
অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় চলমান হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ গড়িয়েছে ৮০তম দিনে। এই সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত ২০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৫৪ হাজারেরও বেশি। গতকাল সোমবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, বিগত ৭৯ দিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ২০ হাজার ৬৭৪ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৫৪ হাজার ৫৩৬ জন।
এদিকে, গাজা উপত্যকার একটি টানেল থেকে পাঁচ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এদের মধ্যে তিনজন আইডিএফের সদস্য এবং দুজন বেসামরিক। গত রোববার সন্ধ্যায় এক ঘোষণায় এ দাবি করেছে আইডিএফ। মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া অঞ্চলে সুড়ঙ্গের একটি নেটওয়ার্ক খুঁজে পেয়ে সেখান থেকে নিহত পাঁচ ইসরায়েলি জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে।
আইডিএফের এ ঘোষণার আগের দিনই হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড বলেছিল, পাঁচজন ইসরায়েলি জিম্মি থাকা একটি দলের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জিম্মিরা ইসরায়েলি হামলায় নিহত হতে পারে বলেও জানায় আল-কাসাম ব্রিগেড।
কয়েক দিন আগে আল-কাসাম ব্রিগেডের প্রকাশিত এক ভিডিওতে এই পাঁচ জিম্মির মধ্যে তিনজনকে দেখানো হয়েছে। সেখানে জিম্মিরা ইসরায়েলি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তাদের বন্দী অবস্থায় যেন ফেলে না যাওয়া হয়।
বন্দীদের এই অনুরোধ রক্ষা করতে পারেনি আইডিএফ। সে প্রসঙ্গে ড্যানিয়েল হ্যাগারি বলেন, গাজা উপত্যকায় স্থল অভিযান চালানোকে প্রচণ্ড জটিল কাজ হিসেবে অভিহিত করে বলেন, `আমাদের পক্ষের মানুষের হতাহতের ঘটনা ছাড়া হামাসকে ধ্বংস করা অসম্ভব।'

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় চলমান হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ গড়িয়েছে ৮০তম দিনে। এই সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত ২০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৫৪ হাজারেরও বেশি। গতকাল সোমবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, বিগত ৭৯ দিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ২০ হাজার ৬৭৪ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৫৪ হাজার ৫৩৬ জন।
এদিকে, গাজা উপত্যকার একটি টানেল থেকে পাঁচ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এদের মধ্যে তিনজন আইডিএফের সদস্য এবং দুজন বেসামরিক। গত রোববার সন্ধ্যায় এক ঘোষণায় এ দাবি করেছে আইডিএফ। মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া অঞ্চলে সুড়ঙ্গের একটি নেটওয়ার্ক খুঁজে পেয়ে সেখান থেকে নিহত পাঁচ ইসরায়েলি জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে।
আইডিএফের এ ঘোষণার আগের দিনই হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড বলেছিল, পাঁচজন ইসরায়েলি জিম্মি থাকা একটি দলের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জিম্মিরা ইসরায়েলি হামলায় নিহত হতে পারে বলেও জানায় আল-কাসাম ব্রিগেড।
কয়েক দিন আগে আল-কাসাম ব্রিগেডের প্রকাশিত এক ভিডিওতে এই পাঁচ জিম্মির মধ্যে তিনজনকে দেখানো হয়েছে। সেখানে জিম্মিরা ইসরায়েলি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তাদের বন্দী অবস্থায় যেন ফেলে না যাওয়া হয়।
বন্দীদের এই অনুরোধ রক্ষা করতে পারেনি আইডিএফ। সে প্রসঙ্গে ড্যানিয়েল হ্যাগারি বলেন, গাজা উপত্যকায় স্থল অভিযান চালানোকে প্রচণ্ড জটিল কাজ হিসেবে অভিহিত করে বলেন, `আমাদের পক্ষের মানুষের হতাহতের ঘটনা ছাড়া হামাসকে ধ্বংস করা অসম্ভব।'

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৬ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৬ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৯ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৯ ঘণ্টা আগে