আজকের পত্রিকা ডেস্ক

ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমানের দুই পাইলটকে আটকের দাবি করেছে ইরান। জানিয়েছে, দেশটি শিগগির এ দুই পাইলটের ছবি প্রকাশ করবে। আটক এ দুই পাইলটের একজন নারী। ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার তেহরান টাইমস জানিয়েছে, ইরান শিগগিরই আটক ইসরায়েলি এফ-৩৫ পাইলটদের ছবি প্রকাশ করবে। এর আগে গত শুক্রবার ইসরায়েল ইরানে প্রথম দফার হামলার সময় এ দুই পাইলটকে আটক করে ইরান।
ইরানি কর্তৃপক্ষ শুক্রবার জানায়, ইসরায়েলের দুটি যুদ্ধবিমানের পাইলট তাদের হেফাজতে আছে। এদের মধ্যে একজন নারী। শুক্রবার সকালে ইরানি লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলার পর ইসরায়েল এখনো তাদের কোনো পাইলট নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেনি।
এরপর থেকে প্রতিদিন উভয় দেশের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। এতে যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বড় আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে বলে আশঙ্কা বাড়ছে। মঙ্গলবার ইরানি গণমাধ্যম আরও জানায়, তেহরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহরে ইসরায়েলের সঙ্গে যুক্ত বিস্ফোরকসহ একটি ‘সন্ত্রাসী দল’ ধরা পড়েছে।
এদিকে, ইরান-ইসরায়েল যুদ্ধের মাত্রা দিনে দিনে তীব্র হলেও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় ইরানকে ক্রমাগত হুমকি দিয়েই যাচ্ছেন। সর্বশেষ তাঁর ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে, সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হুমকি দিয়েছেন।
ট্রাম্প বলেছেন, খামেনি খুব সহজ টার্গেট। তিনি কোথায় আছেন যুক্তরাষ্ট্র জানে। কিন্তু তাঁকে এখনই হত্যা করা হবে না। ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন ট্রাম্প।
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, ‘মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো।’ হায়দার নামটি প্রায়শই হজরত আলী (রা.)-এর জন্য ব্যবহৃত হয়। হজরত আলীকে শিয়া মুসলিমরা প্রথম ইমাম এবং নবী মুহাম্মদ (সা.)-এর উত্তরসূরি হিসেবে গণ্য করেন।
ইরানের নেতা খামেনি ইংরেজি ভাষায় করা পোস্টে বলেছেন, ‘আমরা সন্ত্রাসী ইহুদিবাদী শাসনকে কঠোর জবাব দেব। আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না।’

ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমানের দুই পাইলটকে আটকের দাবি করেছে ইরান। জানিয়েছে, দেশটি শিগগির এ দুই পাইলটের ছবি প্রকাশ করবে। আটক এ দুই পাইলটের একজন নারী। ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার তেহরান টাইমস জানিয়েছে, ইরান শিগগিরই আটক ইসরায়েলি এফ-৩৫ পাইলটদের ছবি প্রকাশ করবে। এর আগে গত শুক্রবার ইসরায়েল ইরানে প্রথম দফার হামলার সময় এ দুই পাইলটকে আটক করে ইরান।
ইরানি কর্তৃপক্ষ শুক্রবার জানায়, ইসরায়েলের দুটি যুদ্ধবিমানের পাইলট তাদের হেফাজতে আছে। এদের মধ্যে একজন নারী। শুক্রবার সকালে ইরানি লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলার পর ইসরায়েল এখনো তাদের কোনো পাইলট নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেনি।
এরপর থেকে প্রতিদিন উভয় দেশের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। এতে যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বড় আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে বলে আশঙ্কা বাড়ছে। মঙ্গলবার ইরানি গণমাধ্যম আরও জানায়, তেহরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহরে ইসরায়েলের সঙ্গে যুক্ত বিস্ফোরকসহ একটি ‘সন্ত্রাসী দল’ ধরা পড়েছে।
এদিকে, ইরান-ইসরায়েল যুদ্ধের মাত্রা দিনে দিনে তীব্র হলেও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় ইরানকে ক্রমাগত হুমকি দিয়েই যাচ্ছেন। সর্বশেষ তাঁর ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে, সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হুমকি দিয়েছেন।
ট্রাম্প বলেছেন, খামেনি খুব সহজ টার্গেট। তিনি কোথায় আছেন যুক্তরাষ্ট্র জানে। কিন্তু তাঁকে এখনই হত্যা করা হবে না। ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন ট্রাম্প।
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, ‘মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো।’ হায়দার নামটি প্রায়শই হজরত আলী (রা.)-এর জন্য ব্যবহৃত হয়। হজরত আলীকে শিয়া মুসলিমরা প্রথম ইমাম এবং নবী মুহাম্মদ (সা.)-এর উত্তরসূরি হিসেবে গণ্য করেন।
ইরানের নেতা খামেনি ইংরেজি ভাষায় করা পোস্টে বলেছেন, ‘আমরা সন্ত্রাসী ইহুদিবাদী শাসনকে কঠোর জবাব দেব। আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না।’

মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর একাধিক পরামর্শমূলক গ্রুপে অংশগ্রহণ কমানোর পরিকল্পনা করছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক কর্মকর্তার মতে, ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ধীরে ধীরে কমিয়ে আনার যে উদ্যোগ ট্রাম্প প্রশাসন নিয়েছে, এটি তারই সর্বশেষ ইঙ্গিত।
১ ঘণ্টা আগে
এক প্রতিবেদনে দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নির্বাচন কমিশন আগামী ৫ মার্চের নির্বাচনের জন্য ২০ জানুয়ারিকে প্রার্থী নিবন্ধনের শেষ সময়সীমা নির্ধারণ করেছে। প্রচলিত আইন অনুযায়ী, কোনো নির্বাচিত প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তাঁকে অবশ্যই আগে পদত্যাগ করতে হবে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় নেতানিয়াহুর দপ্তর জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে...
২ ঘণ্টা আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহের চীন সফর করবেন। এই সময়ে ব্রিটেন ও চীন ব্যবসায়িক সংলাপে এক ‘সোনালি যুগ’ পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে। এ উদ্যোগ সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে। উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে