
আজ থেকে ১০৬ বছর আগে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনানায়ক ফিল্ড মার্শাল এডমন্ড অ্যালেনবি প্রথমবারের মতো দখল করেন তিন ধর্মের কাছে পবিত্র নগরী বলে বিবেচিত জেরুজালেম। সেই থেকেই ফিলিস্তিনি জনগণের ওপর নিপীড়ন চলে আসছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জুমলাত। তিনি বলেছেন, ৭ অক্টোবর নয়, ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন শুরু হয়েছে আজ থেকে ১০৬ বছর আগে।
তুরস্কের প্রাচীন নগরী ইস্তাম্বুলে দেশটির সংবাদমাধ্যম টিআরটি আয়োজিত টিআরটি ওয়ার্ল্ড ফোরামে আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে হুসাম জুমলাত বলেন, ‘এসবের শুরু হয়েছিল যখন, ব্রিটেন আমাদের সঙ্গে পরামর্শ না করে অন্যদের কাছে আমাদের ভূমি দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং আমাদের ফিলিস্তিনি জাতিকে অ-ইহুদি সংখ্যালঘুতে পরিণত করেছিল।’
রাষ্ট্রদূত জুমলাত আরও বলেন, ‘ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও ন্যায়বিচারের সন্ধানে যে সংগ্রাম তার স্বীকৃতি দেওয়া উচিত এখন। আমাদের মানবাধিকার, জাতীয় অধিকার, সেই সঙ্গে আন্তর্জাতিক ঐকমত্য এবং আইনের বিষয়গুলোকে সমাধান করতে হবে।’ জুমলাতের মতে, ‘ইসরায়েল যা বোঝে তা হলো সামরিক সমাধান, সহিংসতা, বেসামরিক নাগরিকদের ভয় দেখানো এবং বেসামরিক সম্প্রদায়ের ওপর চাপ প্রয়োগ করা।’
হুসাম জুমলাত বলেন, ইসরায়েল এসব নিষ্ঠুরতা চালাতে পারে কারণ তারা ফিলিস্তিনিদের মানবেতর বলে বিবেচনা করে। তিনি আরও বলেন, ‘আপনারা নিশ্চয়ই শুনেছেন, ইসরায়েলি মন্ত্রীরা আমাদেরকে “মানুষের মতো পশু” বলে উল্লেখ করেছেন। যেহেতু সাধারণ মানুষকে এভাবে (অমানবিক উপায়ে) হত্যা করা যায় না, তাই তাদের মানবেতর হিসেবে চিহ্নিত করতে হলে আর কোনো বাধা থাকে না।’
উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৮ হাজারে। যার অর্ধেকেরও বেশি নারী ও শিশু। আহতের সংখ্যাও প্রায় অর্ধলাখ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৯৭-এ।
স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় হতাহতের এই সংখ্যা জানান আশরাফ আল-কুদরা। এ সময় তিনি জানান, ৬৩ দিন ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে আরও অন্তত ৪৯ হাজার ২২৯ জন।

আজ থেকে ১০৬ বছর আগে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনানায়ক ফিল্ড মার্শাল এডমন্ড অ্যালেনবি প্রথমবারের মতো দখল করেন তিন ধর্মের কাছে পবিত্র নগরী বলে বিবেচিত জেরুজালেম। সেই থেকেই ফিলিস্তিনি জনগণের ওপর নিপীড়ন চলে আসছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জুমলাত। তিনি বলেছেন, ৭ অক্টোবর নয়, ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন শুরু হয়েছে আজ থেকে ১০৬ বছর আগে।
তুরস্কের প্রাচীন নগরী ইস্তাম্বুলে দেশটির সংবাদমাধ্যম টিআরটি আয়োজিত টিআরটি ওয়ার্ল্ড ফোরামে আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে হুসাম জুমলাত বলেন, ‘এসবের শুরু হয়েছিল যখন, ব্রিটেন আমাদের সঙ্গে পরামর্শ না করে অন্যদের কাছে আমাদের ভূমি দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং আমাদের ফিলিস্তিনি জাতিকে অ-ইহুদি সংখ্যালঘুতে পরিণত করেছিল।’
রাষ্ট্রদূত জুমলাত আরও বলেন, ‘ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও ন্যায়বিচারের সন্ধানে যে সংগ্রাম তার স্বীকৃতি দেওয়া উচিত এখন। আমাদের মানবাধিকার, জাতীয় অধিকার, সেই সঙ্গে আন্তর্জাতিক ঐকমত্য এবং আইনের বিষয়গুলোকে সমাধান করতে হবে।’ জুমলাতের মতে, ‘ইসরায়েল যা বোঝে তা হলো সামরিক সমাধান, সহিংসতা, বেসামরিক নাগরিকদের ভয় দেখানো এবং বেসামরিক সম্প্রদায়ের ওপর চাপ প্রয়োগ করা।’
হুসাম জুমলাত বলেন, ইসরায়েল এসব নিষ্ঠুরতা চালাতে পারে কারণ তারা ফিলিস্তিনিদের মানবেতর বলে বিবেচনা করে। তিনি আরও বলেন, ‘আপনারা নিশ্চয়ই শুনেছেন, ইসরায়েলি মন্ত্রীরা আমাদেরকে “মানুষের মতো পশু” বলে উল্লেখ করেছেন। যেহেতু সাধারণ মানুষকে এভাবে (অমানবিক উপায়ে) হত্যা করা যায় না, তাই তাদের মানবেতর হিসেবে চিহ্নিত করতে হলে আর কোনো বাধা থাকে না।’
উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৮ হাজারে। যার অর্ধেকেরও বেশি নারী ও শিশু। আহতের সংখ্যাও প্রায় অর্ধলাখ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৯৭-এ।
স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় হতাহতের এই সংখ্যা জানান আশরাফ আল-কুদরা। এ সময় তিনি জানান, ৬৩ দিন ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে আরও অন্তত ৪৯ হাজার ২২৯ জন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণ ও আটকের ঘটনাকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। আজ শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এই অভিযানকে বিশ্ব রাজনীতির একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।
১ ঘণ্টা আগে
মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রথম ছবি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার (৩ জানুয়ারি) ট্রাম্পের ট্রুথ সোশ্যালে প্রকাশিত ওই ছবিতে মাদুরোকে একটি মার্কিন যুদ্ধজাহাজের ডেকে বন্দী অবস্থায় দেখা যায়।
১ ঘণ্টা আগে
১৯৭০-এর দশকে বিশ্বজুড়ে বাড়তে থাকা সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য একটি বিশেষায়িত ইউনিটের প্রয়োজনীয়তা অনুভব করে পেন্টাগন। ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন কর্নেল চার্লস বেকউইথ ব্রিটিশ বিশেষ বাহিনী ‘এসএএস’-এর আদলে ১৯৭৭ সালে এই ডেল্টা ফোর্স গঠন করেন। উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে এর প্রধান কার্যালয়।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক আগ্রাসন চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি সত্য হলে সবার দৃষ্টি নিবদ্ধ হবে একটি প্রশ্নে— ভেনেজুয়েলার শাসনভার এখন কার হাতে।
৩ ঘণ্টা আগে