
চারদিক থেকে অবরুদ্ধ করে গাজায় অনবরত বিমান থেকে গোলাবর্ষণ করছে ইসরায়েল। ঘর-বাড়িসহ সব ধরনের অবকাঠামো ধ্বংস্তূপে পরিণত হচ্ছে। স্থল সামরিক অভিযানের ঘোষণা দিয়ে গাজার উত্তর থেকে বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার আলটিমেটাম দিয়েছে। যদিও গাজার কোথাও আর নিরাপদ কোনো জায়গা নেই। কারণ, বিমান হামলা চলছে এবং পানি ও বিদ্যুৎসহ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
এর মধ্য আজ সোমবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজায় পানি সরবরাহ আবার চালুর ঘোষণা দিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। তবে এই ঘোষণাকে ‘লোক দেখানো’ হিসেবে বর্ণনা করছেন ফিলিস্তিনিরা। কারণ, ইসরায়েলি গোলাবর্ষণে বহু পানির পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া বিদ্যুৎ না থাকায় পাম্প চালু করে ট্যাংকে পানি তোলা সম্ভব হবে না।
এযাবৎ যা যা ঘটল
• ফিলিস্তিনি উদ্বাস্তুদের সহায়তায় থাকা জাতিসংঘ সংস্থা বলছে, ইসরায়েলের হামলার প্রথম সাত দিনে আনুমানিক ১০ লাখ গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছে। অবরুদ্ধ গাজা ছিটমহলের পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলছে মানবিক সহায়তা সংস্থাগুলো।
• অনবরত গোলাবর্ষণের মধ্যে সামরিক শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছে ইসরায়েল; গাজার সীমান্তের কাঁটাতারের পাশে ট্যাংক ও সাঁজোয়া যান মোতায়েন করেছে।
• ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২ হাজার ৬৭০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদের এক-চতুর্থাংশই শিশু। আর হামাসের সামরিক অভিযানে ২৮৬ জন সেনাসহ নিহত ইসরায়েলির সংখ্যা ১ হাজার ৪০০।
• সংঘাত বাড়তে থাকলে ‘ব্যাপক ক্ষতি’ হবে বলে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেন, তেহরান আর বসে বসে যুদ্ধ দেখবে না।

চারদিক থেকে অবরুদ্ধ করে গাজায় অনবরত বিমান থেকে গোলাবর্ষণ করছে ইসরায়েল। ঘর-বাড়িসহ সব ধরনের অবকাঠামো ধ্বংস্তূপে পরিণত হচ্ছে। স্থল সামরিক অভিযানের ঘোষণা দিয়ে গাজার উত্তর থেকে বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার আলটিমেটাম দিয়েছে। যদিও গাজার কোথাও আর নিরাপদ কোনো জায়গা নেই। কারণ, বিমান হামলা চলছে এবং পানি ও বিদ্যুৎসহ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
এর মধ্য আজ সোমবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজায় পানি সরবরাহ আবার চালুর ঘোষণা দিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। তবে এই ঘোষণাকে ‘লোক দেখানো’ হিসেবে বর্ণনা করছেন ফিলিস্তিনিরা। কারণ, ইসরায়েলি গোলাবর্ষণে বহু পানির পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া বিদ্যুৎ না থাকায় পাম্প চালু করে ট্যাংকে পানি তোলা সম্ভব হবে না।
এযাবৎ যা যা ঘটল
• ফিলিস্তিনি উদ্বাস্তুদের সহায়তায় থাকা জাতিসংঘ সংস্থা বলছে, ইসরায়েলের হামলার প্রথম সাত দিনে আনুমানিক ১০ লাখ গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছে। অবরুদ্ধ গাজা ছিটমহলের পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলছে মানবিক সহায়তা সংস্থাগুলো।
• অনবরত গোলাবর্ষণের মধ্যে সামরিক শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছে ইসরায়েল; গাজার সীমান্তের কাঁটাতারের পাশে ট্যাংক ও সাঁজোয়া যান মোতায়েন করেছে।
• ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২ হাজার ৬৭০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদের এক-চতুর্থাংশই শিশু। আর হামাসের সামরিক অভিযানে ২৮৬ জন সেনাসহ নিহত ইসরায়েলির সংখ্যা ১ হাজার ৪০০।
• সংঘাত বাড়তে থাকলে ‘ব্যাপক ক্ষতি’ হবে বলে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেন, তেহরান আর বসে বসে যুদ্ধ দেখবে না।

ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা এবং ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চাবাহার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।
৪ ঘণ্টা আগে
ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় ‘শান্তি’ আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’ গঠন করেছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ ছিল এই ‘বোর্ড অব পিস’। গতকাল শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এই পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস।
৪ ঘণ্টা আগে
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
১৬ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১৬ ঘণ্টা আগে