কলকাতা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। কলকাতার সায়েন্স সিটির কাছের একটি জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, বাংলাদেশি ওই যুবক আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার তাঁর মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহত যুবক বাংলাদেশি নাগরিক। তাঁর নাম দাউদ হোসেন উপল (২৩)। তিনি ঢাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কলকাতা পুলিশ বলছে, গতকাল বুধবার সকাল ৯টার দিকে সায়েন্স সিটির কাছে বরুণ সেনগুপ্ত মেট্রোরেল স্টেশনের সামনের জলাশয়ে ঝাঁপ দেন উপল। প্রত্যক্ষদর্শীরা দ্রুতই পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সাহায্যে জলাশয় থেকে উপলকে উদ্ধার করে প্রগতি ময়দান থানার পুলিশ।
পরে উপলকে নেওয়া হয় কলকাতার এনআরএস হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পানিতে ডুবেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ। তবে তাঁর কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
প্রাথমিক তদন্ত শেষে কলকাতা পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে কলকাতায় যান উপল। পশ্চিমবঙ্গের রাজধানীর নিউমার্কেট থানা এলাকার একটি হোটেলে ওঠেন। সেখান থেকে কী উদ্দেশ্যে সায়েন্স সিটির দিকে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
উপলের পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছে কলকাতা পুলিশ। মৃত্যুর খবর দেওয়া হয়েছে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসেও। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। কলকাতার সায়েন্স সিটির কাছের একটি জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, বাংলাদেশি ওই যুবক আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার তাঁর মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহত যুবক বাংলাদেশি নাগরিক। তাঁর নাম দাউদ হোসেন উপল (২৩)। তিনি ঢাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কলকাতা পুলিশ বলছে, গতকাল বুধবার সকাল ৯টার দিকে সায়েন্স সিটির কাছে বরুণ সেনগুপ্ত মেট্রোরেল স্টেশনের সামনের জলাশয়ে ঝাঁপ দেন উপল। প্রত্যক্ষদর্শীরা দ্রুতই পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সাহায্যে জলাশয় থেকে উপলকে উদ্ধার করে প্রগতি ময়দান থানার পুলিশ।
পরে উপলকে নেওয়া হয় কলকাতার এনআরএস হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পানিতে ডুবেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ। তবে তাঁর কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
প্রাথমিক তদন্ত শেষে কলকাতা পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে কলকাতায় যান উপল। পশ্চিমবঙ্গের রাজধানীর নিউমার্কেট থানা এলাকার একটি হোটেলে ওঠেন। সেখান থেকে কী উদ্দেশ্যে সায়েন্স সিটির দিকে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
উপলের পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছে কলকাতা পুলিশ। মৃত্যুর খবর দেওয়া হয়েছে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসেও। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সুরক্ষিত এলাকায় চীনা মালিকানাধীন একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ১ চীনা নাগরিক ও ছয় আফগান নিহত হয়েছেন। এই ঘটনায় এক শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
২৩ মিনিট আগে
গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৯ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৯ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
১২ ঘণ্টা আগে