আজকের পত্রিকা ডেস্ক

ইরান আন্তর্জাতিক পারমাণবিক সুরক্ষা নীতিমালা মানছে না বলে জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)। আজ বৃহস্পতিবার সংস্থাটির গভর্নর বোর্ডের বৈঠকে এই অভিযোগ তোলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ সদস্যবিশিষ্ট গভর্নর বোর্ডের এক প্রস্তাবে এই অভিযোগ আনা হয়। ১৯ সদস্য এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় বুরকিনা ফাসো এবং দুই পরাশক্তি রাশিয়া ও চীন। ভোট দেওয়া থেকে বিরত ছিল ১১টি দেশ।
আইএইএর প্রস্তাবে বলা হয়, ২০১৯ সাল থেকে একাধিক অঘোষিত স্থানে পারমাণবিক পদার্থ ও কার্যকলাপ বিষয়ে সময়মতো ও পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ার কারণে ইরান তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সংস্থাটি বলছে, এসব ব্যর্থতা ইরানের আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘনের শামিল।
এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দেশের পরমাণু শক্তি সংস্থা একটি যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে, তারা একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যা হবে ‘নিরাপদ স্থানে’। পরমাণু ইস্যুতে নেওয়া অন্য পদক্ষেপগুলোর ব্যাপারেও শিগগির জানানো হবে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
দুই দশক পর এই প্রথম আইএইএ ইরানকে আনুষ্ঠানিকভাবে পরমাণু চুক্তি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করল। ভিয়েনা থেকে আল-জাজিরার সংবাদদাতা হাসেম আহেলবারা বলেন, এটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ইরানের সামনে প্রতিক্রিয়া জানানোর জন্য সময় খুবই সীমিত। ব্যর্থ হলে দেশটিকে আরও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হতে হতে পারে।
তেহরান থেকে আল-জাজিরার প্রতিনিধি তোহিদ আসাদি জানিয়েছেন, ইরান কঠোর প্রতিক্রিয়া জানাতে পারে। এ ছাড়া আগামী রোববার অনুষ্ঠেয় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় এর ব্যাপক প্রভাব পড়তে পারে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় গভর্নর বোর্ডের প্রস্তাবকে ‘প্রযুক্তিগত ও আইনগতভাবে ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে।

ইরান আন্তর্জাতিক পারমাণবিক সুরক্ষা নীতিমালা মানছে না বলে জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)। আজ বৃহস্পতিবার সংস্থাটির গভর্নর বোর্ডের বৈঠকে এই অভিযোগ তোলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ সদস্যবিশিষ্ট গভর্নর বোর্ডের এক প্রস্তাবে এই অভিযোগ আনা হয়। ১৯ সদস্য এ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় বুরকিনা ফাসো এবং দুই পরাশক্তি রাশিয়া ও চীন। ভোট দেওয়া থেকে বিরত ছিল ১১টি দেশ।
আইএইএর প্রস্তাবে বলা হয়, ২০১৯ সাল থেকে একাধিক অঘোষিত স্থানে পারমাণবিক পদার্থ ও কার্যকলাপ বিষয়ে সময়মতো ও পূর্ণাঙ্গ তথ্য না দেওয়ার কারণে ইরান তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সংস্থাটি বলছে, এসব ব্যর্থতা ইরানের আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘনের শামিল।
এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দেশের পরমাণু শক্তি সংস্থা একটি যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে, তারা একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যা হবে ‘নিরাপদ স্থানে’। পরমাণু ইস্যুতে নেওয়া অন্য পদক্ষেপগুলোর ব্যাপারেও শিগগির জানানো হবে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
দুই দশক পর এই প্রথম আইএইএ ইরানকে আনুষ্ঠানিকভাবে পরমাণু চুক্তি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করল। ভিয়েনা থেকে আল-জাজিরার সংবাদদাতা হাসেম আহেলবারা বলেন, এটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ইরানের সামনে প্রতিক্রিয়া জানানোর জন্য সময় খুবই সীমিত। ব্যর্থ হলে দেশটিকে আরও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হতে হতে পারে।
তেহরান থেকে আল-জাজিরার প্রতিনিধি তোহিদ আসাদি জানিয়েছেন, ইরান কঠোর প্রতিক্রিয়া জানাতে পারে। এ ছাড়া আগামী রোববার অনুষ্ঠেয় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় এর ব্যাপক প্রভাব পড়তে পারে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় গভর্নর বোর্ডের প্রস্তাবকে ‘প্রযুক্তিগত ও আইনগতভাবে ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৬ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৮ ঘণ্টা আগে