
ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে একটি কোভিড হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জন হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতের এই দুর্ঘটনায় আরও ডজনখানেক মানুষ অগ্নিদগ্ধ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে বাগদাদের ইবনে খতিব হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। একটি অক্সিজেন ট্যাঙ্কার বিস্ফোরণ থেকেই হাসপাতালটির আইসিইউতে আগুন লেগে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন। অন্যদিকে লোকজন আতঙ্কমাখা মুখে ঘটনাস্থল ত্যাগ করছেন।
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি এই ঘটনাকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছেন। তিনি এই ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান মেজর জেনারেল কাদিম বোহান রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কমপক্ষে ৩০ জন রোগী ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন। হাসপাতালটি থেকে উদ্ধারকর্মীরা ১২০ জন রোগীর মধ্যে ৯০ জন এবং তাদের স্বজনদের উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
হাসপাতালের অন্যান্য রোগী এবং আহতদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, আজ রোববার সকালের দিকেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বাগদাদের গভর্নর মোহাম্মেদ জাবেরও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।
ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে ১০ লাখ ২৫ হাজার ২৮৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছে ১৫ হাজার ২১৭ জন। গত ফেব্রুয়ারি থেকেই ইরাকে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি সপ্তাহেই দেশটিতে সংক্রমণ ১০ লাখ ছাড়িয়েছে।
এদিকে গত মাস থেকে ইরাকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত ৬ লাখ ৫০ হাজার মানুষ ভ্যাকসিন নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতা থেকেই বেশিরভাগ ভ্যাকসিন এসেছে ইরাকে।

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে একটি কোভিড হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জন হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতের এই দুর্ঘটনায় আরও ডজনখানেক মানুষ অগ্নিদগ্ধ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে বাগদাদের ইবনে খতিব হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। একটি অক্সিজেন ট্যাঙ্কার বিস্ফোরণ থেকেই হাসপাতালটির আইসিইউতে আগুন লেগে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন। অন্যদিকে লোকজন আতঙ্কমাখা মুখে ঘটনাস্থল ত্যাগ করছেন।
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি এই ঘটনাকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছেন। তিনি এই ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান মেজর জেনারেল কাদিম বোহান রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কমপক্ষে ৩০ জন রোগী ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন। হাসপাতালটি থেকে উদ্ধারকর্মীরা ১২০ জন রোগীর মধ্যে ৯০ জন এবং তাদের স্বজনদের উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
হাসপাতালের অন্যান্য রোগী এবং আহতদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, আজ রোববার সকালের দিকেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বাগদাদের গভর্নর মোহাম্মেদ জাবেরও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।
ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে ১০ লাখ ২৫ হাজার ২৮৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছে ১৫ হাজার ২১৭ জন। গত ফেব্রুয়ারি থেকেই ইরাকে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি সপ্তাহেই দেশটিতে সংক্রমণ ১০ লাখ ছাড়িয়েছে।
এদিকে গত মাস থেকে ইরাকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত ৬ লাখ ৫০ হাজার মানুষ ভ্যাকসিন নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতা থেকেই বেশিরভাগ ভ্যাকসিন এসেছে ইরাকে।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৭ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৭ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
১০ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
১১ ঘণ্টা আগে