আজকের পত্রিকা ডেস্ক

ইরানজুড়ে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির আলোচিত মানবাধিকারকর্মী ও নোবেল পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি বলেন, ‘যুদ্ধ কখনোই গণতন্ত্র, মানবাধিকার বা স্বাধীনতা বয়ে আনে না—এ কথা আমি নিশ্চিতভাবে জানি।’
নরওয়ের সংবাদপত্র ক্লাসেক্যাম্পেনে প্রকাশিত এক সাক্ষাৎকারে মোহাম্মদি বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়ে আমাদের জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন।’ তিনি আরও উল্লেখ করেন, ‘আমি বিশ্বাস করি না, যুক্তরাষ্ট্রের বোমা ইরানি জনগণকে মুক্তি দিতে পারে।’
নারী অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা নার্গিস মোহাম্মদি ইরানের বর্তমান শাসনব্যবস্থার অন্যতম কঠোর সমালোচক হিসেবে পরিচিত। এই কার্যক্রমের জন্য তাঁকে বহুবার কারাবরণ করতে হয়েছে। তবু তিনি মনে করেন, কোনো বিদেশি হস্তক্ষেপ নয়, বরং ইরানিদের নিজেদের অভ্যন্তরীণ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমেই দেশে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হতে পারে।
বর্তমান প্রেক্ষাপটে মোহাম্মদির এই বক্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ, ইসরায়েলি হামলার পরপরই যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে এ ধরনের বিবৃতি আন্তর্জাতিক পরিসরে ইরানের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নৈতিক অবস্থান প্রতিফলিত করছে বলেও মনে করা হচ্ছে।
ইরানে নারী অধিকার, মানবাধিকার ও রাজনৈতিক স্বাধীনতার জন্য অহিংস সংগ্রামের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে নোবেল পান নার্গিস মোহাম্মাদি। সে সময়ও তিনি কারাবন্দী ছিলেন। ফলে নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কার অনুষ্ঠান অংশ নিতে পারেননি তিনি। তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন তাঁর দুই সন্তান। এ সময় তাঁর অনুপস্থিতি বোঝাতে মঞ্চে একটি খালি চেয়ার রাখা হয়।

ইরানজুড়ে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির আলোচিত মানবাধিকারকর্মী ও নোবেল পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি বলেন, ‘যুদ্ধ কখনোই গণতন্ত্র, মানবাধিকার বা স্বাধীনতা বয়ে আনে না—এ কথা আমি নিশ্চিতভাবে জানি।’
নরওয়ের সংবাদপত্র ক্লাসেক্যাম্পেনে প্রকাশিত এক সাক্ষাৎকারে মোহাম্মদি বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়ে আমাদের জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন।’ তিনি আরও উল্লেখ করেন, ‘আমি বিশ্বাস করি না, যুক্তরাষ্ট্রের বোমা ইরানি জনগণকে মুক্তি দিতে পারে।’
নারী অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা নার্গিস মোহাম্মদি ইরানের বর্তমান শাসনব্যবস্থার অন্যতম কঠোর সমালোচক হিসেবে পরিচিত। এই কার্যক্রমের জন্য তাঁকে বহুবার কারাবরণ করতে হয়েছে। তবু তিনি মনে করেন, কোনো বিদেশি হস্তক্ষেপ নয়, বরং ইরানিদের নিজেদের অভ্যন্তরীণ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমেই দেশে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হতে পারে।
বর্তমান প্রেক্ষাপটে মোহাম্মদির এই বক্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ, ইসরায়েলি হামলার পরপরই যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে এ ধরনের বিবৃতি আন্তর্জাতিক পরিসরে ইরানের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নৈতিক অবস্থান প্রতিফলিত করছে বলেও মনে করা হচ্ছে।
ইরানে নারী অধিকার, মানবাধিকার ও রাজনৈতিক স্বাধীনতার জন্য অহিংস সংগ্রামের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে নোবেল পান নার্গিস মোহাম্মাদি। সে সময়ও তিনি কারাবন্দী ছিলেন। ফলে নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কার অনুষ্ঠান অংশ নিতে পারেননি তিনি। তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেন তাঁর দুই সন্তান। এ সময় তাঁর অনুপস্থিতি বোঝাতে মঞ্চে একটি খালি চেয়ার রাখা হয়।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে মোট ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৩ ঘণ্টা আগে
গাজায় প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য গঠিত নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি শান্তি, অর্থনৈতিক উন্নয়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এমনটি বলা হয়েছে কমিটির শীর্ষ কর্মকর্তা ড. আলী শাথ প্রকাশিত এক মিশন স্টেটমেন্টে।
৪ ঘণ্টা আগে