আজকের পত্রিকা ডেস্ক

ইরান ও ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সর্বশেষ আজ সোমবার কাতার সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি ও বিপুল পরিমাণ সেনা অবস্থান করছে।
কাতারের রাজধানী দোহায় আল-উদেইদ নামের ওই সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড-এর ফরোয়ার্ড সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি। বর্তমানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।
সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় আকাশসীমা বন্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে। বলা হয়েছে, এটি মূলত দেশটির নাগরিক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে।
এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে যখন ইরান আবারও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলার জবাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ও কূটনৈতিক স্থাপনায় হামলার আশঙ্কা বাড়ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের একটি সতর্কবার্তা পাঠায়। সেখানে নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
এই সতর্কবার্তার পর দোহার বিভিন্ন শিক্ষা ও কর্মস্থল-ভিত্তিক প্রতিষ্ঠান তাদের কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়ক বার্তা পাঠাতে শুরু করে। যদিও কাতারি কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
মার্কিন দূতাবাস জানিয়েছে, এই পরামর্শ শুধুমাত্র অতিরিক্ত সাবধানতা থেকে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে তারা আর কোনো তথ্য দেয়নি।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই সাম্প্রতিক উত্তেজনা গোটা উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। কাতারের আকাশসীমা বন্ধের ঘটনাটি এর একটি ধারাবাহিকতা মাত্র।

ইরান ও ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সর্বশেষ আজ সোমবার কাতার সাময়িকভাবে তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি ও বিপুল পরিমাণ সেনা অবস্থান করছে।
কাতারের রাজধানী দোহায় আল-উদেইদ নামের ওই সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড-এর ফরোয়ার্ড সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি। বর্তমানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।
সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় আকাশসীমা বন্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে। বলা হয়েছে, এটি মূলত দেশটির নাগরিক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে।
এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে যখন ইরান আবারও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলার জবাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ও কূটনৈতিক স্থাপনায় হামলার আশঙ্কা বাড়ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের একটি সতর্কবার্তা পাঠায়। সেখানে নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
এই সতর্কবার্তার পর দোহার বিভিন্ন শিক্ষা ও কর্মস্থল-ভিত্তিক প্রতিষ্ঠান তাদের কর্মচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়ক বার্তা পাঠাতে শুরু করে। যদিও কাতারি কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
মার্কিন দূতাবাস জানিয়েছে, এই পরামর্শ শুধুমাত্র অতিরিক্ত সাবধানতা থেকে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে তারা আর কোনো তথ্য দেয়নি।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই সাম্প্রতিক উত্তেজনা গোটা উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। কাতারের আকাশসীমা বন্ধের ঘটনাটি এর একটি ধারাবাহিকতা মাত্র।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
১০ ঘণ্টা আগে