Ajker Patrika

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইসরায়েলি হামলার নিন্দা জানালেন পুতিন

আজকের পত্রিকা ডেস্ক­
ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার টেলিফোনে ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করেছেন। রুশ সংবাদ সংস্থাগুলোর বরাতে ক্রেমলিনের শীর্ষ পররাষ্ট্র নীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, এই আলাপে পুতিন ইরানে ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করেছেন।

উশাকভ বলেন, পুতিন স্পষ্টভাবে ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়েছেন এবং উভয় নেতা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার সম্ভাবনা নাকচ করেননি।

তিনি আরও জানান, দুই প্রেসিডেন্টের মধ্যে প্রায় ৫০ মিনিট ধরে আলোচনা হয় এবং আলোচনাকে ‘গঠনমূলক ও অর্থবহ’ হিসেবে বর্ণনা করেছেন।

উশাকভ জানান, আলোচনার অংশ হিসেবে পুতিন ইউক্রেন ইস্যুতেও রাশিয়ার আলোচনায় ফিরে আসার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।

সম্প্রতি ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক, পারমাণবিক ও অর্থনৈতিক স্থাপনায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে গোটা মধ্যপ্রাচ্যে। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

রাশিয়া ঐতিহাসিকভাবে ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং জাতিসংঘে মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে আসছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন দিয়ে এসেছে, তবে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পারমাণবিক আলোচনায় ফেরার সম্ভাবনা নিয়ে উভয় দেশের নেতাদের এই সংলাপ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্বের পরাশক্তিগুলোর এই কূটনৈতিক তৎপরতা হয়তো সংঘাত প্রশমনে কিছুটা প্রভাব ফেলতে পারে, তবে পরিস্থিতি এখনও বেশ অস্থির ও অনিশ্চিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত