কলকাতা প্রতিনিধি

ভাঙন অব্যাহত রয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ ইউনিটে। সর্বশেষ লোকসভা সদস্য ও বিজেপি নেতা অর্জুন সিং তাঁর পুরোনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন। তাঁর তৃণমূলে যোগদান পশ্চিমবঙ্গ বিজেপিতে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। কল্পনা-জল্পনা শুরু হয়েছে আরও বড় ভাঙনের।
পশ্চিমবঙ্গ বিজেপিতে ভাঙনের মধ্যে সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে বিজেপির আরেক নেতা ও সাবেক লোকসভা সদস্য অনুপম হাজরার মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি দলীয় নেতৃত্বকে কটাক্ষ করেছেন। তৃণমূল নেতাদের দাবি—আরও অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বিশাল জয়ের পরই ভাঙন শুরু হয়েছে বিজেপি শিবিরে।
পশ্চিমবঙ্গে বিজেপিতে ভাঙন দেখা দিলেও জাতীয় পর্যায়ে দারুণ সময় পার করছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা দলীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে গত কয়েক বছর নির্বাচনে জয়লাভকে অভ্যাসে পরিণত করেছে বিজেপি। তবে, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। বিগত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন ধরাতে সক্ষম হলেও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর উল্টো ভাঙন শুরু হয়েছে বিজেপি শিবিরেই।
এর আগে, প্রথমে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় তৃণমূলে ফিরে আসেন। তারপর একে একে তৃণমূলে ফেরেন সাবেক মন্ত্রী ও লোকসভা সদস্য বাবুল সুপ্রিয়, সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, লোকসভার সদস্য সুনীল মণ্ডল থেকে শুরু করে একদল বিজেপি নেতা। এই তালিকায় সর্বশেষ সংযোজন অর্জুন সিং। অর্জুন সিংয়ের পর কল্পনা শুরু হয়েছে বিজেপির লোকসভা সদস্য লকেট চ্যাটার্জিকে নিয়েও।
তবে, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, অর্জুন সিং দলত্যাগ করায় কোনো ক্ষতি হবে না। কিন্তু দিলীপ ঘোষকে কটাক্ষ করে পাল্টা জবাব দেন অনুপম হাজরা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কোনো ক্ষতি হবে না বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে যে ক্ষতি হয়ে গেল সেটা মানতে শেখা উচিত।’
এদিকে, তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, বিজেপি এখন জনবিচ্ছিন্ন একটি দল, তাই কেউ সেখানে থাকতে চাইছে না।

ভাঙন অব্যাহত রয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ ইউনিটে। সর্বশেষ লোকসভা সদস্য ও বিজেপি নেতা অর্জুন সিং তাঁর পুরোনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন। তাঁর তৃণমূলে যোগদান পশ্চিমবঙ্গ বিজেপিতে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। কল্পনা-জল্পনা শুরু হয়েছে আরও বড় ভাঙনের।
পশ্চিমবঙ্গ বিজেপিতে ভাঙনের মধ্যে সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে বিজেপির আরেক নেতা ও সাবেক লোকসভা সদস্য অনুপম হাজরার মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি দলীয় নেতৃত্বকে কটাক্ষ করেছেন। তৃণমূল নেতাদের দাবি—আরও অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বিশাল জয়ের পরই ভাঙন শুরু হয়েছে বিজেপি শিবিরে।
পশ্চিমবঙ্গে বিজেপিতে ভাঙন দেখা দিলেও জাতীয় পর্যায়ে দারুণ সময় পার করছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা দলীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে গত কয়েক বছর নির্বাচনে জয়লাভকে অভ্যাসে পরিণত করেছে বিজেপি। তবে, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। বিগত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন ধরাতে সক্ষম হলেও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর উল্টো ভাঙন শুরু হয়েছে বিজেপি শিবিরেই।
এর আগে, প্রথমে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় তৃণমূলে ফিরে আসেন। তারপর একে একে তৃণমূলে ফেরেন সাবেক মন্ত্রী ও লোকসভা সদস্য বাবুল সুপ্রিয়, সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, লোকসভার সদস্য সুনীল মণ্ডল থেকে শুরু করে একদল বিজেপি নেতা। এই তালিকায় সর্বশেষ সংযোজন অর্জুন সিং। অর্জুন সিংয়ের পর কল্পনা শুরু হয়েছে বিজেপির লোকসভা সদস্য লকেট চ্যাটার্জিকে নিয়েও।
তবে, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, অর্জুন সিং দলত্যাগ করায় কোনো ক্ষতি হবে না। কিন্তু দিলীপ ঘোষকে কটাক্ষ করে পাল্টা জবাব দেন অনুপম হাজরা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কোনো ক্ষতি হবে না বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে যে ক্ষতি হয়ে গেল সেটা মানতে শেখা উচিত।’
এদিকে, তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, বিজেপি এখন জনবিচ্ছিন্ন একটি দল, তাই কেউ সেখানে থাকতে চাইছে না।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৪ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৬ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৮ ঘণ্টা আগে