
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক ভাগনি তেহরানের সঙ্গে বিশ্বের দেশগুলোকে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের দুদিন পর জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে শেয়ার করা এক ভিডিওতে তিনি তেহরানের সরকারকে ‘খুনি ও শিশু-হত্যাকারী’ বলে আখ্যা দিয়ে তাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শাসকগোষ্ঠীকে চাপে রাখতে বিশ্ববাসীকে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ভাগনি ফারিদেহ মোরাদখানি। গত শুক্রবার ফ্রান্সে থাকা তাঁর ভাই মাহমুদ মোরাদখানি ওই ভিডিও শেয়ার করেন। শেয়ার করার পরপরই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।
ফারিদেহের গ্রেপ্তারের বিষয়ে তাঁর ভাই মাহমুদ বলেন, তাঁর বোনের বিরুদ্ধে সমন জারির পর তিনি কৌঁসুলির কার্যালয়ে গেলে তাঁর বোনকে গত বুধবার গ্রেপ্তার করা হয়। ফারিদেহ মোরাদখানি একজন সুপরিচিত মানবাধিকার কর্মী। ভিডিওতে তিনি ইরানি কর্তৃপক্ষের নিপীড়নের নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন।
ফারিদেহ মোরাদখানি বলেন, ‘ধর্মীয় নীতি-নৈতিকতার প্রতি খামেনি সরকারের কোনো আনুগত্য নেই। ক্ষমতা ধরে রাখতে ও বলপ্রয়োগ করতে তারা যে কোনো উপায় বেছে নিচ্ছে।’ তিনি ইরানিদের ওপর সরকারের ‘সুস্পষ্ট নিপীড়নের’ নিন্দা করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন।
ভিডিওতে ফারিদেহ বলেছেন, ‘এই শাসনব্যবস্থা কোনো ধর্মীয় নীতির প্রতি অনুগত নয় এবং বলপ্রয়োগ ছাড়া কোনো আইন বা নিয়ম তাঁরা জানে না এবং যেকোনো উপায়ে তাঁরা ক্ষমতা বজায় রাখতে চায়।’ তিনি অভিযোগ করেন, বিদ্রোহ দমনে সরকারে ক্র্যাকডাউনের প্রতিবাদে ইরানের সরকারের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো ‘হাস্যকর’।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক ভাগনি তেহরানের সঙ্গে বিশ্বের দেশগুলোকে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের দুদিন পর জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে শেয়ার করা এক ভিডিওতে তিনি তেহরানের সরকারকে ‘খুনি ও শিশু-হত্যাকারী’ বলে আখ্যা দিয়ে তাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শাসকগোষ্ঠীকে চাপে রাখতে বিশ্ববাসীকে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ভাগনি ফারিদেহ মোরাদখানি। গত শুক্রবার ফ্রান্সে থাকা তাঁর ভাই মাহমুদ মোরাদখানি ওই ভিডিও শেয়ার করেন। শেয়ার করার পরপরই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।
ফারিদেহের গ্রেপ্তারের বিষয়ে তাঁর ভাই মাহমুদ বলেন, তাঁর বোনের বিরুদ্ধে সমন জারির পর তিনি কৌঁসুলির কার্যালয়ে গেলে তাঁর বোনকে গত বুধবার গ্রেপ্তার করা হয়। ফারিদেহ মোরাদখানি একজন সুপরিচিত মানবাধিকার কর্মী। ভিডিওতে তিনি ইরানি কর্তৃপক্ষের নিপীড়নের নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন।
ফারিদেহ মোরাদখানি বলেন, ‘ধর্মীয় নীতি-নৈতিকতার প্রতি খামেনি সরকারের কোনো আনুগত্য নেই। ক্ষমতা ধরে রাখতে ও বলপ্রয়োগ করতে তারা যে কোনো উপায় বেছে নিচ্ছে।’ তিনি ইরানিদের ওপর সরকারের ‘সুস্পষ্ট নিপীড়নের’ নিন্দা করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন।
ভিডিওতে ফারিদেহ বলেছেন, ‘এই শাসনব্যবস্থা কোনো ধর্মীয় নীতির প্রতি অনুগত নয় এবং বলপ্রয়োগ ছাড়া কোনো আইন বা নিয়ম তাঁরা জানে না এবং যেকোনো উপায়ে তাঁরা ক্ষমতা বজায় রাখতে চায়।’ তিনি অভিযোগ করেন, বিদ্রোহ দমনে সরকারে ক্র্যাকডাউনের প্রতিবাদে ইরানের সরকারের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো ‘হাস্যকর’।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয়তার কথা আবারও জোর দিয়ে বলছেন। তবে তাঁর এমন ঘোষণার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইউরোপের কয়েক দেশের একটি সম্মিলিত বাহিনী দ্বীপটিতে পৌঁছেছে।
৪ ঘণ্টা আগে