
গাজায় চলমান যুদ্ধ প্রায় পাঁচ মাসে গড়াতে চলেছে। এরই মধ্যে খাবার, পানি ও চিকিৎসা সরঞ্জামের চরম সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ কয়েক মাস ধরেই এলাকাটিতে দুর্ভিক্ষের হুঁশিয়ারি দিয়ে আসছে। বিভিন্ন শরণার্থীশিবিরে খাবারের অভাবে ধুঁকছে লাখো মানুষ।
গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থীশিবিরে পরিবারের জন্য খাবার জোটাতে মরিয়া আবু জিব্রিল নিজের দুই ঘোড়া জবাই করেছেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘বাচ্চাদের ঘোড়া জবাই করে খাওয়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা ক্ষুধায় মরে যাচ্ছি।’
জাবালিয়ায় ফিলিস্তিন অঞ্চলের সবচেয়ে বড় শরণার্থীশিবির। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ শিবিরে অন্তত ১ হাজার ১৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানায় ইসরায়েল।
সংঘাত শুরুর পর ৬০ বছর বয়সী জিব্রিল পার্শ্ববর্তী বেইত হানুন এলাকা থেকে পালিয়ে এ শরণার্থীশিবিরে আশ্রয় নেন। জাতিসংঘের এক স্কুলের পাশে একটি ছোট তাঁবুই এখন তাঁদের ঘরবাড়ি। দূষিত পানি, বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং মানুষের ভিড়ের মধ্যে জীবন বাঁচানোর চেষ্টা করছেন এ শিবিরের শরণার্থীরা। ১৯৪৮ সালে মাত্র ১ দশমিক ৪ বর্গকিলোমিটার জায়গাজুড়ে এই ক্যাম্পটি স্থাপন করা হয়। এখানকার এক লাখেরও বেশি শরণার্থীকে এখন চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হচ্ছে।
ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণের কারণে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এ অঞ্চলটিতে পৌঁছাতে পারছে না। ফলে দ্রুত ফুরিয়ে আসছে খাবার। যে কয়টি খাবারের গাড়ি পৌঁছাতে পারছে ক্ষুধার্ত শরণার্থীরা সেই গাড়ির ওপরই হামলে পড়ছে।
চলতি সপ্তাহেই বিশ্ব খাদ্য কর্মসূচি জানায়, গাজায় অভূতপূর্ব মাত্রার দুর্দশা দেখা দিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, অঞ্চলটিতে প্রায় ২২ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।
গত শুক্রবার গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় জাবালিয়া শিবির থেকে সাত কিলোমিটার দূরে এক হাসপাতালে অপুষ্টির কারণে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গাজায় এখন পর্যন্ত অন্তত ২৯ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়েছে।
শিবিরে ক্ষুধার্ত শিশুরা সামান্য খাবারের জন্য প্লাস্টিকের পাত্র এবং ভাঙা হাঁড়ি হাতে অধীর হয়ে অপেক্ষায় থাকে। খাবারের সরবরাহ যেমন কমে আসছে, তেমন এর দামও দিনদিন বাড়ছে। একজন অভিযোগ করে বলেন, এক কেজি চাল যা আগে ছিল সাত শেকেল এখন তা বেড়ে হয়েছে ৫৫ শেকেল।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা বড়রা মানিয়ে নিতে পারলেও এই চার-পাঁচ বছরের শিশুরা কীভাবে পারবে? তারা কী এমন ভুল করেছে যে তাদের ক্ষুধা নিয়ে ঘুমাতে যেতে হচ্ছে, ক্ষুধা নিয়েই জাগতে হচ্ছে!’
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে বলেছে, উদ্বেগজনক হারে খাবারের সংকট, ক্রমবর্ধমান অপুষ্টি ও রোগে আক্রান্ত হওয়ার কারণে গাজায় শিশু মৃত্যু বাড়তে পারে।
১৯ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বলা হয়, গাজায় দুই বছরের কম বয়সী প্রতি শিশুর মধ্যে একটি তীব্র অপুষ্টিতে ভুগছে বলে অনুমান করা হচ্ছে। ক্রমবর্ধমান ক্ষুধার যন্ত্রণায় মানুষ পচা ভুট্টা, মানুষের খাওয়ার অনুপযোগী পশুখাদ্য, এমনকি লতাপাতাও খাওয়া শুরু করেছে!
শরণার্থীশিবিরের এক নারী বলেন, ‘এখানে কোনো খাবার নেই, গম নেই, কোনো খাবার পানি নেই। আমরা প্রতিবেশীদের কাছে ভিক্ষা করা শুরু করেছি। আমাদের ঘরে একটা শেকেলও নেই। আমরা দরজায় কড়া নাড়ছি, কিন্তু কেউ আমাদের অর্থ দিচ্ছে না।’
খাবারের অভাবে জাবালিয়া শিবিরে ক্ষোভ তীব্রতর হচ্ছে। গত শুক্রবার কয়েকজন তাৎক্ষণিক বিক্ষোভ শুরু করে। বিক্ষোভে এক শিশুর হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘বোমা হামলায় আমাদের মৃত্যু হয়নি, আমরা ক্ষুধায় মারা যাচ্ছি।’
আরেক প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ক্ষুধা আমাদের মাংস খুবলে খাচ্ছে।’ ‘ক্ষুধাকে না বলুন, গণহত্যাকে না বলুন, অবরোধকে না বলুন’ স্লোগানে মুখর হয়ে ওঠে শিবির।
বেইত হানুনে দুটি ঘোড়া দিয়ে জমি চাষের কাজ করতেন জিব্রিল। সংঘাতে তাঁর বাড়িঘরের সঙ্গে ফসলও ধ্বংস হয়ে গেছে। জিব্রিলের মতোই এখানে নিঃস্ব হয়ে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ।
ইসরায়েলের অবিরত বোমা হামলায় গাজায় এখন কংক্রিটের স্তূপ আর কয়েকটি ধুঁকতে থাকা প্রাণ ছাড়া কিছুই অবশিষ্ট নেই।
নিজের ঘোড়া জবাইয়ের কথা গোপন রেখেছেন জিব্রিল। ঘোড়ার মাংসের সঙ্গে চাল সেদ্ধ করে ক্ষুধার্ত পরিবার ও প্রতিবেশীকে আরও একবেলা বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন তিনি। ‘কেউ-ই জানে না তাঁদের ক্ষুধা নিবৃত্তির মাংসটি আসলে ঘোড়া।’ সাংবাদিকের কানে কানে বলেন জিব্রিল।

গাজায় চলমান যুদ্ধ প্রায় পাঁচ মাসে গড়াতে চলেছে। এরই মধ্যে খাবার, পানি ও চিকিৎসা সরঞ্জামের চরম সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ কয়েক মাস ধরেই এলাকাটিতে দুর্ভিক্ষের হুঁশিয়ারি দিয়ে আসছে। বিভিন্ন শরণার্থীশিবিরে খাবারের অভাবে ধুঁকছে লাখো মানুষ।
গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থীশিবিরে পরিবারের জন্য খাবার জোটাতে মরিয়া আবু জিব্রিল নিজের দুই ঘোড়া জবাই করেছেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘বাচ্চাদের ঘোড়া জবাই করে খাওয়ানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা ক্ষুধায় মরে যাচ্ছি।’
জাবালিয়ায় ফিলিস্তিন অঞ্চলের সবচেয়ে বড় শরণার্থীশিবির। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ শিবিরে অন্তত ১ হাজার ১৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানায় ইসরায়েল।
সংঘাত শুরুর পর ৬০ বছর বয়সী জিব্রিল পার্শ্ববর্তী বেইত হানুন এলাকা থেকে পালিয়ে এ শরণার্থীশিবিরে আশ্রয় নেন। জাতিসংঘের এক স্কুলের পাশে একটি ছোট তাঁবুই এখন তাঁদের ঘরবাড়ি। দূষিত পানি, বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং মানুষের ভিড়ের মধ্যে জীবন বাঁচানোর চেষ্টা করছেন এ শিবিরের শরণার্থীরা। ১৯৪৮ সালে মাত্র ১ দশমিক ৪ বর্গকিলোমিটার জায়গাজুড়ে এই ক্যাম্পটি স্থাপন করা হয়। এখানকার এক লাখেরও বেশি শরণার্থীকে এখন চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হচ্ছে।
ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণের কারণে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এ অঞ্চলটিতে পৌঁছাতে পারছে না। ফলে দ্রুত ফুরিয়ে আসছে খাবার। যে কয়টি খাবারের গাড়ি পৌঁছাতে পারছে ক্ষুধার্ত শরণার্থীরা সেই গাড়ির ওপরই হামলে পড়ছে।
চলতি সপ্তাহেই বিশ্ব খাদ্য কর্মসূচি জানায়, গাজায় অভূতপূর্ব মাত্রার দুর্দশা দেখা দিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, অঞ্চলটিতে প্রায় ২২ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।
গত শুক্রবার গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় জাবালিয়া শিবির থেকে সাত কিলোমিটার দূরে এক হাসপাতালে অপুষ্টির কারণে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গাজায় এখন পর্যন্ত অন্তত ২৯ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়েছে।
শিবিরে ক্ষুধার্ত শিশুরা সামান্য খাবারের জন্য প্লাস্টিকের পাত্র এবং ভাঙা হাঁড়ি হাতে অধীর হয়ে অপেক্ষায় থাকে। খাবারের সরবরাহ যেমন কমে আসছে, তেমন এর দামও দিনদিন বাড়ছে। একজন অভিযোগ করে বলেন, এক কেজি চাল যা আগে ছিল সাত শেকেল এখন তা বেড়ে হয়েছে ৫৫ শেকেল।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা বড়রা মানিয়ে নিতে পারলেও এই চার-পাঁচ বছরের শিশুরা কীভাবে পারবে? তারা কী এমন ভুল করেছে যে তাদের ক্ষুধা নিয়ে ঘুমাতে যেতে হচ্ছে, ক্ষুধা নিয়েই জাগতে হচ্ছে!’
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে বলেছে, উদ্বেগজনক হারে খাবারের সংকট, ক্রমবর্ধমান অপুষ্টি ও রোগে আক্রান্ত হওয়ার কারণে গাজায় শিশু মৃত্যু বাড়তে পারে।
১৯ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বলা হয়, গাজায় দুই বছরের কম বয়সী প্রতি শিশুর মধ্যে একটি তীব্র অপুষ্টিতে ভুগছে বলে অনুমান করা হচ্ছে। ক্রমবর্ধমান ক্ষুধার যন্ত্রণায় মানুষ পচা ভুট্টা, মানুষের খাওয়ার অনুপযোগী পশুখাদ্য, এমনকি লতাপাতাও খাওয়া শুরু করেছে!
শরণার্থীশিবিরের এক নারী বলেন, ‘এখানে কোনো খাবার নেই, গম নেই, কোনো খাবার পানি নেই। আমরা প্রতিবেশীদের কাছে ভিক্ষা করা শুরু করেছি। আমাদের ঘরে একটা শেকেলও নেই। আমরা দরজায় কড়া নাড়ছি, কিন্তু কেউ আমাদের অর্থ দিচ্ছে না।’
খাবারের অভাবে জাবালিয়া শিবিরে ক্ষোভ তীব্রতর হচ্ছে। গত শুক্রবার কয়েকজন তাৎক্ষণিক বিক্ষোভ শুরু করে। বিক্ষোভে এক শিশুর হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘বোমা হামলায় আমাদের মৃত্যু হয়নি, আমরা ক্ষুধায় মারা যাচ্ছি।’
আরেক প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ক্ষুধা আমাদের মাংস খুবলে খাচ্ছে।’ ‘ক্ষুধাকে না বলুন, গণহত্যাকে না বলুন, অবরোধকে না বলুন’ স্লোগানে মুখর হয়ে ওঠে শিবির।
বেইত হানুনে দুটি ঘোড়া দিয়ে জমি চাষের কাজ করতেন জিব্রিল। সংঘাতে তাঁর বাড়িঘরের সঙ্গে ফসলও ধ্বংস হয়ে গেছে। জিব্রিলের মতোই এখানে নিঃস্ব হয়ে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ।
ইসরায়েলের অবিরত বোমা হামলায় গাজায় এখন কংক্রিটের স্তূপ আর কয়েকটি ধুঁকতে থাকা প্রাণ ছাড়া কিছুই অবশিষ্ট নেই।
নিজের ঘোড়া জবাইয়ের কথা গোপন রেখেছেন জিব্রিল। ঘোড়ার মাংসের সঙ্গে চাল সেদ্ধ করে ক্ষুধার্ত পরিবার ও প্রতিবেশীকে আরও একবেলা বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন তিনি। ‘কেউ-ই জানে না তাঁদের ক্ষুধা নিবৃত্তির মাংসটি আসলে ঘোড়া।’ সাংবাদিকের কানে কানে বলেন জিব্রিল।

২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
১ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
২ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৩ ঘণ্টা আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
৩ ঘণ্টা আগে