
ইরাকের কুর্দি অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি গ্যাস কমপ্লেক্স লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ৭২ ঘণ্টার মধ্যে তৃতীয়বার এ ধরনের হামলা হলো। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্মকর্তা সেদিক মোহাম্মদ বলেছেন, স্থানীয় সময় শনিবার এ হামলার ঘটনা ঘটেছে। গ্যাস কমপ্লেক্সটির নাম খোর মোর গ্যাস কমপ্লেক্স। এটি সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি প্রতিষ্ঠান ডানা গ্যাসের মালিকানাধীন।
গ্যাস কমপ্লেক্সটি থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে রকেটটি আঘাত হেনেছে বলে জানিয়েছেন তিনি। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের নিরাপত্তা সংস্থা কাউন্টার টেররিজম গ্রুপ এক বিবৃতিতে বলেছে, কিরকুক ও সুলাইমানিয়া শহরের মাঝামাঝি এলাকায় খোর মোর গ্যাস কমপ্লেক্সে মোট ছয়টি রকেট হামলা হয়েছে।
এ ধরনের রকেট হামলাকে বলা হয় কাতিউসা রকেট হামলা। এর আগে গত বুধ ও শুক্রবার একই স্থাপনা লক্ষ্য করে কাতিউসা রকেট হামলা হয়েছিল। তবে এ হামলায় কেউ হতাহত হয়নি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
আল-জাজিরা জানিয়েছে, কুর্দি অঞ্চলের আরও বেশ কয়েকটি জ্বালানি অবকাঠামো সম্প্রতি হামলার শিকার হয়েছে।
গত মাসে ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলের আঞ্চলিক রাজধানী ইবরিলে কাওয়ারগোস্ক জ্বালানি পরিশোধনাগারের কাছে রকেট হামলা হয়েছিল। সে হামলায় অল্প ক্ষয়ক্ষতিও হয়েছিল। এ ছাড়া গত এপ্রিলে একই জ্বালানি পরিশোধনাগারের কাছে তিনটি রকেট হামলা হয়েছিল। তবে এতে কেউ হতাহত হয়নি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ইরাকের কুর্দি অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি গ্যাস কমপ্লেক্স লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ৭২ ঘণ্টার মধ্যে তৃতীয়বার এ ধরনের হামলা হলো। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্মকর্তা সেদিক মোহাম্মদ বলেছেন, স্থানীয় সময় শনিবার এ হামলার ঘটনা ঘটেছে। গ্যাস কমপ্লেক্সটির নাম খোর মোর গ্যাস কমপ্লেক্স। এটি সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি প্রতিষ্ঠান ডানা গ্যাসের মালিকানাধীন।
গ্যাস কমপ্লেক্সটি থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে রকেটটি আঘাত হেনেছে বলে জানিয়েছেন তিনি। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের নিরাপত্তা সংস্থা কাউন্টার টেররিজম গ্রুপ এক বিবৃতিতে বলেছে, কিরকুক ও সুলাইমানিয়া শহরের মাঝামাঝি এলাকায় খোর মোর গ্যাস কমপ্লেক্সে মোট ছয়টি রকেট হামলা হয়েছে।
এ ধরনের রকেট হামলাকে বলা হয় কাতিউসা রকেট হামলা। এর আগে গত বুধ ও শুক্রবার একই স্থাপনা লক্ষ্য করে কাতিউসা রকেট হামলা হয়েছিল। তবে এ হামলায় কেউ হতাহত হয়নি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
আল-জাজিরা জানিয়েছে, কুর্দি অঞ্চলের আরও বেশ কয়েকটি জ্বালানি অবকাঠামো সম্প্রতি হামলার শিকার হয়েছে।
গত মাসে ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলের আঞ্চলিক রাজধানী ইবরিলে কাওয়ারগোস্ক জ্বালানি পরিশোধনাগারের কাছে রকেট হামলা হয়েছিল। সে হামলায় অল্প ক্ষয়ক্ষতিও হয়েছিল। এ ছাড়া গত এপ্রিলে একই জ্বালানি পরিশোধনাগারের কাছে তিনটি রকেট হামলা হয়েছিল। তবে এতে কেউ হতাহত হয়নি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৭ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৭ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
১০ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
১০ ঘণ্টা আগে