
ফিলিস্তিনের পশ্চিম তীরে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৪ বছরে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাড়িঘরসহ বিভিন্ন অবকাঠামো ভেঙে দিয়েছে ইসরায়েল। এই সময়ে সরাসরি বাস্তুচ্যুত হয়েছে ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলিয়ে ৬ লাখ ফিলিস্তিনি। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনাইটেড ন্যাশনস অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স বা ইউএনওসিএইচএ-এর এক বিশেষ গ্রাফিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউএনওসিএইচএর তথ্য অনুসারে, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে শুরু করে ২০২৩ সালে ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে, এই ১৪ বছরে ১০ হাজার ২৪৭টি বাড়িঘর বা বিভিন্ন ধরনের অবকাঠামো ভেঙে দিয়েছে ইসরায়েল। এতে সরাসরি বাস্তুচ্যুত হয়েছে ১৫ হাজার ৩৭৪ জন এবং সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬ লাখ মানুষ।
পশ্চিম তীরের জেরুসালেম, তুবাস, হেবরন ও রামাল্লায় সবচেয়ে বেশি পরিমাণ বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস করেছে ইসরায়েলিরা। ইউএনওসিএইচএর হিসাব অনুসারে, সবচেয়ে বেশি বাড়িঘর ও অবকাঠামো ভাঙা হয়েছে জেরুসালেমে। অঞ্চলটিতে বিগত ১৪ বছরে ৩ হাজার ৪৫টি অবকাঠামো ভেঙে দেওয়া হয়েছে। এতে সরাসরি বাস্তুচ্যুত হয়েছে ৫ হাজার ৫২৫ জন ফিলিস্তিনি।
এর বাইরে তুবাসে ভেঙে দেওয়া হয়েছে ১ হাজার ৫২১টি অবকাঠামো এবং এতে সরাসরি বাস্তুচ্যুত হয়েছে ১ হাজার ৯২৪ জন। হেবরনে ভাঙা হয়েছে ১ হাজার ৬৪৮টি অবকাঠামো এবং ২ হাজার ৩২৬ জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এই এলাকায়। এ ছাড়া রামাল্লায় ভাঙা হয়েছে ৫৫২টি অবকাঠামো এবং এতে বাস্তুচ্যুত হয়েছে ৭২৮ জন ফিলিস্তিনি। এ ছাড়া পশ্চিম তীরের অন্যান্য অঞ্চলেও ব্যাপকভাবে বসতি ভেঙে দিয়েছে ইসরায়েলিরা।
এর আগে ইউএনওসিএইচএ অপর এক গ্রাফিক প্রতিবেদনে জানিয়েছিল (গত ৭ অক্টোবরের পর ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা নিশ্চিত করে দেওয়া আল জাজিরা ও আনাদোলু এজেন্সির তথ্যসহ) বিগত ১৫ বছরে ফিলিস্তিনের দুই অঞ্চল গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৮ হাজার। একই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে ২ লাখ ১৫ হাজারের বেশি। এই সময়ে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে নিহত ইসরায়েলির সংখ্যা ১ হাজার ১৭৮। এ ছাড়া আহত হয়েছে আরও ৬ হাজার ৩৪৮ জন।

ফিলিস্তিনের পশ্চিম তীরে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৪ বছরে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাড়িঘরসহ বিভিন্ন অবকাঠামো ভেঙে দিয়েছে ইসরায়েল। এই সময়ে সরাসরি বাস্তুচ্যুত হয়েছে ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলিয়ে ৬ লাখ ফিলিস্তিনি। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনাইটেড ন্যাশনস অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স বা ইউএনওসিএইচএ-এর এক বিশেষ গ্রাফিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউএনওসিএইচএর তথ্য অনুসারে, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে শুরু করে ২০২৩ সালে ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে, এই ১৪ বছরে ১০ হাজার ২৪৭টি বাড়িঘর বা বিভিন্ন ধরনের অবকাঠামো ভেঙে দিয়েছে ইসরায়েল। এতে সরাসরি বাস্তুচ্যুত হয়েছে ১৫ হাজার ৩৭৪ জন এবং সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬ লাখ মানুষ।
পশ্চিম তীরের জেরুসালেম, তুবাস, হেবরন ও রামাল্লায় সবচেয়ে বেশি পরিমাণ বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস করেছে ইসরায়েলিরা। ইউএনওসিএইচএর হিসাব অনুসারে, সবচেয়ে বেশি বাড়িঘর ও অবকাঠামো ভাঙা হয়েছে জেরুসালেমে। অঞ্চলটিতে বিগত ১৪ বছরে ৩ হাজার ৪৫টি অবকাঠামো ভেঙে দেওয়া হয়েছে। এতে সরাসরি বাস্তুচ্যুত হয়েছে ৫ হাজার ৫২৫ জন ফিলিস্তিনি।
এর বাইরে তুবাসে ভেঙে দেওয়া হয়েছে ১ হাজার ৫২১টি অবকাঠামো এবং এতে সরাসরি বাস্তুচ্যুত হয়েছে ১ হাজার ৯২৪ জন। হেবরনে ভাঙা হয়েছে ১ হাজার ৬৪৮টি অবকাঠামো এবং ২ হাজার ৩২৬ জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এই এলাকায়। এ ছাড়া রামাল্লায় ভাঙা হয়েছে ৫৫২টি অবকাঠামো এবং এতে বাস্তুচ্যুত হয়েছে ৭২৮ জন ফিলিস্তিনি। এ ছাড়া পশ্চিম তীরের অন্যান্য অঞ্চলেও ব্যাপকভাবে বসতি ভেঙে দিয়েছে ইসরায়েলিরা।
এর আগে ইউএনওসিএইচএ অপর এক গ্রাফিক প্রতিবেদনে জানিয়েছিল (গত ৭ অক্টোবরের পর ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা নিশ্চিত করে দেওয়া আল জাজিরা ও আনাদোলু এজেন্সির তথ্যসহ) বিগত ১৫ বছরে ফিলিস্তিনের দুই অঞ্চল গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৮ হাজার। একই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে ২ লাখ ১৫ হাজারের বেশি। এই সময়ে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে নিহত ইসরায়েলির সংখ্যা ১ হাজার ১৭৮। এ ছাড়া আহত হয়েছে আরও ৬ হাজার ৩৪৮ জন।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
২২ মিনিট আগে
রোলেক্স ঘড়ি, লুই ভিটন ব্যাগ কিংবা আইফোন—মহামূল্যবান ব্র্যান্ডের এসব পণ্য অনেকেরই কেনার সাধ্য নেই। তবে মানুষের আগ্রহের কারণে এসব পণ্যের ‘সেকেন্ড হ্যান্ড’ বাজারও জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহৃত বিলাসী পণ্য ক্রয়ের ক্ষেত্রে এখন ক্রেতাদের কাছে এক নতুন মানদণ্ড হয়ে উঠেছে ‘ইউজড ইন জাপান’।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মিশন প্রাঙ্গণে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক
২ ঘণ্টা আগে
গত বছরের নভেম্বরে ইউরোপের বাইরে ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা আবেদন স্থগিত করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বের আবেদনও ছিল। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তালিকায় আফ্রিকার একাধিক দেশও ছিল।
২ ঘণ্টা আগে