
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে পবিত্র কোরআনের আয়াত লেখা সম্বলিত লিফলেট ফেলেছে দখলদার ইসরায়েল। গতকাল বুধবার (৬ ডিসেম্বর) বিমান থেকে ফেলা এসব লিফলেটে সুরা আনকাবুতের ১৪ নম্বর আয়াতটি লেখা হয়েছে। কোরআনের এ আয়াতে বলা হয়েছে, ‘প্রবল বন্যা তাঁদের ভাসিয়ে নিয়ে গিয়েছিল; কারণ তাঁরা ছিল অন্যায়কারী।’
গাজার খান ইউনিসের সাংবাদিক আমীর তাবস জানিয়েছেন, তাঁরা দেখেছেন ইসরায়েলি যুদ্ধবিমান থেকে এই আয়াত লেখা কয়েক হাজার লিফলেট ছোড়া হয়েছে। যেগুলো মাটিতে এসে পড়েছে।
এই সুরায় নুহ নবীর আমলে হওয়া প্রবল বন্যার কথা উল্লেখ করা হয়েছে। সাংবাদিক আমীর তাবস বলেছেন, এরমাধ্যমে ইসরায়েলিরা খুব সম্ভবত বুঝিয়েছে ‘সামনে গাজাবাসীর জন্য খারাপ কিছু আসছে।’
গাজার কেউ কেউ বলছেন—ইসরায়েলিরা পরিকল্পনা করছে গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের যেসব গোপন সুড়ঙ্গ আছে; সেগুলো সমুদ্রের পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হবে। কোরআনের এই আয়াতের মাধ্যমে হয়ত ইসরায়েলিরা বুঝিয়েছে, হামাস অন্যায় করেছে। আর এ কারণে এখন সমুদ্রের পানি দিয়ে তাদের ডুবিয়ে দেওয়া হবে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই জানিয়েছে, বিমান থেকে কোরআনের আয়াত সমৃদ্ধ লিফলেট ফেলায় গাজার সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। উম শাদি আবু আল তারাবীশ নামের এক নারী সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘আমরা অন্যায়কারী নই। ইসরায়েলিরা অন্যায়কারী। তাঁরা মানুষকে হত্যা করছে। আমরা সন্ত্রাসী নয়। ইসরায়েলিরা মানুষের ক্ষতি করছে।’
মিডেল ইস্ট আই জানিয়েছে, এর আগেও গাজাবাসীকে কথিত সতর্ক করতে কোরআনের আয়াত ব্যবহার করেছে দখলদার ইসরায়েল।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে পবিত্র কোরআনের আয়াত লেখা সম্বলিত লিফলেট ফেলেছে দখলদার ইসরায়েল। গতকাল বুধবার (৬ ডিসেম্বর) বিমান থেকে ফেলা এসব লিফলেটে সুরা আনকাবুতের ১৪ নম্বর আয়াতটি লেখা হয়েছে। কোরআনের এ আয়াতে বলা হয়েছে, ‘প্রবল বন্যা তাঁদের ভাসিয়ে নিয়ে গিয়েছিল; কারণ তাঁরা ছিল অন্যায়কারী।’
গাজার খান ইউনিসের সাংবাদিক আমীর তাবস জানিয়েছেন, তাঁরা দেখেছেন ইসরায়েলি যুদ্ধবিমান থেকে এই আয়াত লেখা কয়েক হাজার লিফলেট ছোড়া হয়েছে। যেগুলো মাটিতে এসে পড়েছে।
এই সুরায় নুহ নবীর আমলে হওয়া প্রবল বন্যার কথা উল্লেখ করা হয়েছে। সাংবাদিক আমীর তাবস বলেছেন, এরমাধ্যমে ইসরায়েলিরা খুব সম্ভবত বুঝিয়েছে ‘সামনে গাজাবাসীর জন্য খারাপ কিছু আসছে।’
গাজার কেউ কেউ বলছেন—ইসরায়েলিরা পরিকল্পনা করছে গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের যেসব গোপন সুড়ঙ্গ আছে; সেগুলো সমুদ্রের পানি দিয়ে ডুবিয়ে দেওয়া হবে। কোরআনের এই আয়াতের মাধ্যমে হয়ত ইসরায়েলিরা বুঝিয়েছে, হামাস অন্যায় করেছে। আর এ কারণে এখন সমুদ্রের পানি দিয়ে তাদের ডুবিয়ে দেওয়া হবে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই জানিয়েছে, বিমান থেকে কোরআনের আয়াত সমৃদ্ধ লিফলেট ফেলায় গাজার সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। উম শাদি আবু আল তারাবীশ নামের এক নারী সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘আমরা অন্যায়কারী নই। ইসরায়েলিরা অন্যায়কারী। তাঁরা মানুষকে হত্যা করছে। আমরা সন্ত্রাসী নয়। ইসরায়েলিরা মানুষের ক্ষতি করছে।’
মিডেল ইস্ট আই জানিয়েছে, এর আগেও গাজাবাসীকে কথিত সতর্ক করতে কোরআনের আয়াত ব্যবহার করেছে দখলদার ইসরায়েল।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৪ ঘণ্টা আগে