আজকের পত্রিকা ডেস্ক

ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমানের দুই পাইলটকে আটকের দাবি করেছে ইরান। জানিয়েছে, দেশটি শিগগির এ দুই পাইলটের ছবি প্রকাশ করবে। আটক এ দুই পাইলটের একজন নারী। ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার তেহরান টাইমস জানিয়েছে, ইরান শিগগিরই আটক ইসরায়েলি এফ-৩৫ পাইলটদের ছবি প্রকাশ করবে। এর আগে গত শুক্রবার ইসরায়েল ইরানে প্রথম দফার হামলার সময় এ দুই পাইলটকে আটক করে ইরান।
ইরানি কর্তৃপক্ষ শুক্রবার জানায়, ইসরায়েলের দুটি যুদ্ধবিমানের পাইলট তাদের হেফাজতে আছে। এদের মধ্যে একজন নারী। শুক্রবার সকালে ইরানি লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলার পর ইসরায়েল এখনো তাদের কোনো পাইলট নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেনি।
এরপর থেকে প্রতিদিন উভয় দেশের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। এতে যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বড় আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে বলে আশঙ্কা বাড়ছে। মঙ্গলবার ইরানি গণমাধ্যম আরও জানায়, তেহরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহরে ইসরায়েলের সঙ্গে যুক্ত বিস্ফোরকসহ একটি ‘সন্ত্রাসী দল’ ধরা পড়েছে।
এদিকে, ইরান-ইসরায়েল যুদ্ধের মাত্রা দিনে দিনে তীব্র হলেও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় ইরানকে ক্রমাগত হুমকি দিয়েই যাচ্ছেন। সর্বশেষ তাঁর ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে, সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হুমকি দিয়েছেন।
ট্রাম্প বলেছেন, খামেনি খুব সহজ টার্গেট। তিনি কোথায় আছেন যুক্তরাষ্ট্র জানে। কিন্তু তাঁকে এখনই হত্যা করা হবে না। ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন ট্রাম্প।
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, ‘মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো।’ হায়দার নামটি প্রায়শই হজরত আলী (রা.)-এর জন্য ব্যবহৃত হয়। হজরত আলীকে শিয়া মুসলিমরা প্রথম ইমাম এবং নবী মুহাম্মদ (সা.)-এর উত্তরসূরি হিসেবে গণ্য করেন।
ইরানের নেতা খামেনি ইংরেজি ভাষায় করা পোস্টে বলেছেন, ‘আমরা সন্ত্রাসী ইহুদিবাদী শাসনকে কঠোর জবাব দেব। আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না।’

ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমানের দুই পাইলটকে আটকের দাবি করেছে ইরান। জানিয়েছে, দেশটি শিগগির এ দুই পাইলটের ছবি প্রকাশ করবে। আটক এ দুই পাইলটের একজন নারী। ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার তেহরান টাইমস জানিয়েছে, ইরান শিগগিরই আটক ইসরায়েলি এফ-৩৫ পাইলটদের ছবি প্রকাশ করবে। এর আগে গত শুক্রবার ইসরায়েল ইরানে প্রথম দফার হামলার সময় এ দুই পাইলটকে আটক করে ইরান।
ইরানি কর্তৃপক্ষ শুক্রবার জানায়, ইসরায়েলের দুটি যুদ্ধবিমানের পাইলট তাদের হেফাজতে আছে। এদের মধ্যে একজন নারী। শুক্রবার সকালে ইরানি লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলার পর ইসরায়েল এখনো তাদের কোনো পাইলট নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেনি।
এরপর থেকে প্রতিদিন উভয় দেশের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। এতে যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বড় আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে বলে আশঙ্কা বাড়ছে। মঙ্গলবার ইরানি গণমাধ্যম আরও জানায়, তেহরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহরে ইসরায়েলের সঙ্গে যুক্ত বিস্ফোরকসহ একটি ‘সন্ত্রাসী দল’ ধরা পড়েছে।
এদিকে, ইরান-ইসরায়েল যুদ্ধের মাত্রা দিনে দিনে তীব্র হলেও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় ইরানকে ক্রমাগত হুমকি দিয়েই যাচ্ছেন। সর্বশেষ তাঁর ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে, সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হুমকি দিয়েছেন।
ট্রাম্প বলেছেন, খামেনি খুব সহজ টার্গেট। তিনি কোথায় আছেন যুক্তরাষ্ট্র জানে। কিন্তু তাঁকে এখনই হত্যা করা হবে না। ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন ট্রাম্প।
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, ‘মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো।’ হায়দার নামটি প্রায়শই হজরত আলী (রা.)-এর জন্য ব্যবহৃত হয়। হজরত আলীকে শিয়া মুসলিমরা প্রথম ইমাম এবং নবী মুহাম্মদ (সা.)-এর উত্তরসূরি হিসেবে গণ্য করেন।
ইরানের নেতা খামেনি ইংরেজি ভাষায় করা পোস্টে বলেছেন, ‘আমরা সন্ত্রাসী ইহুদিবাদী শাসনকে কঠোর জবাব দেব। আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না।’

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৫ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৬ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৭ ঘণ্টা আগে