কলকাতা প্রতিনিধি

ভাঙন অব্যাহত রয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ ইউনিটে। সর্বশেষ লোকসভা সদস্য ও বিজেপি নেতা অর্জুন সিং তাঁর পুরোনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন। তাঁর তৃণমূলে যোগদান পশ্চিমবঙ্গ বিজেপিতে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। কল্পনা-জল্পনা শুরু হয়েছে আরও বড় ভাঙনের।
পশ্চিমবঙ্গ বিজেপিতে ভাঙনের মধ্যে সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে বিজেপির আরেক নেতা ও সাবেক লোকসভা সদস্য অনুপম হাজরার মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি দলীয় নেতৃত্বকে কটাক্ষ করেছেন। তৃণমূল নেতাদের দাবি—আরও অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বিশাল জয়ের পরই ভাঙন শুরু হয়েছে বিজেপি শিবিরে।
পশ্চিমবঙ্গে বিজেপিতে ভাঙন দেখা দিলেও জাতীয় পর্যায়ে দারুণ সময় পার করছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা দলীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে গত কয়েক বছর নির্বাচনে জয়লাভকে অভ্যাসে পরিণত করেছে বিজেপি। তবে, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। বিগত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন ধরাতে সক্ষম হলেও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর উল্টো ভাঙন শুরু হয়েছে বিজেপি শিবিরেই।
এর আগে, প্রথমে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় তৃণমূলে ফিরে আসেন। তারপর একে একে তৃণমূলে ফেরেন সাবেক মন্ত্রী ও লোকসভা সদস্য বাবুল সুপ্রিয়, সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, লোকসভার সদস্য সুনীল মণ্ডল থেকে শুরু করে একদল বিজেপি নেতা। এই তালিকায় সর্বশেষ সংযোজন অর্জুন সিং। অর্জুন সিংয়ের পর কল্পনা শুরু হয়েছে বিজেপির লোকসভা সদস্য লকেট চ্যাটার্জিকে নিয়েও।
তবে, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, অর্জুন সিং দলত্যাগ করায় কোনো ক্ষতি হবে না। কিন্তু দিলীপ ঘোষকে কটাক্ষ করে পাল্টা জবাব দেন অনুপম হাজরা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কোনো ক্ষতি হবে না বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে যে ক্ষতি হয়ে গেল সেটা মানতে শেখা উচিত।’
এদিকে, তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, বিজেপি এখন জনবিচ্ছিন্ন একটি দল, তাই কেউ সেখানে থাকতে চাইছে না।

ভাঙন অব্যাহত রয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ ইউনিটে। সর্বশেষ লোকসভা সদস্য ও বিজেপি নেতা অর্জুন সিং তাঁর পুরোনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন। তাঁর তৃণমূলে যোগদান পশ্চিমবঙ্গ বিজেপিতে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। কল্পনা-জল্পনা শুরু হয়েছে আরও বড় ভাঙনের।
পশ্চিমবঙ্গ বিজেপিতে ভাঙনের মধ্যে সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে বিজেপির আরেক নেতা ও সাবেক লোকসভা সদস্য অনুপম হাজরার মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি দলীয় নেতৃত্বকে কটাক্ষ করেছেন। তৃণমূল নেতাদের দাবি—আরও অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বিশাল জয়ের পরই ভাঙন শুরু হয়েছে বিজেপি শিবিরে।
পশ্চিমবঙ্গে বিজেপিতে ভাঙন দেখা দিলেও জাতীয় পর্যায়ে দারুণ সময় পার করছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা দলীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে গত কয়েক বছর নির্বাচনে জয়লাভকে অভ্যাসে পরিণত করেছে বিজেপি। তবে, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। বিগত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন ধরাতে সক্ষম হলেও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর উল্টো ভাঙন শুরু হয়েছে বিজেপি শিবিরেই।
এর আগে, প্রথমে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় তৃণমূলে ফিরে আসেন। তারপর একে একে তৃণমূলে ফেরেন সাবেক মন্ত্রী ও লোকসভা সদস্য বাবুল সুপ্রিয়, সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, লোকসভার সদস্য সুনীল মণ্ডল থেকে শুরু করে একদল বিজেপি নেতা। এই তালিকায় সর্বশেষ সংযোজন অর্জুন সিং। অর্জুন সিংয়ের পর কল্পনা শুরু হয়েছে বিজেপির লোকসভা সদস্য লকেট চ্যাটার্জিকে নিয়েও।
তবে, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, অর্জুন সিং দলত্যাগ করায় কোনো ক্ষতি হবে না। কিন্তু দিলীপ ঘোষকে কটাক্ষ করে পাল্টা জবাব দেন অনুপম হাজরা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কোনো ক্ষতি হবে না বলে নিজেদের সান্ত্বনা না দিয়ে যে ক্ষতি হয়ে গেল সেটা মানতে শেখা উচিত।’
এদিকে, তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, বিজেপি এখন জনবিচ্ছিন্ন একটি দল, তাই কেউ সেখানে থাকতে চাইছে না।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দৃঢ়ভাবে বলেছেন যে, তুরস্ক ও কাতারের কোনো সেনাকে তিনি গাজায় পা রাখতে দেবেন না। এর কয়েক দিন আগেই হোয়াইট হাউস ঘোষণা দেয়, গাজার যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থা তদারকির জন্য গঠিত একটি গুরুত্বপূর্ণ কমিটিতে এই দুই দেশের কর্মকর্তারা থাকবেন।
৭ মিনিট আগে
ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিহারের বিধায়ক নীতিন নবীন। এর আগে, তিনি বিজেপির ভারপ্রাপ্ত জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার নীতিন নতুন জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন।
১ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটক রাজ্যের পুলিশ ডিরেক্টর জেনারেল (সিভিল রাইটস এনফোর্সমেন্ট–ডিজিপি) রামচন্দ্র রাওকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সঙ্গে তাঁর আপত্তিকর অবস্থার একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
যুদ্ধ-পরবর্তী গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির পাশাপাশি বৈশ্বিক সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস বা শান্তি পরিষদে’ যোগ দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে