
দুবাই ছাড়তে চাওয়া যাত্রীদের চেক ইন স্থগিত করেছে এমিরেটস। স্থানীয় সময় বুধবার মধ্যরাত পর্যন্ত চেক ইন স্থগিতের কথা সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে এমিরেটস এয়ারলাইনস। এক প্রতিবেদনে খবরটি দিয়েছে এয়ারলাইভ।
মুষলধারে বৃষ্টি ও ঝড়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ। মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক প্রাণকেন্দ্র দুবাইসহ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানে দেখা দিয়েছে বিরল বন্যা। বজ্রপাতসহ ভারী বর্ষণের কারণে গতকাল মঙ্গলবার থেকে দুবাইয়ের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়।
প্রতিকূল আবহাওয়া এবং রাস্তায় তীব্র জলাবদ্ধতার কারণে সৃষ্ট সমস্যার কারণে এমিরেটস আজ ১৭ এপ্রিল সকাল ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়া যাত্রীদের জন্য চেক ইন স্থগিত করছে।
এমিরেটস মধ্যরাত পর্যন্ত শুধু ট্রানজিট যাত্রীদের জন্য কাজ করবে। দুবাই থেকে ভ্রমণ শুরু করা কোনো যাত্রীকে গ্রহণ করবে না এমিরেটস। কারণ, উপসাগরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে প্রবল ঝড়। নজিরবিহীন এই প্রতিকূল আবহাওয়ার কারণে নিতান্তই প্রয়োজন না হলে যাত্রীদের বিমানবন্দরে না আসার জন্য এক্সে দেওয়া পোস্টে বলেছে কর্তৃপক্ষ।
পোস্টে বলা হয়েছে, একেবারেই প্রয়োজন ছাড়া যাত্রীদের বিমানবন্দরে না আসার পরামর্শ দিচ্ছে এমিরেটস। ফ্লাইটগুলো বিলম্বিত এবং পরিবর্তন করা হচ্ছে। ফ্লাইটের সর্বশেষ অবস্থা এয়ারলাইনসের ওয়েবসাইটে দেখার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে।
এই প্রতিকূল পরিস্থিতিতে যত তাড়াতাড়ি সম্ভব ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরুর জন্য কঠোর পরিশ্রম করা হচ্ছে বলেও জানায় এমিরেটস।
শুধু দুবাইতে আগত এবং ইতিমধ্যে ট্রানজিটে থাকা যাত্রীদের ফ্লাইটের প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান হয়েছে।

দুবাই ছাড়তে চাওয়া যাত্রীদের চেক ইন স্থগিত করেছে এমিরেটস। স্থানীয় সময় বুধবার মধ্যরাত পর্যন্ত চেক ইন স্থগিতের কথা সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে এমিরেটস এয়ারলাইনস। এক প্রতিবেদনে খবরটি দিয়েছে এয়ারলাইভ।
মুষলধারে বৃষ্টি ও ঝড়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ। মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক প্রাণকেন্দ্র দুবাইসহ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানে দেখা দিয়েছে বিরল বন্যা। বজ্রপাতসহ ভারী বর্ষণের কারণে গতকাল মঙ্গলবার থেকে দুবাইয়ের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়।
প্রতিকূল আবহাওয়া এবং রাস্তায় তীব্র জলাবদ্ধতার কারণে সৃষ্ট সমস্যার কারণে এমিরেটস আজ ১৭ এপ্রিল সকাল ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়া যাত্রীদের জন্য চেক ইন স্থগিত করছে।
এমিরেটস মধ্যরাত পর্যন্ত শুধু ট্রানজিট যাত্রীদের জন্য কাজ করবে। দুবাই থেকে ভ্রমণ শুরু করা কোনো যাত্রীকে গ্রহণ করবে না এমিরেটস। কারণ, উপসাগরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে প্রবল ঝড়। নজিরবিহীন এই প্রতিকূল আবহাওয়ার কারণে নিতান্তই প্রয়োজন না হলে যাত্রীদের বিমানবন্দরে না আসার জন্য এক্সে দেওয়া পোস্টে বলেছে কর্তৃপক্ষ।
পোস্টে বলা হয়েছে, একেবারেই প্রয়োজন ছাড়া যাত্রীদের বিমানবন্দরে না আসার পরামর্শ দিচ্ছে এমিরেটস। ফ্লাইটগুলো বিলম্বিত এবং পরিবর্তন করা হচ্ছে। ফ্লাইটের সর্বশেষ অবস্থা এয়ারলাইনসের ওয়েবসাইটে দেখার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে।
এই প্রতিকূল পরিস্থিতিতে যত তাড়াতাড়ি সম্ভব ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরুর জন্য কঠোর পরিশ্রম করা হচ্ছে বলেও জানায় এমিরেটস।
শুধু দুবাইতে আগত এবং ইতিমধ্যে ট্রানজিটে থাকা যাত্রীদের ফ্লাইটের প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান হয়েছে।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৩ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৩ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৬ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৬ ঘণ্টা আগে