
গাজায় জিম্মিদের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের ওপর সামরিক চাপ বাড়াবে ইসরায়েল। আজ রোববার এ অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্তা সংস্থা এএফপি খবরটি দিয়েছে।
ইহুদিদের পাসওভারের ছুটির প্রাক্কালে এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আগামী দিনগুলোতে আমরা হামাসের ওপর সামরিক ও রাজনৈতিক চাপ বাড়াব। কারণ, এটিই আমাদের জিম্মিদের মুক্ত করার একমাত্র উপায়।’
হামাসের প্রতি আক্রমণের মাত্রা বাড়ানো এবং ভয়াবহ আঘাত হানার হুমকিও দিয়েছেন নেতানিয়াহু। তবে আক্রমণের সময় ও ধরন সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবাদ সত্ত্বেও নেতানিয়াহু বারবার রাফাহে স্থল আক্রমণ শুরুর কথা বলে আসছেন। দক্ষিণ গাজার শহরটিতে এখন পর্যন্ত ইসরায়েলি আক্রমণ থেকে রক্ষা পাওয়া প্রায় ১৫ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।
মানবাধিকার লঙ্ঘনের দায়ে পশ্চিম তীরে পরিচালিত ইসরায়েলের সামরিক ইউনিট নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে খবর এসেছে গণমাধ্যমে। সে সম্পর্কেও কথা বলেছেন নেতানিয়াহু। ওয়াশিংটনের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
নেতানিয়াহু বলেন, ‘যদি কেউ মনে করে যে তারা আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) একটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, তবে আমি আমার সমস্ত শক্তি দিয়ে তার বিরুদ্ধে লড়াই করব।’
নেতানিয়াহুর মন্তব্যগুলো এসেছে এমন সময়ে যখন অ্যাক্সিওস নিউজ সাইট জানিয়েছে, ওয়াশিংটন পশ্চিম তীরে পরিচালিত ইসরায়েলের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা কোনো নিষেধাজ্ঞা সম্পর্কে অবগত নয়। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়ন একটি সক্রিয় যুদ্ধ ইউনিট—যা আন্তর্জাতিক আইন অনুযায়ী কাজ করে।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ জানিয়েছে, ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের আগ্রাসনে গাজা ও পশ্চিম তীরে কমপক্ষে ৩৪ হাজার ৯৭ জন নিহত হয়েছেন। গাজায় আহতের সংখ্যা কমপক্ষে ৭৬ হাজার ৯৮০। গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা অন্তত ৪৮।

গাজায় জিম্মিদের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের ওপর সামরিক চাপ বাড়াবে ইসরায়েল। আজ রোববার এ অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্তা সংস্থা এএফপি খবরটি দিয়েছে।
ইহুদিদের পাসওভারের ছুটির প্রাক্কালে এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আগামী দিনগুলোতে আমরা হামাসের ওপর সামরিক ও রাজনৈতিক চাপ বাড়াব। কারণ, এটিই আমাদের জিম্মিদের মুক্ত করার একমাত্র উপায়।’
হামাসের প্রতি আক্রমণের মাত্রা বাড়ানো এবং ভয়াবহ আঘাত হানার হুমকিও দিয়েছেন নেতানিয়াহু। তবে আক্রমণের সময় ও ধরন সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবাদ সত্ত্বেও নেতানিয়াহু বারবার রাফাহে স্থল আক্রমণ শুরুর কথা বলে আসছেন। দক্ষিণ গাজার শহরটিতে এখন পর্যন্ত ইসরায়েলি আক্রমণ থেকে রক্ষা পাওয়া প্রায় ১৫ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।
মানবাধিকার লঙ্ঘনের দায়ে পশ্চিম তীরে পরিচালিত ইসরায়েলের সামরিক ইউনিট নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে খবর এসেছে গণমাধ্যমে। সে সম্পর্কেও কথা বলেছেন নেতানিয়াহু। ওয়াশিংটনের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
নেতানিয়াহু বলেন, ‘যদি কেউ মনে করে যে তারা আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) একটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, তবে আমি আমার সমস্ত শক্তি দিয়ে তার বিরুদ্ধে লড়াই করব।’
নেতানিয়াহুর মন্তব্যগুলো এসেছে এমন সময়ে যখন অ্যাক্সিওস নিউজ সাইট জানিয়েছে, ওয়াশিংটন পশ্চিম তীরে পরিচালিত ইসরায়েলের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা কোনো নিষেধাজ্ঞা সম্পর্কে অবগত নয়। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়ন একটি সক্রিয় যুদ্ধ ইউনিট—যা আন্তর্জাতিক আইন অনুযায়ী কাজ করে।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ জানিয়েছে, ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের আগ্রাসনে গাজা ও পশ্চিম তীরে কমপক্ষে ৩৪ হাজার ৯৭ জন নিহত হয়েছেন। গাজায় আহতের সংখ্যা কমপক্ষে ৭৬ হাজার ৯৮০। গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা অন্তত ৪৮।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
২ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৫ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৬ ঘণ্টা আগে