
ইরানে নিরাপত্তারক্ষীদের মারধরের শিকার হয়ে আরও এক তরুণীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর ইরানের আলবুর্জ প্রদেশের গুহারদাশতে ওই তরুণীর মৃত্যু হয়েছে। ১৬ বছর বয়সী সারিনা ইসমাইলজাদে নামে ওই তরুণী সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে বেশ জনপ্রিয় ছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলে গেলে সেখানকার নিরাপত্তারক্ষীরা তাঁকে ব্যাটন দিয়ে পিটিয়ে হত্যা করে।
স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে এই বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সারিনার পরিবারকে তাঁর মৃত্যুর বিষয়টি চেপে যেতে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে ‘ভয়াবহ হুমকি এবং চাপের’ মুখোমুখি হতে হয়েছে। তবে ইরানের নিরাপত্তা বাহিনী বিষয়টি অস্বীকার করেছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরান নিউজ এক প্রতিবেদনে বলেছে, আলবুর্জ প্রদেশের প্রধান বিচারপতি বলেছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই তরুণী আত্মহত্যা করেছেন। তিনি একটি পাঁচতলা উঁচু ভবনের ছাদ থেকে লাফ দিলে তাঁর মৃত্যু হয়। তাঁর মানসিক অবস্থা স্বাভাবিক নয় বলে তার চিকিৎসার অতীত ইতিহাস থেকে জানা গেছে।’ স্থানীয় সময় আজ শুক্রবার সারিনার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকেই দেশটির নেট দুনিয়ায় তাঁর মৃত্যুর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।
এদিকে ইরানের ফরেনসিক বিভাগ জানিয়েছে, কোনো ধরেন হাতাহাতি বা মারপিটের কারণে মাশা আমিনির মৃত্যু হয়নি। তাঁর মৃত্যু হয়েছে শারীরিক অসুস্থতার কারণে। ফরেনসিক অর্গানাইজেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘মাশা আমিনির মৃত্যু তাঁর মাথায় কিংবা শরীরের অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে গুরুতর আঘাতের কারণে হয়নি।’ ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘মাশা আমিনির মৃত্যু আট বছর বয়সে তাঁর মস্তিষ্কে টিউমার অপসারণে করা একটি সার্জারির সঙ্গে যুক্ত।’

ইরানে নিরাপত্তারক্ষীদের মারধরের শিকার হয়ে আরও এক তরুণীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর ইরানের আলবুর্জ প্রদেশের গুহারদাশতে ওই তরুণীর মৃত্যু হয়েছে। ১৬ বছর বয়সী সারিনা ইসমাইলজাদে নামে ওই তরুণী সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে বেশ জনপ্রিয় ছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলে গেলে সেখানকার নিরাপত্তারক্ষীরা তাঁকে ব্যাটন দিয়ে পিটিয়ে হত্যা করে।
স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে এই বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সারিনার পরিবারকে তাঁর মৃত্যুর বিষয়টি চেপে যেতে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে ‘ভয়াবহ হুমকি এবং চাপের’ মুখোমুখি হতে হয়েছে। তবে ইরানের নিরাপত্তা বাহিনী বিষয়টি অস্বীকার করেছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরান নিউজ এক প্রতিবেদনে বলেছে, আলবুর্জ প্রদেশের প্রধান বিচারপতি বলেছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই তরুণী আত্মহত্যা করেছেন। তিনি একটি পাঁচতলা উঁচু ভবনের ছাদ থেকে লাফ দিলে তাঁর মৃত্যু হয়। তাঁর মানসিক অবস্থা স্বাভাবিক নয় বলে তার চিকিৎসার অতীত ইতিহাস থেকে জানা গেছে।’ স্থানীয় সময় আজ শুক্রবার সারিনার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকেই দেশটির নেট দুনিয়ায় তাঁর মৃত্যুর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।
এদিকে ইরানের ফরেনসিক বিভাগ জানিয়েছে, কোনো ধরেন হাতাহাতি বা মারপিটের কারণে মাশা আমিনির মৃত্যু হয়নি। তাঁর মৃত্যু হয়েছে শারীরিক অসুস্থতার কারণে। ফরেনসিক অর্গানাইজেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘মাশা আমিনির মৃত্যু তাঁর মাথায় কিংবা শরীরের অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে গুরুতর আঘাতের কারণে হয়নি।’ ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘মাশা আমিনির মৃত্যু আট বছর বয়সে তাঁর মস্তিষ্কে টিউমার অপসারণে করা একটি সার্জারির সঙ্গে যুক্ত।’

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
২৭ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য একটি বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন। এটি ইসরায়েলের হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি গ্লোবালের প্রতিবেদন থেকে এ
১ ঘণ্টা আগে
ট্রাম্প প্রশাসন মনে করছে—ইরানে আরেক দফা হামলার ক্ষেত্রে সময় তাদের অনুকূলে রয়েছে। ইরানের বিরুদ্ধে পরিস্থিতির উত্তেজনার পারদ কখনো বাড়িয়ে আবার কখনো কমিয়ে ‘এসক্যালেশন ল্যাডারে’ উত্তেজনার সিঁড়িতে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ, ধীরে ধীরে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী গাজা সংঘাত নিরসনে হামাসের সঙ্গে ২০ দফার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অগ্রগতির মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় গত বুধবার মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেন।
৩ ঘণ্টা আগে