
শুক্রবার রাতে ইসরায়েলের অতর্কিত হামলার পর থেকেই খোঁজ ছিল না লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান হাসান নাসরুল্লাহর। তবে সূত্রের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহ প্রধানের মরদেহ উদ্ধার হয়েছে। এমনকি ওই মরদেহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
শুক্রবার রাতে ইসরায়েলের অতর্কিত হামলার পর প্রাথমিকভাবে হিজবুল্লাহ গোষ্ঠী দাবি করেছিল, তাদের দলের প্রধান ভালোই আছেন। তবে পরদিন শনিবার সকালেই ইসরায়েল দাবি করে, নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। দিনের শেষে নাসরুল্লাহর মৃত্যু স্বীকার করে নেয় হিজবুল্লাহও।
সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, নাসরুল্লাহর মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। এটি অক্ষত অবস্থাতেই আছে। তবে ইসরায়েলের বিমান হামলায় তাঁর মৃত্যু হয়েছে। হামলার কয়েক ঘণ্টা আগে নাসরুল্লাহ কোথায় আছেন, তা জানিয়ে দেয় ইরানের এক গুপ্তচর।
আজ রোববার সকালে নাসরুল্লাহর মরদেহ উদ্ধারের খবরে শোরগোল পড়ে যায়। তবে এই খবরের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। পুরো বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে বিশ্ব গণমাধ্যম।
ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, নাসরুল্লাহসহ হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাকেই বিমান হামলায় হত্যা করেছে তারা। বিবিসির একটি প্রতিবেদনে হিজবুল্লাহর প্রথম সারির ২০ নেতাকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত লেবাননের দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলো লক্ষ্য করে টানা বিমান হামলা চালায় ইসরায়েল। বৈরুতের জনবসতি এলাকায়ও বোমাবর্ষণ করা হয়। হিজবুল্লাহর প্রধানসহ শীর্ষ বাকি নেতাদের হত্যা করাই ছিল এই হামলার উদ্দেশ্য। শুক্রবার রাতে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মেয়ে জইনব নাসরুল্লাহও নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

শুক্রবার রাতে ইসরায়েলের অতর্কিত হামলার পর থেকেই খোঁজ ছিল না লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান হাসান নাসরুল্লাহর। তবে সূত্রের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহ প্রধানের মরদেহ উদ্ধার হয়েছে। এমনকি ওই মরদেহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
শুক্রবার রাতে ইসরায়েলের অতর্কিত হামলার পর প্রাথমিকভাবে হিজবুল্লাহ গোষ্ঠী দাবি করেছিল, তাদের দলের প্রধান ভালোই আছেন। তবে পরদিন শনিবার সকালেই ইসরায়েল দাবি করে, নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। দিনের শেষে নাসরুল্লাহর মৃত্যু স্বীকার করে নেয় হিজবুল্লাহও।
সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, নাসরুল্লাহর মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। এটি অক্ষত অবস্থাতেই আছে। তবে ইসরায়েলের বিমান হামলায় তাঁর মৃত্যু হয়েছে। হামলার কয়েক ঘণ্টা আগে নাসরুল্লাহ কোথায় আছেন, তা জানিয়ে দেয় ইরানের এক গুপ্তচর।
আজ রোববার সকালে নাসরুল্লাহর মরদেহ উদ্ধারের খবরে শোরগোল পড়ে যায়। তবে এই খবরের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। পুরো বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে বিশ্ব গণমাধ্যম।
ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, নাসরুল্লাহসহ হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাকেই বিমান হামলায় হত্যা করেছে তারা। বিবিসির একটি প্রতিবেদনে হিজবুল্লাহর প্রথম সারির ২০ নেতাকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত লেবাননের দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলো লক্ষ্য করে টানা বিমান হামলা চালায় ইসরায়েল। বৈরুতের জনবসতি এলাকায়ও বোমাবর্ষণ করা হয়। হিজবুল্লাহর প্রধানসহ শীর্ষ বাকি নেতাদের হত্যা করাই ছিল এই হামলার উদ্দেশ্য। শুক্রবার রাতে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মেয়ে জইনব নাসরুল্লাহও নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৩ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৫ ঘণ্টা আগে
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৭ ঘণ্টা আগে