
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ইউক্রেনীয় তরুণী দারিয়া কোতসারেনকো ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিছুদিন আগেই। তবে ইসলাম ধর্ম গ্রহণের অল্প সময় পর হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ২৯ বছরের এই তরুণীর। মৃত্যুর পর তাঁর জানাজায় উপস্থিত হয়েছিলেন হাজারো মানুষ। যার অধিকাংশই দারিয়াকে চেনেন না। কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যাপারে শুনে জানাজায় হাজির হয়েছিলেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ মার্চ অর্থাৎ ১৫ রমজান ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে গত ২৯ মার্চ অর্থাৎ শুক্রবার তিনি মারা যান। তিনি আরব আমিরাতের দুবাইয়ে একা থাকতেন।
স্থানীয় ইমাম ও ইসলামি কনটেন্ট ক্রিয়েটর ফারিস আল-হাম্মাদি জানিয়েছেন, দারিয়া প্রথম দুবাইয়ে আসেন ৩ বছর আগে। সে সময়ই তিনি স্থানীয় সংস্কৃতি ও ইসলাম ধর্ম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। পরে এই বিষয়ে তিনি বিস্তর পড়ালেখা করেন এবং স্থানীয় আলেমদের কাছে নানা বিষয়ে জানতে চান। দীর্ঘদিন ধরে তিনি ইসলামের বিষয়ে গভীর জ্ঞানার্জনের চেষ্টা চালান।
দারিয়ার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ফারিস আল-হাম্মাদি বলেন, ‘ইসলাম গ্রহণের আগেও দারিয়া বিনয়ের জন্য পরিচিত ছিলেন। তিনি একটি নৈতিক জীবনযাপন করতেন। তাঁর কোনো হারাম সম্পর্ক ছিল না ও তিনি সব সময় শালীন পোশাক পরতেন। তিনি অ্যালকোহল ও অন্যান্য নিষিদ্ধ কার্যকলাপ থেকেও বিরত ছিলেন।’
ফারিস আল-হাম্মাদি জানান, ইমাম দারিয়ার প্রশংসা করে আরও বলেছেন, তাঁর ইসলাম গ্রহণ ও এর নীতির প্রতি আনুগত্য ছিল প্রশংসনীয়। সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দারিয়া দুবাইয়ের লোকজনের মধ্যে বেশ পরিচিত হয়ে উঠেছিলেন।
দুবাইয়ে দারিয়ার কোনো আত্মীয়স্বজন বা পরিবার পরিজন ছিল না। তবে তারপরও তাঁর জানাজায় হাজারো মানুষ উপস্থিত হয়েছিলেন। গত শুক্রবারই তাঁকে দুবাইয়ের আল-কুবাইস কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে ধর্ম-নির্বিশেষে শোক প্রকাশ করেছেন অনেকে।
ফারিস আল-হাম্মাদিই দারিয়াকে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে যাবতীয় সহযোগিতা করেন। এক ভিডিওতে তিনি জানিয়েছেন, দারিয়া ইসলাম ধর্মের বিষয়ে যেসব জ্ঞান অর্জন করেছেন তিনি তার ওপর দৃঢ় ও অবিচল ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত।

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ইউক্রেনীয় তরুণী দারিয়া কোতসারেনকো ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিছুদিন আগেই। তবে ইসলাম ধর্ম গ্রহণের অল্প সময় পর হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ২৯ বছরের এই তরুণীর। মৃত্যুর পর তাঁর জানাজায় উপস্থিত হয়েছিলেন হাজারো মানুষ। যার অধিকাংশই দারিয়াকে চেনেন না। কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যাপারে শুনে জানাজায় হাজির হয়েছিলেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ মার্চ অর্থাৎ ১৫ রমজান ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে গত ২৯ মার্চ অর্থাৎ শুক্রবার তিনি মারা যান। তিনি আরব আমিরাতের দুবাইয়ে একা থাকতেন।
স্থানীয় ইমাম ও ইসলামি কনটেন্ট ক্রিয়েটর ফারিস আল-হাম্মাদি জানিয়েছেন, দারিয়া প্রথম দুবাইয়ে আসেন ৩ বছর আগে। সে সময়ই তিনি স্থানীয় সংস্কৃতি ও ইসলাম ধর্ম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। পরে এই বিষয়ে তিনি বিস্তর পড়ালেখা করেন এবং স্থানীয় আলেমদের কাছে নানা বিষয়ে জানতে চান। দীর্ঘদিন ধরে তিনি ইসলামের বিষয়ে গভীর জ্ঞানার্জনের চেষ্টা চালান।
দারিয়ার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ফারিস আল-হাম্মাদি বলেন, ‘ইসলাম গ্রহণের আগেও দারিয়া বিনয়ের জন্য পরিচিত ছিলেন। তিনি একটি নৈতিক জীবনযাপন করতেন। তাঁর কোনো হারাম সম্পর্ক ছিল না ও তিনি সব সময় শালীন পোশাক পরতেন। তিনি অ্যালকোহল ও অন্যান্য নিষিদ্ধ কার্যকলাপ থেকেও বিরত ছিলেন।’
ফারিস আল-হাম্মাদি জানান, ইমাম দারিয়ার প্রশংসা করে আরও বলেছেন, তাঁর ইসলাম গ্রহণ ও এর নীতির প্রতি আনুগত্য ছিল প্রশংসনীয়। সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দারিয়া দুবাইয়ের লোকজনের মধ্যে বেশ পরিচিত হয়ে উঠেছিলেন।
দুবাইয়ে দারিয়ার কোনো আত্মীয়স্বজন বা পরিবার পরিজন ছিল না। তবে তারপরও তাঁর জানাজায় হাজারো মানুষ উপস্থিত হয়েছিলেন। গত শুক্রবারই তাঁকে দুবাইয়ের আল-কুবাইস কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে ধর্ম-নির্বিশেষে শোক প্রকাশ করেছেন অনেকে।
ফারিস আল-হাম্মাদিই দারিয়াকে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে যাবতীয় সহযোগিতা করেন। এক ভিডিওতে তিনি জানিয়েছেন, দারিয়া ইসলাম ধর্মের বিষয়ে যেসব জ্ঞান অর্জন করেছেন তিনি তার ওপর দৃঢ় ও অবিচল ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৬ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
৮ ঘণ্টা আগে