
জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থাকে ইসরায়েলে নিষিদ্ধ করেছে দেশটির সরকার। গতকাল সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থা ইউনাইটেড ন্যাশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি বা ইউএনআরডব্লিএ নিষিদ্ধ করে একটি বিল পাস করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন, বিশেষ করে গাজায় ত্রাণ সহায়তার জন্য লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয় ইউএনআরডব্লিএ-কে। কিন্তু নতুন এই আইনের ফলে ইসরায়েলি ভূখণ্ড থেকে ফিলিস্তিনি অঞ্চলে আর ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারবে না সংস্থাটি।
ইসরায়েলি পার্লামেন্টে এই সংক্রান্ত বিলটি ৯২-১০ ভোটে পাস হয়। পার্লামেন্টে আরব বংশোদ্ভূত ইসরায়েলি আইনপ্রণেতারা এই বিলের বিরোধিতা করেন। ইউএনআরডব্লিএ-কে নিষিদ্ধ করার পাশাপাশি গতকাল আরও একটি বিল ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে উত্থাপন করা হয়। বিলটিতে জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থাটির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়।
গতকাল সোমবার এই বিলটি পার্লামেন্টে পাস হলেও শিগগির এটি আইনে পরিণত হবে না। তবে এই বিল এমন এক মুহূর্তে পাস হলো—যখন গাজার প্রায় শতভাগ মানুষ খাদ্য সংকটে ভুগছে। এই বিল পাশের বিষয়টি গাজায় একমাত্র ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাওয়া বৈশ্বিক সংস্থাকে চাপের মুখে ফেলবে। এর ফলে, গাজায় ত্রাণ সরবরাহের যে দুর্বল ব্যবস্থা চলমান তাও ঝুঁকির মুখে পড়তে পারে।
ইসরায়েলি এই নিষেধাজ্ঞার ফলে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল অর্থাৎ পশ্চিম তীর, পূর্ব জেরুজালেমসহ গাজায় ইউএনআরডব্লিএ-এর কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ১৯৪৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে নির্ধারিত ম্যান্ডেট অনুসারে ফিলিস্তিনি অঞ্চলে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করা এই সংস্থাটির কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে।
ইউএনআরডব্লিএ গাজায় মানবিক সাহায্য পরিচালনার শীর্ষ সংস্থা। এটি এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের আগ্রাসনে বিধ্বস্ত গাজায় ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে। এরই মধ্যে ইসরায়েলি আক্রমণে শত শত ইউএনআরডব্লিএ কর্মী নিহত হয়েছেন।
ইউএনআরডব্লিএ প্রধান ফিলিপ লাজারিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছেন, ‘এই নিষেধাজ্ঞা এক বিপজ্জনক নজির স্থাপন করেছে এবং ফিলিস্তিনিদের কষ্ট আরও বাড়াবে। এটি ইউএনআরডব্লিএ-কে অবমূল্যায়ন করার প্রচারণার সর্বশেষ পদক্ষেপ... এই বিলগুলো কেবল ফিলিস্তিনিদের কষ্ট আরও বাড়াবে।’
এর আগে, ইউএনআরডব্লিএ-এর মুখপাত্র জুলিয়েট তৌমা এই পদক্ষেপকে ‘লজ্জাজনক’ করে বলেছেন, ‘একটি জাতিসংঘ সদস্য রাষ্ট্র যেভাবে একটি জাতিসংঘ সংস্থাকে ভেঙে ফেলার কাজ করছে, তা লজ্জাজনক। এটি গাজায় সবচেয়ে বড় মানবিক সহায়ক সংস্থাও বটে।’

জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থাকে ইসরায়েলে নিষিদ্ধ করেছে দেশটির সরকার। গতকাল সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থা ইউনাইটেড ন্যাশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি বা ইউএনআরডব্লিএ নিষিদ্ধ করে একটি বিল পাস করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন, বিশেষ করে গাজায় ত্রাণ সহায়তার জন্য লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয় ইউএনআরডব্লিএ-কে। কিন্তু নতুন এই আইনের ফলে ইসরায়েলি ভূখণ্ড থেকে ফিলিস্তিনি অঞ্চলে আর ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারবে না সংস্থাটি।
ইসরায়েলি পার্লামেন্টে এই সংক্রান্ত বিলটি ৯২-১০ ভোটে পাস হয়। পার্লামেন্টে আরব বংশোদ্ভূত ইসরায়েলি আইনপ্রণেতারা এই বিলের বিরোধিতা করেন। ইউএনআরডব্লিএ-কে নিষিদ্ধ করার পাশাপাশি গতকাল আরও একটি বিল ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে উত্থাপন করা হয়। বিলটিতে জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থাটির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়।
গতকাল সোমবার এই বিলটি পার্লামেন্টে পাস হলেও শিগগির এটি আইনে পরিণত হবে না। তবে এই বিল এমন এক মুহূর্তে পাস হলো—যখন গাজার প্রায় শতভাগ মানুষ খাদ্য সংকটে ভুগছে। এই বিল পাশের বিষয়টি গাজায় একমাত্র ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাওয়া বৈশ্বিক সংস্থাকে চাপের মুখে ফেলবে। এর ফলে, গাজায় ত্রাণ সরবরাহের যে দুর্বল ব্যবস্থা চলমান তাও ঝুঁকির মুখে পড়তে পারে।
ইসরায়েলি এই নিষেধাজ্ঞার ফলে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল অর্থাৎ পশ্চিম তীর, পূর্ব জেরুজালেমসহ গাজায় ইউএনআরডব্লিএ-এর কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ১৯৪৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে নির্ধারিত ম্যান্ডেট অনুসারে ফিলিস্তিনি অঞ্চলে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করা এই সংস্থাটির কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে।
ইউএনআরডব্লিএ গাজায় মানবিক সাহায্য পরিচালনার শীর্ষ সংস্থা। এটি এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের আগ্রাসনে বিধ্বস্ত গাজায় ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে। এরই মধ্যে ইসরায়েলি আক্রমণে শত শত ইউএনআরডব্লিএ কর্মী নিহত হয়েছেন।
ইউএনআরডব্লিএ প্রধান ফিলিপ লাজারিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছেন, ‘এই নিষেধাজ্ঞা এক বিপজ্জনক নজির স্থাপন করেছে এবং ফিলিস্তিনিদের কষ্ট আরও বাড়াবে। এটি ইউএনআরডব্লিএ-কে অবমূল্যায়ন করার প্রচারণার সর্বশেষ পদক্ষেপ... এই বিলগুলো কেবল ফিলিস্তিনিদের কষ্ট আরও বাড়াবে।’
এর আগে, ইউএনআরডব্লিএ-এর মুখপাত্র জুলিয়েট তৌমা এই পদক্ষেপকে ‘লজ্জাজনক’ করে বলেছেন, ‘একটি জাতিসংঘ সদস্য রাষ্ট্র যেভাবে একটি জাতিসংঘ সংস্থাকে ভেঙে ফেলার কাজ করছে, তা লজ্জাজনক। এটি গাজায় সবচেয়ে বড় মানবিক সহায়ক সংস্থাও বটে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে বাণিজ্য করা যেকোনো দেশের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। দেশটিতে বিক্ষোভের ওপর সহিংস দমনের কারণে তেহরান সরকারের ওপর চাপ বাড়াতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
১৯ মিনিট আগে
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৯ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৯ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
১০ ঘণ্টা আগে