
ইসলামি প্রতিরোধ আন্দোলনকে (হামাস) ফিলিস্তিনি জনগণের সংগ্রামের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন জর্ডানের সাবেক তথ্যমন্ত্রী তাহের আল-আদওয়ান। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে আরব লিগের প্রতি এ আহ্বান জানান তিনি।
সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, আল-আদওয়ান পোস্টে বলেন, গাজা ও ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে যদি আসন্ন আরব লিগ শীর্ষ সম্মেলন এবং সমগ্র পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তবে অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তাঁদের ‘অশুভ’ জোট আল-কাসাম ব্রিগেডকে (হামাসের সশস্ত্র বাহিনী) যে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছে তা আরবদের অস্বীকার করতে হবে।
তিনি আরও বলেন, সম্মেলনে অবশ্যই হামাস গোষ্ঠীকে প্রতিরোধ আন্দোলনের দল এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে।
পোস্টে আল-আদওয়ান আরও বলেন, ‘গাজার প্রতিরোধ যুদ্ধকে স্বীকৃতি ও সমর্থন দিন, ইসরায়েলি দখলদারির অধীনে নিপীড়িত ভাতৃসম আরব ফিলিস্তিনি জনগণের এটি প্রাপ্য। যদি ইরান বা অন্য কোনো দেশ যাদের আরব দেশগুলোর ওপর খবরদারি করার উচ্চাভিলাষ রয়েছে তাদের (হামাস) সঙ্গে সমন্বয় করে থাকে তাহলে তাদের জবাবদিহির আওতায় আনুন।’
আল-আদওয়ান জোর দিয়ে বলেন, ‘পশ্চিম থেকে পূর্বে সব আরবের উচিত অন্তত তাঁদের সরকারকে আল-কাসামের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার জন্য চাপ দেওয়া।’ ফিলিস্তিনিদের জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আল-কাসামের প্রতিরোধকে সমর্থন করতে বলেন তিনি।
আরব নেতাদের গত ৭৫ বছরের দখলদারির অবসান ঘটাতে যারা জীবন দিয়েছেন তাঁদের পক্ষাবলম্বন করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের সঙ্গে যে অন্যায় হচ্ছে তা বিশ্বের কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়।’
গতকাল বৃহস্পতিবার আরবের পররাষ্ট্রমন্ত্রীরা রিয়াদে আরব লিগের জরুরি সম্মেলনের আগে একটি প্রস্তুতি সভার আয়োজন করেন। গাজায় ইসরায়েলি বোমা হামলা ও অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসন বন্ধের উপায় নিয়ে আলোচনার জন্য জরুরি এ সম্মেলন ডাকা হয়েছে।
এ সম্মেলনে যুদ্ধবিরতির দাবি ও ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় রাজনৈতিক সমর্থন প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

ইসলামি প্রতিরোধ আন্দোলনকে (হামাস) ফিলিস্তিনি জনগণের সংগ্রামের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন জর্ডানের সাবেক তথ্যমন্ত্রী তাহের আল-আদওয়ান। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে আরব লিগের প্রতি এ আহ্বান জানান তিনি।
সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, আল-আদওয়ান পোস্টে বলেন, গাজা ও ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে যদি আসন্ন আরব লিগ শীর্ষ সম্মেলন এবং সমগ্র পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তবে অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তাঁদের ‘অশুভ’ জোট আল-কাসাম ব্রিগেডকে (হামাসের সশস্ত্র বাহিনী) যে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছে তা আরবদের অস্বীকার করতে হবে।
তিনি আরও বলেন, সম্মেলনে অবশ্যই হামাস গোষ্ঠীকে প্রতিরোধ আন্দোলনের দল এবং ফিলিস্তিনি জনগণের সংগ্রামের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে।
পোস্টে আল-আদওয়ান আরও বলেন, ‘গাজার প্রতিরোধ যুদ্ধকে স্বীকৃতি ও সমর্থন দিন, ইসরায়েলি দখলদারির অধীনে নিপীড়িত ভাতৃসম আরব ফিলিস্তিনি জনগণের এটি প্রাপ্য। যদি ইরান বা অন্য কোনো দেশ যাদের আরব দেশগুলোর ওপর খবরদারি করার উচ্চাভিলাষ রয়েছে তাদের (হামাস) সঙ্গে সমন্বয় করে থাকে তাহলে তাদের জবাবদিহির আওতায় আনুন।’
আল-আদওয়ান জোর দিয়ে বলেন, ‘পশ্চিম থেকে পূর্বে সব আরবের উচিত অন্তত তাঁদের সরকারকে আল-কাসামের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার জন্য চাপ দেওয়া।’ ফিলিস্তিনিদের জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আল-কাসামের প্রতিরোধকে সমর্থন করতে বলেন তিনি।
আরব নেতাদের গত ৭৫ বছরের দখলদারির অবসান ঘটাতে যারা জীবন দিয়েছেন তাঁদের পক্ষাবলম্বন করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের সঙ্গে যে অন্যায় হচ্ছে তা বিশ্বের কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়।’
গতকাল বৃহস্পতিবার আরবের পররাষ্ট্রমন্ত্রীরা রিয়াদে আরব লিগের জরুরি সম্মেলনের আগে একটি প্রস্তুতি সভার আয়োজন করেন। গাজায় ইসরায়েলি বোমা হামলা ও অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসন বন্ধের উপায় নিয়ে আলোচনার জন্য জরুরি এ সম্মেলন ডাকা হয়েছে।
এ সম্মেলনে যুদ্ধবিরতির দাবি ও ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় রাজনৈতিক সমর্থন প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৪ ঘণ্টা আগে