
গাজায় হামাস যোদ্ধাদের কাছে একটানা ৫০ দিন জিম্মি থাকার পর গত মঙ্গলবার মুক্তি পেয়েছে ৯ বছর বয়সী এমিলি হ্যান্ড। কিন্তু জিম্মি অবস্থা থেকে মুক্তির পর এখন শুধু ফিসফিস করে কথা বলছে আইরিশ-ইসরায়েলি এই শিশুটি। আজ শুক্রবার দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন এমিলির বাবা থমাস হ্যান্ড।
বাবার দাবি অনুযায়ী, হামাস যোদ্ধারা জিম্মি করার আগে এমিলি ছিল খুবই কোলাহলপূর্ণ এক মেয়ে। সারাক্ষণই এটা-ওটা নিয়ে হৈ-হুল্লোড়ে মেতে থাকত সে। কিন্তু এসবের কোনো লক্ষণই এখন আর মেয়ের মাঝে অবশিষ্ট নেই।
থমাস বলেন, ‘এখন সে ফিসফিস করে কথা বলছে। সে ঠোঁট নাড়াচ্ছে কিন্তু কোনো শব্দ, এমনকি বাতাসও বের হচ্ছে না।’
থমাস মনে করেন, বন্দী থাকা অবস্থায় ‘জোরে কথা বলা যাবে না’—হামাস যোদ্ধাদের এমন আদেশের কারণেই গত ৫০ দিন ধরে এমিলি এভাবে কথা বলতে অভ্যস্ত হয়ে গেছে। মেয়েকে এই ট্রমা থেকে পুনরুদ্ধারের জন্য যা যা দরকার তা-ই করবেন বলে জানিয়েছেন থমাস।
দ্য সানকে তিনি বলেন, ‘সে (এমিলি) সন্ত্রাসীদের দ্বারা আতঙ্কিত হয়েছিল। কিন্তু তার বাবা হিসেবে এই আতঙ্ক দূর করা আমার কাজ এবং আমি করব।’
এমিলিকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হলেও থমাস হ্যান্ড ভেবেছিলেন, তার আদরের মেয়ের ভাগ্যে সবচেয়ে খারাপ কিছুই ঘটেছে। এমিলিকে হয়তো হামাস যোদ্ধারা হত্যা করেছে। তবে মেয়ের ফিরে আসার খবরে তিনি এখন আনন্দে আত্মহারা। মেয়ের মুক্তি উপলক্ষে তিনি জীবনের সবচেয়ে বড় পার্টি করার ঘোষণা দিয়েছেন তিনি। জানিয়েছেন, বন্দী অবস্থায় এমিলিকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি। তবে তার ওজন অনেক কমে গেছে।
এমিলির ওজন কমে যাওয়ার বিষয়ে থমাস বলেন, ‘তার নিটোল গাল হয়তো এখন আর নেই, কিন্তু সে এখন আবার হাসছে, এখন সে নিরাপদ।’
জানা গেছে, গত ৭ অক্টোবর জিম্মি হওয়ার সময় বন্ধুর বাড়িতে রাতে ছিল এমিলি। পরে ওই বাড়িতে হামাস যোদ্ধারা প্রবেশ করে বাড়িটিতে অবস্থান করা সবাইকে অপহরণ করে।
ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তির অংশ হিসেবে এমিলিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের তথ্য মতে, গত ৭ অক্টোবরের হামলায় হামাস প্রায় ২৪০ জনকে অপহরণ করে গাজায় নিয়ে যায়।

গাজায় হামাস যোদ্ধাদের কাছে একটানা ৫০ দিন জিম্মি থাকার পর গত মঙ্গলবার মুক্তি পেয়েছে ৯ বছর বয়সী এমিলি হ্যান্ড। কিন্তু জিম্মি অবস্থা থেকে মুক্তির পর এখন শুধু ফিসফিস করে কথা বলছে আইরিশ-ইসরায়েলি এই শিশুটি। আজ শুক্রবার দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন এমিলির বাবা থমাস হ্যান্ড।
বাবার দাবি অনুযায়ী, হামাস যোদ্ধারা জিম্মি করার আগে এমিলি ছিল খুবই কোলাহলপূর্ণ এক মেয়ে। সারাক্ষণই এটা-ওটা নিয়ে হৈ-হুল্লোড়ে মেতে থাকত সে। কিন্তু এসবের কোনো লক্ষণই এখন আর মেয়ের মাঝে অবশিষ্ট নেই।
থমাস বলেন, ‘এখন সে ফিসফিস করে কথা বলছে। সে ঠোঁট নাড়াচ্ছে কিন্তু কোনো শব্দ, এমনকি বাতাসও বের হচ্ছে না।’
থমাস মনে করেন, বন্দী থাকা অবস্থায় ‘জোরে কথা বলা যাবে না’—হামাস যোদ্ধাদের এমন আদেশের কারণেই গত ৫০ দিন ধরে এমিলি এভাবে কথা বলতে অভ্যস্ত হয়ে গেছে। মেয়েকে এই ট্রমা থেকে পুনরুদ্ধারের জন্য যা যা দরকার তা-ই করবেন বলে জানিয়েছেন থমাস।
দ্য সানকে তিনি বলেন, ‘সে (এমিলি) সন্ত্রাসীদের দ্বারা আতঙ্কিত হয়েছিল। কিন্তু তার বাবা হিসেবে এই আতঙ্ক দূর করা আমার কাজ এবং আমি করব।’
এমিলিকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হলেও থমাস হ্যান্ড ভেবেছিলেন, তার আদরের মেয়ের ভাগ্যে সবচেয়ে খারাপ কিছুই ঘটেছে। এমিলিকে হয়তো হামাস যোদ্ধারা হত্যা করেছে। তবে মেয়ের ফিরে আসার খবরে তিনি এখন আনন্দে আত্মহারা। মেয়ের মুক্তি উপলক্ষে তিনি জীবনের সবচেয়ে বড় পার্টি করার ঘোষণা দিয়েছেন তিনি। জানিয়েছেন, বন্দী অবস্থায় এমিলিকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি। তবে তার ওজন অনেক কমে গেছে।
এমিলির ওজন কমে যাওয়ার বিষয়ে থমাস বলেন, ‘তার নিটোল গাল হয়তো এখন আর নেই, কিন্তু সে এখন আবার হাসছে, এখন সে নিরাপদ।’
জানা গেছে, গত ৭ অক্টোবর জিম্মি হওয়ার সময় বন্ধুর বাড়িতে রাতে ছিল এমিলি। পরে ওই বাড়িতে হামাস যোদ্ধারা প্রবেশ করে বাড়িটিতে অবস্থান করা সবাইকে অপহরণ করে।
ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তির অংশ হিসেবে এমিলিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের তথ্য মতে, গত ৭ অক্টোবরের হামলায় হামাস প্রায় ২৪০ জনকে অপহরণ করে গাজায় নিয়ে যায়।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১৭ মিনিট আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
২ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৩ ঘণ্টা আগে