
ইরানের নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর (২২) বিক্ষোভে উত্তাল ইরান। বিগত ৭ দিন ধরে চলা বিক্ষোভে বেসরকারি সংগঠনগুলোর হিসাব অনুসারে ৩০ জনেরও বেশি লোক মারা গেছেন। এবার বিক্ষোভকারীদের শাস্তি চেয়ে মিছিল করেছেন সরকারপন্থীরা।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার ইরানের বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের শাস্তি চেয়ে মিছিল করেছে সরকারপন্থীরা। বিপরীতে মাশা আমিনির মৃত্যুর পর ইরানের নীতি পুলিশের বিলোপ চেয়ে বিক্ষোভরতদের বিক্ষোভ বন্ধ করতে আহ্বান জানিয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তাঁরা প্রয়োজন হলে বিক্ষোভকারীদের মাঠ থেকে সরাতে তাদের মুখোমুখি হবে।
আজকের মিছিলে সরকারপন্থী মিছিলকারীরা বিক্ষোভকারীদের ‘ইসরায়েলের সৈনিক’ বলে আখ্যা দিয়েছে। এ সময় মিছিলকারীরা ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘ইসরায়েল নিপাত যাক’ বলে স্লোগান দেয়। মিছিলকারীরা এ সময়, ‘কোরআন অবমাননাকারীদের অবশ্যই কতল করতে হবে’—বলেও স্লোগান দেয়। ইরানে সাধারণত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সাধারণ শত্রু বলে বিবেচনা করা হয়।
এদিকে, ইরানের সশস্ত্রবাহিনী বিক্ষোভকারীদের ইসলামিক শাসনতন্ত্রকে দুর্বল করার লক্ষ্যে পরিচালিত শয়তানি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেছে। এক বিবৃতিতে তাঁরা বলেছে, ‘শত্রুরা এই মরিয়া কর্মকাণ্ডগুলো কেবলই ইসলামি শাসনকে দুর্বল করার লক্ষ্যে চালিয়ে যাচ্ছে।’
উল্লেখ্য, গত সপ্তাহে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তেহরানে মারা যাওয়া ২২ বছরের তরুণী মাশা আমিনির মৃত্যুর পরে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির কর্মকর্তারা জানিয়েছিলেন, গত সপ্তাহের মঙ্গলবার গ্রেপ্তার হওয়ার পর মাশা আমিনি ‘হৃদ্রোগে’ আক্রান্ত হয়ে কোমায় চলে যান এবং পরে গত শুক্রবার মারা যান। তবে মাশা আমিনির পরিবার বলেছে, তাঁর আগে থেকে হৃদ্রোগ ছিল না।

ইরানের নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর (২২) বিক্ষোভে উত্তাল ইরান। বিগত ৭ দিন ধরে চলা বিক্ষোভে বেসরকারি সংগঠনগুলোর হিসাব অনুসারে ৩০ জনেরও বেশি লোক মারা গেছেন। এবার বিক্ষোভকারীদের শাস্তি চেয়ে মিছিল করেছেন সরকারপন্থীরা।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার ইরানের বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের শাস্তি চেয়ে মিছিল করেছে সরকারপন্থীরা। বিপরীতে মাশা আমিনির মৃত্যুর পর ইরানের নীতি পুলিশের বিলোপ চেয়ে বিক্ষোভরতদের বিক্ষোভ বন্ধ করতে আহ্বান জানিয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তাঁরা প্রয়োজন হলে বিক্ষোভকারীদের মাঠ থেকে সরাতে তাদের মুখোমুখি হবে।
আজকের মিছিলে সরকারপন্থী মিছিলকারীরা বিক্ষোভকারীদের ‘ইসরায়েলের সৈনিক’ বলে আখ্যা দিয়েছে। এ সময় মিছিলকারীরা ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘ইসরায়েল নিপাত যাক’ বলে স্লোগান দেয়। মিছিলকারীরা এ সময়, ‘কোরআন অবমাননাকারীদের অবশ্যই কতল করতে হবে’—বলেও স্লোগান দেয়। ইরানে সাধারণত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সাধারণ শত্রু বলে বিবেচনা করা হয়।
এদিকে, ইরানের সশস্ত্রবাহিনী বিক্ষোভকারীদের ইসলামিক শাসনতন্ত্রকে দুর্বল করার লক্ষ্যে পরিচালিত শয়তানি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেছে। এক বিবৃতিতে তাঁরা বলেছে, ‘শত্রুরা এই মরিয়া কর্মকাণ্ডগুলো কেবলই ইসলামি শাসনকে দুর্বল করার লক্ষ্যে চালিয়ে যাচ্ছে।’
উল্লেখ্য, গত সপ্তাহে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তেহরানে মারা যাওয়া ২২ বছরের তরুণী মাশা আমিনির মৃত্যুর পরে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির কর্মকর্তারা জানিয়েছিলেন, গত সপ্তাহের মঙ্গলবার গ্রেপ্তার হওয়ার পর মাশা আমিনি ‘হৃদ্রোগে’ আক্রান্ত হয়ে কোমায় চলে যান এবং পরে গত শুক্রবার মারা যান। তবে মাশা আমিনির পরিবার বলেছে, তাঁর আগে থেকে হৃদ্রোগ ছিল না।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
২ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
২ ঘণ্টা আগে
এই ভাষণে প্রথমবারের মতো খামেনি বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা ‘হাজার হাজার’ বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্তরা এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের (আইএটি) একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১টা ১৭ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল।
৩ ঘণ্টা আগে