কলকাতা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। কলকাতার সায়েন্স সিটির কাছের একটি জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, বাংলাদেশি ওই যুবক আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার তাঁর মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহত যুবক বাংলাদেশি নাগরিক। তাঁর নাম দাউদ হোসেন উপল (২৩)। তিনি ঢাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কলকাতা পুলিশ বলছে, গতকাল বুধবার সকাল ৯টার দিকে সায়েন্স সিটির কাছে বরুণ সেনগুপ্ত মেট্রোরেল স্টেশনের সামনের জলাশয়ে ঝাঁপ দেন উপল। প্রত্যক্ষদর্শীরা দ্রুতই পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সাহায্যে জলাশয় থেকে উপলকে উদ্ধার করে প্রগতি ময়দান থানার পুলিশ।
পরে উপলকে নেওয়া হয় কলকাতার এনআরএস হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পানিতে ডুবেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ। তবে তাঁর কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
প্রাথমিক তদন্ত শেষে কলকাতা পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে কলকাতায় যান উপল। পশ্চিমবঙ্গের রাজধানীর নিউমার্কেট থানা এলাকার একটি হোটেলে ওঠেন। সেখান থেকে কী উদ্দেশ্যে সায়েন্স সিটির দিকে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
উপলের পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছে কলকাতা পুলিশ। মৃত্যুর খবর দেওয়া হয়েছে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসেও। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। কলকাতার সায়েন্স সিটির কাছের একটি জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, বাংলাদেশি ওই যুবক আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার তাঁর মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহত যুবক বাংলাদেশি নাগরিক। তাঁর নাম দাউদ হোসেন উপল (২৩)। তিনি ঢাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কলকাতা পুলিশ বলছে, গতকাল বুধবার সকাল ৯টার দিকে সায়েন্স সিটির কাছে বরুণ সেনগুপ্ত মেট্রোরেল স্টেশনের সামনের জলাশয়ে ঝাঁপ দেন উপল। প্রত্যক্ষদর্শীরা দ্রুতই পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সাহায্যে জলাশয় থেকে উপলকে উদ্ধার করে প্রগতি ময়দান থানার পুলিশ।
পরে উপলকে নেওয়া হয় কলকাতার এনআরএস হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পানিতে ডুবেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ। তবে তাঁর কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
প্রাথমিক তদন্ত শেষে কলকাতা পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে কলকাতায় যান উপল। পশ্চিমবঙ্গের রাজধানীর নিউমার্কেট থানা এলাকার একটি হোটেলে ওঠেন। সেখান থেকে কী উদ্দেশ্যে সায়েন্স সিটির দিকে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
উপলের পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছে কলকাতা পুলিশ। মৃত্যুর খবর দেওয়া হয়েছে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসেও। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

হাসান আলী প্রশ্ন করেন—কেন তাঁর বাবাকে দুই দেশের মধ্যে এভাবে ছোড়াছুড়ি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার দেশ আমার বাবাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ তাঁকে দুইবার ফেরত পাঠিয়েছে। তাহলে আমাদের দেশ কোনটা? আমাদের দেশ আছে কি?’
১০ মিনিট আগে
লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে সোমালিয়া সরকার। গতকাল সোমবার মোগাদিসু সরকার এই ঘোষণা দিয়ে পারস্য উপসাগরীয় দেশটিকে তাদের সামরিক ঘাঁটি ও প্রধান বন্দর অবকাঠামো থেকে বহিষ্কার করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ইরানি সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, তখন প্রশাসন জানিয়েছে যে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ‘বিমান হামলা’ অন্যতম।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য করা যেকোনো দেশের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। দেশটিতে বিক্ষোভ সহিংসভাবে দমনের কারণে তেহরান সরকারের ওপর চাপ বাড়াতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
২ ঘণ্টা আগে