
নৌপথে মানবিক ত্রাণ সহায়তা দিতে গাজায় অস্থায়ী বন্দর ও জেটি তৈরি করবে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে জো বাইডেন মার্কিন সেনাবাহিনীকে গাজায় জরুরি ভিত্তিতে একটি অস্থায়ী বন্দর বা জেটি স্থাপনের নির্দেশ দেবেন।
এই জেটির সাহায্যে মানবিক সহায়তার বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য—খাদ্য, পানি, ওষুধ ও অস্থায়ী আশ্রয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জামসহ বিভিন্ন সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট এ বিষয়ে প্রয়োজনীয় ঘোষণা ও নির্দেশ দেওয়ার পর এই উদ্যোগ বাস্তবায়নে কার্যক্রম শুরু হবে।’
ওই কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে সমমনা দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করবে। এই বন্দর ও জেটি থেকে যেন শ খানেক ট্রাক একযোগে ত্রাণসহায়তা বহন করতে পারে সেই সক্ষমতা দিয়েই তৈরি করা হবে। তিনি বলেছেন, ‘ভূখণ্ডটিতে আমরা নিরাপত্তার বিষয়গুলোতে ইসরায়েলের সঙ্গে কাজ করব এবং ত্রাণ বিতরণে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সহায়তা দেওয়া এনজিওগুলোর সঙ্গে কাজ করব।’
তবে গাজার অভ্যন্তরে মার্কিন সৈন্যরা সরাসরি কোনো কাজে অংশ নেবে না। বিষয়টি নিশ্চিত করে ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, গাজার বেসামরিক নাগরিকদের জরুরি প্রয়োজনগুলো মেটানোর পাশাপাশি ত্রাণ সহায়তা দেওয়া সংস্থাগুলোর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়েও কাজ করবে যুক্তরাষ্ট্র।
হামাস যুদ্ধবিরতির শর্তে রাজি হচ্ছে না ইঙ্গিত দিয়ে মার্কিন এই কর্মকর্তা আরও বলেছেন, ‘যুদ্ধবিরতি অর্জনের পথ পরিষ্কার। হামাস যদি তাদের হাতে নাজুক অবস্থায় থাকা নারী, বৃদ্ধ, অসুস্থ জিম্মিদের তালিকা প্রকাশ করত, তবে এতক্ষণে অন্তত ৬ সপ্তাহের একটি যুদ্ধবিরতি হয়ে যেত।’

নৌপথে মানবিক ত্রাণ সহায়তা দিতে গাজায় অস্থায়ী বন্দর ও জেটি তৈরি করবে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে জো বাইডেন মার্কিন সেনাবাহিনীকে গাজায় জরুরি ভিত্তিতে একটি অস্থায়ী বন্দর বা জেটি স্থাপনের নির্দেশ দেবেন।
এই জেটির সাহায্যে মানবিক সহায়তার বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য—খাদ্য, পানি, ওষুধ ও অস্থায়ী আশ্রয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জামসহ বিভিন্ন সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট এ বিষয়ে প্রয়োজনীয় ঘোষণা ও নির্দেশ দেওয়ার পর এই উদ্যোগ বাস্তবায়নে কার্যক্রম শুরু হবে।’
ওই কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে সমমনা দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করবে। এই বন্দর ও জেটি থেকে যেন শ খানেক ট্রাক একযোগে ত্রাণসহায়তা বহন করতে পারে সেই সক্ষমতা দিয়েই তৈরি করা হবে। তিনি বলেছেন, ‘ভূখণ্ডটিতে আমরা নিরাপত্তার বিষয়গুলোতে ইসরায়েলের সঙ্গে কাজ করব এবং ত্রাণ বিতরণে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সহায়তা দেওয়া এনজিওগুলোর সঙ্গে কাজ করব।’
তবে গাজার অভ্যন্তরে মার্কিন সৈন্যরা সরাসরি কোনো কাজে অংশ নেবে না। বিষয়টি নিশ্চিত করে ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, গাজার বেসামরিক নাগরিকদের জরুরি প্রয়োজনগুলো মেটানোর পাশাপাশি ত্রাণ সহায়তা দেওয়া সংস্থাগুলোর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়েও কাজ করবে যুক্তরাষ্ট্র।
হামাস যুদ্ধবিরতির শর্তে রাজি হচ্ছে না ইঙ্গিত দিয়ে মার্কিন এই কর্মকর্তা আরও বলেছেন, ‘যুদ্ধবিরতি অর্জনের পথ পরিষ্কার। হামাস যদি তাদের হাতে নাজুক অবস্থায় থাকা নারী, বৃদ্ধ, অসুস্থ জিম্মিদের তালিকা প্রকাশ করত, তবে এতক্ষণে অন্তত ৬ সপ্তাহের একটি যুদ্ধবিরতি হয়ে যেত।’

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে হামাসের শীর্ষ নেতা ও গাজার অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের প্রতিনিধিরা মিসরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। যুদ্ধবিরতি কার্যত টালমাটাল অবস্থায়। কারণ, ইসরায়েল একের পর এক তা লঙ্ঘন করছে এবং গাজায় গণহত্যামূলক
৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট–আইসিই এজেন্টরা একটি গাড়ি থেকে টেনে–হিঁচড়ে বের করে নেওয়ার সময় চিৎকার করতে থাকা যে নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তাঁকে শনাক্ত করা হয়েছে। তিনি একজন প্রযুক্তিবিদ, এলজিবিটি ও বর্ণবৈষম্যবিরোধী অধিকারকর্মী।
৪১ মিনিট আগে
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে সরকার। মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ডানপন্থী হিন্দু সংগঠনগুলোর টানা প্রতিবাদের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)...
৩ ঘণ্টা আগে
চীনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা উন্মুক্ত সাইবারস্পেস থেকে উচ্চমূল্যের সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহে কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার করছে। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জানিয়েছে, কোয়ান্টামভিত্তিক ১০ টিরও বেশি পরীক্ষামূলক সাইবার যুদ্ধ সরঞ্জাম বর্তমানে ‘উন্নয়নাধীন।’
৩ ঘণ্টা আগে