
শেখার কোনো বয়স নেই, বিশ্বজুড়ে প্রচলিত এই কথাটির প্রমাণ নতুন করে দিয়েছেন সৌদি আরবের ৮৮ বছর বয়সী এক ব্যক্তি। এই বয়সে তিনি মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন। তাঁর এই উদ্যোগ সৌদি আরবের গণমাধ্যমের মনোযোগ কেড়েছে। আর এর সুবাদে আলী জাদমি নামের এই বৃদ্ধ সৌদি আরবে ‘আলী চাচা’ হিসেবে পরিচিতি পেয়েছেন।
আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জাজানের বাসিন্দা আলী চাচা। তিনি সম্প্রতি, মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষায় বসেছেন। তাঁর সব সহপাঠীই নাতি-নাতনিদের বয়সী। আলী জাদমি জানান, তিনি একেবারে প্রাথমিক পর্যায় থেকেই পড়ালেখা শুরু করে এ পর্যন্ত এসেছে এবং এই সময়ে তিনি কোনো প্রতিবন্ধকতার শিকার হননি।
কিশোর-তরুণ সহপাঠীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে জানতে চাওয়া হলে আলী চাচা সৌদি আরবের সম্প্রচারমাধ্যম আল-আখবারিয়াকে বলেন, মাধ্যমিক পর্যায়ে তিনি শীর্ষ শিক্ষার্থীদের একজন ছিলেন। এ সময় মাধ্যমিক বিদ্যালয় শেষে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছাও পোষণ করেন।
আলী চাচা বলেন, জ্ঞানার্জনে বয়স কোনো বাধা নয়। তিনি বলেন, ‘বার্ধক্য অধ্যয়ন ও জ্ঞান অর্জনের পথে কোনো বাধা নয়। দোলনা থেকে কবর পর্যন্ত এবং মায়ের কোল থেকে কবর পর্যন্ত জ্ঞান জ্ঞানার্জন করা যায়।’ এ সময় তিনি বৃদ্ধদের পড়াশোনা করার পরামর্শ দেন।
সম্প্রতি বেশ কয়েকজন সৌদি নাগরিকর বয়সের বাধা অস্বীকার করে পড়াশোনা শুরু করেছেন। তাদের কজন হলেন ফাতেমা জায়েদ। তিনি ১০২ বছর বয়সে স্থানীয় একটি সাক্ষরতা স্কুলে পড়াশোনা শুরু করেছিলেন। দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের আল বাহা অঞ্চলের আল মাখাওয়াহ গভর্নরেটের বাসিন্দা ফাতেমা তাঁর ৯৫ বছর বয়সী বোন, তিন মেয়ে ও এক ভগ্নিপতিকেও স্কুলে নিয়ে গিয়েছিলেন।

শেখার কোনো বয়স নেই, বিশ্বজুড়ে প্রচলিত এই কথাটির প্রমাণ নতুন করে দিয়েছেন সৌদি আরবের ৮৮ বছর বয়সী এক ব্যক্তি। এই বয়সে তিনি মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন। তাঁর এই উদ্যোগ সৌদি আরবের গণমাধ্যমের মনোযোগ কেড়েছে। আর এর সুবাদে আলী জাদমি নামের এই বৃদ্ধ সৌদি আরবে ‘আলী চাচা’ হিসেবে পরিচিতি পেয়েছেন।
আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জাজানের বাসিন্দা আলী চাচা। তিনি সম্প্রতি, মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষায় বসেছেন। তাঁর সব সহপাঠীই নাতি-নাতনিদের বয়সী। আলী জাদমি জানান, তিনি একেবারে প্রাথমিক পর্যায় থেকেই পড়ালেখা শুরু করে এ পর্যন্ত এসেছে এবং এই সময়ে তিনি কোনো প্রতিবন্ধকতার শিকার হননি।
কিশোর-তরুণ সহপাঠীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে জানতে চাওয়া হলে আলী চাচা সৌদি আরবের সম্প্রচারমাধ্যম আল-আখবারিয়াকে বলেন, মাধ্যমিক পর্যায়ে তিনি শীর্ষ শিক্ষার্থীদের একজন ছিলেন। এ সময় মাধ্যমিক বিদ্যালয় শেষে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছাও পোষণ করেন।
আলী চাচা বলেন, জ্ঞানার্জনে বয়স কোনো বাধা নয়। তিনি বলেন, ‘বার্ধক্য অধ্যয়ন ও জ্ঞান অর্জনের পথে কোনো বাধা নয়। দোলনা থেকে কবর পর্যন্ত এবং মায়ের কোল থেকে কবর পর্যন্ত জ্ঞান জ্ঞানার্জন করা যায়।’ এ সময় তিনি বৃদ্ধদের পড়াশোনা করার পরামর্শ দেন।
সম্প্রতি বেশ কয়েকজন সৌদি নাগরিকর বয়সের বাধা অস্বীকার করে পড়াশোনা শুরু করেছেন। তাদের কজন হলেন ফাতেমা জায়েদ। তিনি ১০২ বছর বয়সে স্থানীয় একটি সাক্ষরতা স্কুলে পড়াশোনা শুরু করেছিলেন। দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের আল বাহা অঞ্চলের আল মাখাওয়াহ গভর্নরেটের বাসিন্দা ফাতেমা তাঁর ৯৫ বছর বয়সী বোন, তিন মেয়ে ও এক ভগ্নিপতিকেও স্কুলে নিয়ে গিয়েছিলেন।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৩ ঘণ্টা আগে
গাজায় প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য গঠিত নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি শান্তি, অর্থনৈতিক উন্নয়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এমনটি বলা হয়েছে কমিটির শীর্ষ কর্মকর্তা ড. আলী শাথ প্রকাশিত এক মিশন স্টেটমেন্টে।
৫ ঘণ্টা আগে