Ajker Patrika

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত সব যাত্রী

অনলাইন ডেস্ক    
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১০: ৩৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাজিলে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বিমানটি একটি দোকানের ওপর ভেঙে পড়ে। পরে এটিতে মুহূর্তেই আগুন ধরে যায়। এই ঘটনায় বিমানটিতে থাকা ১০ যাত্রী ও ক্রুর সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিমান বিস্ফোরণের ঘটনায় ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর গ্রামাদোতে ওই দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধারকাজে ছুটে এলেও বিমানটিতে থাকা কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।

জানা গেছে, প্রথমে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনের চিমনিতে গিয়ে ধাক্কা মারে। এর পর এটি একটি বাড়ির দোতলায় গিয়ে দ্বিতীয়বার ধাক্কা খায়। শেষ পর্যন্ত একটি দোকানের ওপর গিয়ে এটি ভেঙে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়।

এই দুর্ঘটনার জেরে ওই দোকান-সংলগ্ন একটি রেস্তোরাঁও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন গ্রামাদোর গভর্নর এডুয়ার্ডো লেইট। তিনি বলেন, ‘ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, যাত্রীদের বেশির ভাগেরই বিমান ভেঙে পড়ার পর আগুনের বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে।’

গভর্নর ছাড়াও শহরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিমানে থাকা যাত্রীরা ছাড়াও এই ঘটনায় স্থানীয় কেউ আহত হয়েছেন কি না, তার খোঁজ চলছে।

উল্লেখ্য, গ্রামাদো হলো ব্রাজিলের রিও গ্রান্দে দো সুলের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পার্বত্যভূমিতে অবস্থিত গ্রামাদোয় প্রতি বছর বড়দিন উপলক্ষে বহু মানুষ ভিড় জমান।

চলতি বছরের প্রথমার্ধেই বন্যার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল গ্রামাদোর জনজীবন। মৃত্যু হয়েছিল অনেকের। এ বার বড়দিনের আগে সেই শহরেই দুর্ঘটনা কেড়ে নিল ১০টি প্রাণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

আকরামদের প্রথম খবর দেওয়া হয়েছিল, তামিম আর নেই

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

‘মদের বোতল’ হাতে বৈষম্যবিরোধী নেতা-নেত্রীর ভিডিও, সদস্যপদ স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত