
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ রোববার এ তথ্য দিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। পশ্চিম তীরে গত ২০ বছরের মধ্যে এটাকেই ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা বলে ধরা হচ্ছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, পশ্চিম তীরের জেনিন শহরে বড় এক সাঁজোয়া যানের বহর নিয়ে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। তাদের গোলা বর্ষণে নিহত হয় ৫ জন। স্বাস্থ্য সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে জানিয়েছে, এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেনিনের শরণার্থীশিবিরে ড্রোন হামলাও করেছে আইডিএফ। এ ছাড়া, গত শনিবার জেনিনের সরকারি হাসপাতাল এবং ইবনে সিনা ক্লিনিক ঘিরে রেখেছিল ইসরায়েলি সেনারা। তারপর তারা অ্যাম্বুলেন্সে তল্লাশি চালায়। ভারী অস্ত্রের সাহায্যে তারা গুলি বর্ষণ করেছিল বলেও জানা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে, সন্ত্রাস-বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মূল ভূখণ্ডের উত্তরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি জেনিন শরণার্থীশিবিরে অভিযান চালানো হয়েছে। গত আগস্টে দুই ইসরায়েলি নিহত হওয়ার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার জেনিনের কাছে কাবাতিয়াতে নিজ বাড়ির বাইরে ২৫ বছর বয়সী এক চিকিৎসককে হত্যা করেছে আইডিএফ। এ ছাড়া, রামাল্লা শহরের কাছে এল-বিরেহতে একজন এবং নাবলুসের দক্ষিণে একটি গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় আরেক ফিলিস্তিনি নিহত হয়েছে।
গত ৭ অক্টোবর থেকেই গাজা অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরায়েল। পাশাপাশি তারা গাজায় স্থল অভিযান চালাতে থাকে। গাজার হামাস সরকারের তথ্যানুযায়ী, অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের হামলায় প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে অনেক শিশু রয়েছে। ইসরায়েলে হামাসের হামলায়ও মারা যায় ১ হাজার ২০০ ইসরায়েলি।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ রোববার এ তথ্য দিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। পশ্চিম তীরে গত ২০ বছরের মধ্যে এটাকেই ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা বলে ধরা হচ্ছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, পশ্চিম তীরের জেনিন শহরে বড় এক সাঁজোয়া যানের বহর নিয়ে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। তাদের গোলা বর্ষণে নিহত হয় ৫ জন। স্বাস্থ্য সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে জানিয়েছে, এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেনিনের শরণার্থীশিবিরে ড্রোন হামলাও করেছে আইডিএফ। এ ছাড়া, গত শনিবার জেনিনের সরকারি হাসপাতাল এবং ইবনে সিনা ক্লিনিক ঘিরে রেখেছিল ইসরায়েলি সেনারা। তারপর তারা অ্যাম্বুলেন্সে তল্লাশি চালায়। ভারী অস্ত্রের সাহায্যে তারা গুলি বর্ষণ করেছিল বলেও জানা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে, সন্ত্রাস-বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মূল ভূখণ্ডের উত্তরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি জেনিন শরণার্থীশিবিরে অভিযান চালানো হয়েছে। গত আগস্টে দুই ইসরায়েলি নিহত হওয়ার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার জেনিনের কাছে কাবাতিয়াতে নিজ বাড়ির বাইরে ২৫ বছর বয়সী এক চিকিৎসককে হত্যা করেছে আইডিএফ। এ ছাড়া, রামাল্লা শহরের কাছে এল-বিরেহতে একজন এবং নাবলুসের দক্ষিণে একটি গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় আরেক ফিলিস্তিনি নিহত হয়েছে।
গত ৭ অক্টোবর থেকেই গাজা অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরায়েল। পাশাপাশি তারা গাজায় স্থল অভিযান চালাতে থাকে। গাজার হামাস সরকারের তথ্যানুযায়ী, অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের হামলায় প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে অনেক শিশু রয়েছে। ইসরায়েলে হামাসের হামলায়ও মারা যায় ১ হাজার ২০০ ইসরায়েলি।

ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
৩৬ মিনিট আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
১ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
১ ঘণ্টা আগে