আজকের পত্রিকা ডেস্ক

ইসরায়েল গতকাল শুক্রবার ভোরে ইরানে হামলা চালায়। এর জবাবে আজ শনিবার ইরানও ইসরায়েলের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সহায়তা। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত খবর ও ছবি থেকে দেখা গেছে, ইরানি হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবল তাই নয়, বস্তুগত ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ইসরায়েলের রিশন লেজিওনের একটি আবাসিক এলাকার কাছে ইরান প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রিশন লেজিওন শহরটি তেল আবিবের দক্ষিণে অবস্থিত। জাতীয় জরুরি সেবা সংস্থা ম্যাজেন ডেভিড অ্যাডাম (এমডিএ) জানিয়েছে, তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে একাধিক ভবনের ব্যাপক ধ্বংসস্তূপ দেখতে পান।
সিএনএনের যাচাই করা এক ভিডিওতে দেখা গেছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের পেন্টাগন বলে পরিচিত তেল আবিবের কিরিয়া এলাকায় আঘাত হানে। এই এলাকাতেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান দপ্তর অবস্থিত।
এক প্রত্যক্ষদর্শীর কাছের একটি ভবন থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ইরানি একটি ক্ষেপণাস্ত্র ভূমিতে আঘাত হানে এবং একটি বিশাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আঘাতের জায়গা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
তেল আবিবের পূর্বে অবস্থিত শহর রামাত গানেও ইরানি হামলার খবর পাওয়া গেছে। ইরানি হামলায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাই দেখা গেছে বার্তা সংস্থা এপির তোলা ছবি থেকে। তেল আবিবেও ইরানি হামলায় অনেকগুলো আবাসিক ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া, ইসরায়েলের মধ্যাঞ্চলের উপকূলীয় শহর নেতানিয়াও ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটি অবকাশ যাপনের জন্য বিখ্যাত।
এদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক। বিভিন্ন ইসরায়েলি হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ১৫০ জনের বেশি আহত হয়েছে। আহতদের বেশির ভাগই শেবা, ইচিলভ, বেইলিনসন, উল্ফসোন, কাপলান এবং শামির হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে অন্তত ২৯ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বেইলিনসন হাসপাতালে ১৮ জন আহতকে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে একজন মাঝারি এবং ১৭ জন সামান্য আহত ছিল। কাপলান হাসপাতালে ৯ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাঁদের সবার আঘাত সামান্য ছিল।
হোলনের উল্ফসোন মেডিকেল সেন্টারে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে দুজন মাঝারি এবং ১৭ জন সামান্য আহত ছিল। তেল আবিব সুরাস্কি মেডিকেল সেন্টারে ৫২ জন আহতকে আনা হয়েছিল। এর মধ্যে একজন মাঝারি এবং ছয়জন সামান্য আহত ছিল।
শামির মেডিকেল সেন্টারে আরও ছয়জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজন মাঝারি এবং একজন সামান্য আহত ছিল। তেল হাশোমারের শেবা মেডিকেল সেন্টারে ৫১ জন আহত হয়েছিল। এর মধ্যে একজন গুরুতর, সাতজন মাঝারি এবং ৪৩ জন সামান্য আহত ছিলেন। এদের মধ্যে ২৯ জনকে ইতিমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ইসরায়েল গতকাল শুক্রবার ভোরে ইরানে হামলা চালায়। এর জবাবে আজ শনিবার ইরানও ইসরায়েলের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সহায়তা। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত খবর ও ছবি থেকে দেখা গেছে, ইরানি হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবল তাই নয়, বস্তুগত ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ইসরায়েলের রিশন লেজিওনের একটি আবাসিক এলাকার কাছে ইরান প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রিশন লেজিওন শহরটি তেল আবিবের দক্ষিণে অবস্থিত। জাতীয় জরুরি সেবা সংস্থা ম্যাজেন ডেভিড অ্যাডাম (এমডিএ) জানিয়েছে, তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে একাধিক ভবনের ব্যাপক ধ্বংসস্তূপ দেখতে পান।
সিএনএনের যাচাই করা এক ভিডিওতে দেখা গেছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের পেন্টাগন বলে পরিচিত তেল আবিবের কিরিয়া এলাকায় আঘাত হানে। এই এলাকাতেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান দপ্তর অবস্থিত।
এক প্রত্যক্ষদর্শীর কাছের একটি ভবন থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ইরানি একটি ক্ষেপণাস্ত্র ভূমিতে আঘাত হানে এবং একটি বিশাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আঘাতের জায়গা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
তেল আবিবের পূর্বে অবস্থিত শহর রামাত গানেও ইরানি হামলার খবর পাওয়া গেছে। ইরানি হামলায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাই দেখা গেছে বার্তা সংস্থা এপির তোলা ছবি থেকে। তেল আবিবেও ইরানি হামলায় অনেকগুলো আবাসিক ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া, ইসরায়েলের মধ্যাঞ্চলের উপকূলীয় শহর নেতানিয়াও ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটি অবকাশ যাপনের জন্য বিখ্যাত।
এদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক। বিভিন্ন ইসরায়েলি হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ১৫০ জনের বেশি আহত হয়েছে। আহতদের বেশির ভাগই শেবা, ইচিলভ, বেইলিনসন, উল্ফসোন, কাপলান এবং শামির হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে অন্তত ২৯ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বেইলিনসন হাসপাতালে ১৮ জন আহতকে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে একজন মাঝারি এবং ১৭ জন সামান্য আহত ছিল। কাপলান হাসপাতালে ৯ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাঁদের সবার আঘাত সামান্য ছিল।
হোলনের উল্ফসোন মেডিকেল সেন্টারে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে দুজন মাঝারি এবং ১৭ জন সামান্য আহত ছিল। তেল আবিব সুরাস্কি মেডিকেল সেন্টারে ৫২ জন আহতকে আনা হয়েছিল। এর মধ্যে একজন মাঝারি এবং ছয়জন সামান্য আহত ছিল।
শামির মেডিকেল সেন্টারে আরও ছয়জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজন মাঝারি এবং একজন সামান্য আহত ছিল। তেল হাশোমারের শেবা মেডিকেল সেন্টারে ৫১ জন আহত হয়েছিল। এর মধ্যে একজন গুরুতর, সাতজন মাঝারি এবং ৪৩ জন সামান্য আহত ছিলেন। এদের মধ্যে ২৯ জনকে ইতিমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত বছরের ডিসেম্বরে মিসরের সশস্ত্র বাহিনীর কাছে দেশের ঋণ সংকট সামাল দিতে সহায়তা চায় সরকার। কিন্তু বাহিনী সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। অথচ সেনাবাহিনীর গোপন রিজার্ভে মিসরের মোট বৈদেশিক ঋণের চেয়েও বেশি পরিমাণ অর্থ রয়েছে—এমন দাবি করেছেন দেশটির জ্যেষ্ঠ ব্যাংকিং ও সরকারি কর্মকর্তারা। তারা এই তথ্য জানিয়েছেন
২৪ মিনিট আগে
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন’ এবং তিনি সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন।
২ ঘণ্টা আগে
এমিরেটলিকস নামের এক অনুসন্ধানী প্ল্যাটফর্মের হাতে আসা ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, গাজায় চলমান যুদ্ধের পুরো সময়জুড়ে ইসরায়েলকে সরাসরি সামরিক, গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে লোহিত সাগর এলাকায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক
৩ ঘণ্টা আগে
তাঁর গায়ে ছিল লম্বা কালো ওভারকোট। ভিডিওতে দেখা যায়, নিচ থেকে কিছু চিৎকার শোনার পর ট্রাম্প কারখানার মেঝেতে থাকা ওই বিক্ষোভকারীর দিকে আঙুল তুলে তাকান। এরপর তিনি বিরক্ত মুখভঙ্গিতে কয়েকটি কড়া শব্দ বলেন এবং মাঝের আঙুল তুলে দেখান। এ সময় তাঁকে ওই ব্যক্তির উদ্দেশে ‘এফ-বম্ব’ তথা ‘ফাক ইউ’ উচ্চারণ করতে
৪ ঘণ্টা আগে