আজকের পত্রিকা ডেস্ক

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নয়, সংঘাতের ‘বাস্তব অবসান’ চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, ‘কোনো যুদ্ধবিরতি নয়, আমি চাই প্রকৃত অবসান।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প আরও বলেন, ‘সম্পূর্ণ আত্মসমর্পণ করলেও সমস্যা নেই।’ তবে কোন পক্ষকে তিনি আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন, তা স্পষ্ট করে বলেননি। অবশ্য এই মন্তব্য করার আগে ইরানের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মার্কিন স্বার্থে আঘাত করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুমকি দেন তিনি। বলেন, ‘তারা যদি আমাদের লোকদের কোনো ক্ষতি করে, তবে আমরা সর্বশক্তি নিয়ে মাঠে নামব।’
ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয়, ওরা জানে, আমাদের সেনাদের গায়ে আঙুলের টোকাও দেওয়া যাবে না।’
ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে এবং এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মার্কিন সেনা ও কূটনৈতিক অবস্থান নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনার ইঙ্গিত মিলছে বলে মনে করছেন কেউ কেউ।
এর আগে নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লেখেন, ‘তেহরানের সব বাসিন্দার উচিত এখনই শহরটি ছেড়ে চলে যাওয়া।’ পরে জি-৭ সম্মেলন শেষ না করেই ওয়াশিংটন ফিরে যান তিনি। নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠকও ডাকেন। ট্রাম্পের এই পোস্টকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। ট্রাম্পের হঠাৎ কানাডা থেকে দেশে ফেরার ঘোষণা হয়তো যুদ্ধবিরতির সম্ভাবনার ইঙ্গিত করছে, আবার এটি যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ইঙ্গিতও হতে পারে। বিশেষ করে তাঁর নিরাপত্তা উপদেষ্টা দলের বৈঠক ও সে-সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়ায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের তেহরানবাসীদের দ্রুত শহর ছাড়ার পরামর্শ দেওয়াও উদ্বেগ আরও বাড়িয়েছে। তাঁর এমন আহ্বানকে নিছক ‘সতর্কবার্তা’ হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা। তবে এটিকে ‘মনস্তাত্ত্বিক খেলা’ বলেও মনে করছেন অনেকে।

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নয়, সংঘাতের ‘বাস্তব অবসান’ চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, ‘কোনো যুদ্ধবিরতি নয়, আমি চাই প্রকৃত অবসান।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প আরও বলেন, ‘সম্পূর্ণ আত্মসমর্পণ করলেও সমস্যা নেই।’ তবে কোন পক্ষকে তিনি আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন, তা স্পষ্ট করে বলেননি। অবশ্য এই মন্তব্য করার আগে ইরানের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মার্কিন স্বার্থে আঘাত করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুমকি দেন তিনি। বলেন, ‘তারা যদি আমাদের লোকদের কোনো ক্ষতি করে, তবে আমরা সর্বশক্তি নিয়ে মাঠে নামব।’
ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয়, ওরা জানে, আমাদের সেনাদের গায়ে আঙুলের টোকাও দেওয়া যাবে না।’
ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে এবং এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মার্কিন সেনা ও কূটনৈতিক অবস্থান নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনার ইঙ্গিত মিলছে বলে মনে করছেন কেউ কেউ।
এর আগে নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লেখেন, ‘তেহরানের সব বাসিন্দার উচিত এখনই শহরটি ছেড়ে চলে যাওয়া।’ পরে জি-৭ সম্মেলন শেষ না করেই ওয়াশিংটন ফিরে যান তিনি। নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠকও ডাকেন। ট্রাম্পের এই পোস্টকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। ট্রাম্পের হঠাৎ কানাডা থেকে দেশে ফেরার ঘোষণা হয়তো যুদ্ধবিরতির সম্ভাবনার ইঙ্গিত করছে, আবার এটি যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ইঙ্গিতও হতে পারে। বিশেষ করে তাঁর নিরাপত্তা উপদেষ্টা দলের বৈঠক ও সে-সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়ায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের তেহরানবাসীদের দ্রুত শহর ছাড়ার পরামর্শ দেওয়াও উদ্বেগ আরও বাড়িয়েছে। তাঁর এমন আহ্বানকে নিছক ‘সতর্কবার্তা’ হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা। তবে এটিকে ‘মনস্তাত্ত্বিক খেলা’ বলেও মনে করছেন অনেকে।

স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্পেনের সিভিল গার্ড এ তথ্য জানিয়েছে। এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র দায়মুক্তির মনোভাব নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক আইনের চেয়ে নিজ শক্তি ও ‘গায়ের জোরকেই’ বেশি গুরুত্ব দিচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ওয়াশিংটনের কাছে বহুপক্ষীয় সমাধান কার্যত অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা এবং পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে।
৪ ঘণ্টা আগে