ব্রাজিলে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বিমানটি একটি দোকানের ওপর ভেঙে পড়ে। পরে এটিতে মুহূর্তেই আগুন ধরে যায়। এই ঘটনায় বিমানটিতে থাকা ১০ যাত্রী ও ক্রুর সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিমান বিস্ফোরণের ঘটনায় ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর গ্রামাদোতে ওই দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধারকাজে ছুটে এলেও বিমানটিতে থাকা কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।
জানা গেছে, প্রথমে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনের চিমনিতে গিয়ে ধাক্কা মারে। এর পর এটি একটি বাড়ির দোতলায় গিয়ে দ্বিতীয়বার ধাক্কা খায়। শেষ পর্যন্ত একটি দোকানের ওপর গিয়ে এটি ভেঙে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়।
এই দুর্ঘটনার জেরে ওই দোকান-সংলগ্ন একটি রেস্তোরাঁও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন গ্রামাদোর গভর্নর এডুয়ার্ডো লেইট। তিনি বলেন, ‘ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, যাত্রীদের বেশির ভাগেরই বিমান ভেঙে পড়ার পর আগুনের বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে।’
গভর্নর ছাড়াও শহরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিমানে থাকা যাত্রীরা ছাড়াও এই ঘটনায় স্থানীয় কেউ আহত হয়েছেন কি না, তার খোঁজ চলছে।
উল্লেখ্য, গ্রামাদো হলো ব্রাজিলের রিও গ্রান্দে দো সুলের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পার্বত্যভূমিতে অবস্থিত গ্রামাদোয় প্রতি বছর বড়দিন উপলক্ষে বহু মানুষ ভিড় জমান।
চলতি বছরের প্রথমার্ধেই বন্যার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল গ্রামাদোর জনজীবন। মৃত্যু হয়েছিল অনেকের। এ বার বড়দিনের আগে সেই শহরেই দুর্ঘটনা কেড়ে নিল ১০টি প্রাণ।
ব্রাজিলে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বিমানটি একটি দোকানের ওপর ভেঙে পড়ে। পরে এটিতে মুহূর্তেই আগুন ধরে যায়। এই ঘটনায় বিমানটিতে থাকা ১০ যাত্রী ও ক্রুর সবাই নিহত হয়েছেন বলে জানা গেছে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিমান বিস্ফোরণের ঘটনায় ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর গ্রামাদোতে ওই দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধারকাজে ছুটে এলেও বিমানটিতে থাকা কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।
জানা গেছে, প্রথমে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনের চিমনিতে গিয়ে ধাক্কা মারে। এর পর এটি একটি বাড়ির দোতলায় গিয়ে দ্বিতীয়বার ধাক্কা খায়। শেষ পর্যন্ত একটি দোকানের ওপর গিয়ে এটি ভেঙে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়।
এই দুর্ঘটনার জেরে ওই দোকান-সংলগ্ন একটি রেস্তোরাঁও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন গ্রামাদোর গভর্নর এডুয়ার্ডো লেইট। তিনি বলেন, ‘ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, যাত্রীদের বেশির ভাগেরই বিমান ভেঙে পড়ার পর আগুনের বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে।’
গভর্নর ছাড়াও শহরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিমানে থাকা যাত্রীরা ছাড়াও এই ঘটনায় স্থানীয় কেউ আহত হয়েছেন কি না, তার খোঁজ চলছে।
উল্লেখ্য, গ্রামাদো হলো ব্রাজিলের রিও গ্রান্দে দো সুলের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পার্বত্যভূমিতে অবস্থিত গ্রামাদোয় প্রতি বছর বড়দিন উপলক্ষে বহু মানুষ ভিড় জমান।
চলতি বছরের প্রথমার্ধেই বন্যার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল গ্রামাদোর জনজীবন। মৃত্যু হয়েছিল অনেকের। এ বার বড়দিনের আগে সেই শহরেই দুর্ঘটনা কেড়ে নিল ১০টি প্রাণ।
ইরানে গত শুক্রবার ইসরায়েলি হামলার জেরে দুই দেশ পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই যুদ্ধ শুরুর পেছনে ইসরায়েলের অভিযোগ, তাদের অস্তিত্বের জন্য হুমকি হলো পারমাণবিক শক্তিধর ইরান। আর তাই তারা ইরান যাতে পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করতেই আগেভাগেই এই হামলা চালিয়েছে। যদিও আজ সোমবার ইরানের...
৬ মিনিট আগেযুদ্ধ কৌশল লক্ষ্য নির্দিষ্ট হওয়া এবং রাজনৈতিক সমাপ্তির পথ নির্ধারণ ছাড়া আন্তর্জাতিক সমর্থন পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠবে। ফলে সংঘাত যত দীর্ঘায়িত হবে, ততই ইসরায়েলের কৌশলগত চাপ বাড়বে বলে ধারণা করছেন অনেকে।
৯ মিনিট আগেজাতিসংঘসহ অন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে জায়নবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। আজ সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ আহ্বান জানান।
২১ মিনিট আগেমাঝ আকাশে যান্ত্রিক সমস্যায় পড়ল লন্ডন থেকে কলকাতাগামী একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান। গতকাল রবিবার (১৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাধ্যমে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।
৩৯ মিনিট আগে