
বেঙ্গালুরু সিটি করপোরেশন ‘ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকা’ (বিবিএমপি) আগামী ২৩ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত বাজারগুলোতে মাংস বিক্রি, মাংসজাত খাবার বিক্রি করে এমন হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অ্যারো ইন্ডিয়ার ২০২৫ সালের ‘এয়ার শো’ উপলক্ষে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি জানিয়েছে, আগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিবিএমপি জানিয়েছে, খোলা জায়গায় মাংসের বর্জ্য জমা হলে তা শকুন ও বিভিন্ন পাখিকে আকৃষ্ট করে। এই পাখিগুলো উড়োজাহাজের জন্য বিপজ্জনক হতে পারে এবং মাঝ আকাশে দুর্ঘটনার কারণ হতে পারে।
বিবিএমপির বিবৃতিতে বলা হয়েছে, ‘২৩ জানুয়ারি ২০২৫ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটারের মধ্যে সব ধরনের মাংসের দোকান ও মাংসজাত খাবার বিক্রি বন্ধ রাখতে হবে। নির্দেশ অমান্য করলে বিবিএমপি আইন ২০২০ এবং ভারতীয় এয়ারক্রাফট রুলস ১৯৩৭–এর ৯১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।’
অ্যারো ইন্ডিয়ার ‘এয়ার শো’তে প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন, সিইওদের গোলটেবিল বৈঠক, ইন্ডিয়া প্যাভিলিয়ন এবং এয়ারস্পেস কোম্পানিগুলোর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনীটি ভারতের আকাশ (এয়ারস্পেস) ও প্রতিরক্ষা শিল্পের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে। ১৯৯৬ সাল থেকে অ্যারো ইন্ডিয়ার ‘এয়ার শো’ আয়োজন করে আসছে।

বেঙ্গালুরু সিটি করপোরেশন ‘ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকা’ (বিবিএমপি) আগামী ২৩ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত বাজারগুলোতে মাংস বিক্রি, মাংসজাত খাবার বিক্রি করে এমন হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অ্যারো ইন্ডিয়ার ২০২৫ সালের ‘এয়ার শো’ উপলক্ষে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি জানিয়েছে, আগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিবিএমপি জানিয়েছে, খোলা জায়গায় মাংসের বর্জ্য জমা হলে তা শকুন ও বিভিন্ন পাখিকে আকৃষ্ট করে। এই পাখিগুলো উড়োজাহাজের জন্য বিপজ্জনক হতে পারে এবং মাঝ আকাশে দুর্ঘটনার কারণ হতে পারে।
বিবিএমপির বিবৃতিতে বলা হয়েছে, ‘২৩ জানুয়ারি ২০২৫ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটারের মধ্যে সব ধরনের মাংসের দোকান ও মাংসজাত খাবার বিক্রি বন্ধ রাখতে হবে। নির্দেশ অমান্য করলে বিবিএমপি আইন ২০২০ এবং ভারতীয় এয়ারক্রাফট রুলস ১৯৩৭–এর ৯১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।’
অ্যারো ইন্ডিয়ার ‘এয়ার শো’তে প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন, সিইওদের গোলটেবিল বৈঠক, ইন্ডিয়া প্যাভিলিয়ন এবং এয়ারস্পেস কোম্পানিগুলোর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনীটি ভারতের আকাশ (এয়ারস্পেস) ও প্রতিরক্ষা শিল্পের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে। ১৯৯৬ সাল থেকে অ্যারো ইন্ডিয়ার ‘এয়ার শো’ আয়োজন করে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
১ ঘণ্টা আগে
অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) সদর দপ্তর গতকাল মঙ্গলবার ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে স্থানীয় সময় সকাল প্রায় ৭টায় ইসরায়েলি বাহিনী ওই কম্পাউন্ডে অভিযান চালায়। অভিযান শেষে মূল ভবনের ওপর
১ ঘণ্টা আগে
ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
২ ঘণ্টা আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১১ ঘণ্টা আগে