Ajker Patrika

ইসরায়েলি হামলায় দুই দিনে ১২৮ ইরানি নিহত, আহত প্রায় ৯০০

আজকের পত্রিকা ডেস্ক­
রাজধানী তেহরানসহ গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা করেছে ইসরায়েল। ছবি: এএফপি
রাজধানী তেহরানসহ গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা করেছে ইসরায়েল। ছবি: এএফপি

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার ও শনিবার—এই দুই দিনে ইসরায়েলি হামলায় অন্তত ১২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৯০০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তেহরানভিত্তিক ইত্তেমাদ ডেইলি জানিয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ৪০ জন নারী রয়েছেন। এ ছাড়াও বেশ কিছু শিশু হতাহতদের মধ্যে রয়েছে।

১৩ জুন শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা শুরু করে। এরপর টানা তিন দিন ধরে ইরানজুড়ে বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র হামলা ও গোলাবর্ষণের ঘটনা ঘটে। ইসরায়েল বলছে, তারা ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে থামাতেই এই সামরিক অভিযান চালাচ্ছে।

হামলার প্রধান লক্ষ্য ছিল সামরিক স্থাপনা হলেও, কিছু হামলা আবাসিক এলাকায় হওয়ায় ব্যাপক বেসামরিক প্রাণহানি হয়েছে। বহু পরিবারের সদস্য হতাহত হয়েছেন। অনেকেই আহত অবস্থায় চিকিৎসাসেবা পাচ্ছেন হাসপাতালগুলোতে, যেখানে চাপ ক্রমেই বাড়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত