
গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশগুলোর দেওয়া প্রস্তাব মেনে নিয়েছে হামাস। গতকাল সোমবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি এই অবস্থান ব্যক্ত করেছে। তবে ইসরায়েল বলেছে, এই প্রস্তাব তাদের মৌলিক দাবিগুলো পূরণ করে না এবং তারা এখনো রাফাহে অভিযান চালানোর বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। তবে দেশটি জানিয়েছে, যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা চালিয়ে যেতে চায় তারা।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে জানা গেছে, হামাস এমন এক সময়ে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান ব্যক্ত করল, যখন ইসরায়েলি সেনারা রাফাহ সীমান্তের মাত্র ২০০ মিটার দূরে অবস্থান নিয়েছে এবং রাফাহ থেকে বেসামরিক লোকদের পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসমাইল হানিয়া কাতার ও মিসরীয় মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, হামাস তাদের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে।
তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে, এই প্রস্তাব ইসরায়েলের প্রধান দাবিগুলো পূরণ করেনি। তবে তাঁরা জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতির বর্তমান প্রস্তাব এখনই মেনে না নিলেও বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং একটি চুক্তিতে পৌঁছাতে চেষ্টা করবে। নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, হামাস যে প্রস্তাবটি মেনে নিয়েছে, তা মিসরীয় প্রস্তাবের দুর্বল সংস্করণ এবং এতে এমন উপাদান অন্তর্ভুক্ত, যা ইসরায়েল গ্রহণ করতে পারে না।
এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কাতারি প্রতিনিধিদল আজ মঙ্গলবার মিসরে পৌঁছাবে এবং যুদ্ধবিরতি নিয়ে বিদ্যমান দূরত্ব দূর করে অতি দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে। তবে পক্ষগুলো যুদ্ধবিরতি চুক্তিতে কবে নাগাদ পৌঁছাবে, সে বিষয়ে কোনো তথ্য তিনি দেননি।
অপর এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভা রাফাহ অভিযান চালানোর অনুমোদন দিয়েছে। দেশটির এই অবস্থানের প্রতিক্রিয়ায় জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছেন, নেতানিয়াহু রাফাহে বোমা হামলা করে যুদ্ধবিরতি প্রচেষ্টাকে বিঘ্নিত করছেন।

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশগুলোর দেওয়া প্রস্তাব মেনে নিয়েছে হামাস। গতকাল সোমবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি এই অবস্থান ব্যক্ত করেছে। তবে ইসরায়েল বলেছে, এই প্রস্তাব তাদের মৌলিক দাবিগুলো পূরণ করে না এবং তারা এখনো রাফাহে অভিযান চালানোর বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। তবে দেশটি জানিয়েছে, যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা চালিয়ে যেতে চায় তারা।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে জানা গেছে, হামাস এমন এক সময়ে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান ব্যক্ত করল, যখন ইসরায়েলি সেনারা রাফাহ সীমান্তের মাত্র ২০০ মিটার দূরে অবস্থান নিয়েছে এবং রাফাহ থেকে বেসামরিক লোকদের পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসমাইল হানিয়া কাতার ও মিসরীয় মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, হামাস তাদের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে।
তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে, এই প্রস্তাব ইসরায়েলের প্রধান দাবিগুলো পূরণ করেনি। তবে তাঁরা জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতির বর্তমান প্রস্তাব এখনই মেনে না নিলেও বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং একটি চুক্তিতে পৌঁছাতে চেষ্টা করবে। নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, হামাস যে প্রস্তাবটি মেনে নিয়েছে, তা মিসরীয় প্রস্তাবের দুর্বল সংস্করণ এবং এতে এমন উপাদান অন্তর্ভুক্ত, যা ইসরায়েল গ্রহণ করতে পারে না।
এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কাতারি প্রতিনিধিদল আজ মঙ্গলবার মিসরে পৌঁছাবে এবং যুদ্ধবিরতি নিয়ে বিদ্যমান দূরত্ব দূর করে অতি দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে। তবে পক্ষগুলো যুদ্ধবিরতি চুক্তিতে কবে নাগাদ পৌঁছাবে, সে বিষয়ে কোনো তথ্য তিনি দেননি।
অপর এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ মন্ত্রিসভা রাফাহ অভিযান চালানোর অনুমোদন দিয়েছে। দেশটির এই অবস্থানের প্রতিক্রিয়ায় জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছেন, নেতানিয়াহু রাফাহে বোমা হামলা করে যুদ্ধবিরতি প্রচেষ্টাকে বিঘ্নিত করছেন।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৯ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
১১ ঘণ্টা আগে