিজের পরিচয়ে ভ্রমণ করছিলেন।
এদিকে গতকাল মঙ্গলবার প্যারিসের সৌদি দূতাবাস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত গ্রেপ্তার হওয়া ব্যক্তির মুক্তি দাবি করেছে সৌদি সরকার।
সৌদি আরবের নিরাপত্তাসংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, খালেদ আয়েধ আল-ওতাইবি সৌদি আরবে খুবই প্রচলিত একটি নাম। ফ্রান্স যাকে গ্রেপ্তার করার কথা বলছে, তিনি সৌদি আরবে কারাগারে রয়েছেন।
গতকাল মঙ্গলবার রিয়াদগামী বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয় খালেদ আয়েধ আল-ওতাইবিকে। বুধবার তাঁকে আদালতে তোলার কথা। অভিযুক্ত হলে তাঁর যাবজ্জীবন সাজা হতে পারে।
সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডে অভিযুক্ত ২৬ জনের মধ্যে একজন খালেদ আল-ওতাইবি।
জামাল খাসোগি হত্যার ঘটনায় যে ২৬ জন সৌদিয়ানকে তুরস্ক সরকার খুঁজছিল, আল-ওতাইবি তাঁদের একজন।
সৌদি সরকারের কড়া সমালোচক জামাল খাসোগিকে ২০১৮ সালের অক্টোবর মাসে ইস্তানবুলের সৌদি দূতাবাসের ভেতরে হত্যা করা হয়।
সৌদি আরব জানিয়েছিল, ওয়াশিংটন পোস্টের এই সাবেক সাংবাদিক একদল গুপ্তচরের বেপরোয়া অভিযানে নিহত হন। তাঁদের বক্তব্য ছিল, ওই গুপ্তচরদের পাঠানো হয়েছিল খাসোগিকে সৌদি আরবে ফিরতে রাজি করানোর জন্য।
কিন্তু তুরস্কের কর্মকর্তারা বলেন, ওই গুপ্তচরেরা সৌদি সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে এই হত্যাকাণ্ড চালিয়েছে।
এই হত্যার ঘটনা বিশ্বজুড়ে প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল এবং এ ঘটনায় সৌদি আরবের পরোক্ষ শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভাবমূর্তি ধূলিসাৎ হয়েছিল।

সাংবাদিক জামাল খাসোগি হত্যায় জড়িত সন্দেহভাজন এক সৌদি নাগরিককে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি নির্দোষ বলে দাবি করে সৌদি আরব।
ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্যারিসের চালর্স দ্য গল বিমানবন্দরে খালেদ আয়েধ আল-ওতাইবি নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আল-ওতাইবিকে রিয়াদগামী বিমানে ওঠার সময় গ্রেপ্তার করা হয়। তাকে তুরস্কে প্রত্যর্পণ করা হতে পারে। সৌদি রাজপরিবারের সাবেক রক্ষী ৩৩ বছর বয়সী আল-ওতাইবি তাঁর নিজের পরিচয়ে ভ্রমণ করছিলেন।
এদিকে গতকাল মঙ্গলবার প্যারিসের সৌদি দূতাবাস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত গ্রেপ্তার হওয়া ব্যক্তির মুক্তি দাবি করেছে সৌদি সরকার।
সৌদি আরবের নিরাপত্তাসংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, খালেদ আয়েধ আল-ওতাইবি সৌদি আরবে খুবই প্রচলিত একটি নাম। ফ্রান্স যাকে গ্রেপ্তার করার কথা বলছে, তিনি সৌদি আরবে কারাগারে রয়েছেন।
গতকাল মঙ্গলবার রিয়াদগামী বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয় খালেদ আয়েধ আল-ওতাইবিকে। বুধবার তাঁকে আদালতে তোলার কথা। অভিযুক্ত হলে তাঁর যাবজ্জীবন সাজা হতে পারে।
সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডে অভিযুক্ত ২৬ জনের মধ্যে একজন খালেদ আল-ওতাইবি।
জামাল খাসোগি হত্যার ঘটনায় যে ২৬ জন সৌদিয়ানকে তুরস্ক সরকার খুঁজছিল, আল-ওতাইবি তাঁদের একজন।
সৌদি সরকারের কড়া সমালোচক জামাল খাসোগিকে ২০১৮ সালের অক্টোবর মাসে ইস্তানবুলের সৌদি দূতাবাসের ভেতরে হত্যা করা হয়।
সৌদি আরব জানিয়েছিল, ওয়াশিংটন পোস্টের এই সাবেক সাংবাদিক একদল গুপ্তচরের বেপরোয়া অভিযানে নিহত হন। তাঁদের বক্তব্য ছিল, ওই গুপ্তচরদের পাঠানো হয়েছিল খাসোগিকে সৌদি আরবে ফিরতে রাজি করানোর জন্য।
কিন্তু তুরস্কের কর্মকর্তারা বলেন, ওই গুপ্তচরেরা সৌদি সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে এই হত্যাকাণ্ড চালিয়েছে।
এই হত্যার ঘটনা বিশ্বজুড়ে প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল এবং এ ঘটনায় সৌদি আরবের পরোক্ষ শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভাবমূর্তি ধূলিসাৎ হয়েছিল।

গাজায় প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য গঠিত নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি শান্তি, অর্থনৈতিক উন্নয়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এমনটি বলা হয়েছে কমিটির শীর্ষ কর্মকর্তা ড. আলী শাথ প্রকাশিত এক মিশন স্টেটমেন্টে।
১ ঘণ্টা আগে
হোয়াইট হাউস গাজা শাসনে প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদের সদস্যদের নাম প্রকাশ করেছে। একই সঙ্গে গাজার শাসনের জন্য জাতীয় কমিটি ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার (এনসিএজি) সদস্যদের নামও ঘোষণা করেছে।
২ ঘণ্টা আগে
গাজা শান্তি পরিকল্পনার অর্থাৎ,শান্তি পরিকল্পনার অর্থাৎ, যুদ্ধবিরতির পাশাপাশি অঞ্চলটির পুনর্গঠন প্রক্রিয়ার ‘দ্বিতীয় ধাপ’ নিয়ে আপত্তি জানিয়েছে ইসরায়েল। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আপত্তিতে কান দিচ্ছেন না।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে বর্তমান শাসনকাঠামো ও নেতৃত্ব পরিবর্তনের সময় এসে গেছে। গতকাল শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ আলী খামেনির ৩৭ বছরের শাসনের অবসান ঘটানোর এই আহ্বান জানান। খবর পলিটিকোর
৩ ঘণ্টা আগে