আজকের পত্রিকা ডেস্ক

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদি বলেছেন, ভারতের আক্রমণে দিশাহারা হয়ে পাকিস্তান বাঁচার জন্য দ্বারে দ্বারে ঘুরেছে। শেষ পর্যন্ত ভারতের সামরিক বাহিনীর (ডিজিএমও) শরণাপন্ন হয়ে যুদ্ধ থামাতে অনুরোধ করে। ভারত সাময়িকভাবে সেই অনুরোধ মেনে নিয়ে প্রত্যাঘাত স্থগিত রেখেছে। সোমবার (১২ মে) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
গত শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। যুদ্ধবিরতি নিয়ে মোদি বলেন, পাকিস্তানের অনুরোধে ভারত প্রত্যাঘাত স্থগিত রেখেছে শুধু। এ সময়ে ‘সন্ত্রাসবাদীদের’ প্রতি পাকিস্তানের আচরণ লক্ষ করা হবে। ‘সন্ত্রাসবাদে’ পাকিস্তানের মদদ বন্ধ না হলে ভবিষ্যতে আবার উপযুক্ত জবাব দেওয়া হবে। এ সময় পারমাণবিক অস্ত্রের তোয়াক্কাও করা হবে না এবং ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ও সহ্য করা হবে না।
যুক্তরাষ্ট্রের চাপে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে— এমন বক্তব্য নাকচ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সঙ্গ না দিয়ে পাকিস্তান ভুল করেছে। তারা উল্টো ভারতের স্কুল, হাসপাতাল, সাধারণ মানুষের ঘরবাড়ি, উপাসনালয়ে হামলা চালিয়েছে, সেখানেও ব্যর্থ তারা। তাদের ক্ষেপণাস্ত্র-ড্রোন আকাশেই অকেজো করে দেওয়া হয়েছে।
নরেন্দ্র মোদি বলেন, ‘ভারতের আক্রমণে দিশাহারা পাকিস্তান বাঁচার জন্য দ্বারে দ্বারে ঘুরেছে। শেষ পর্যন্ত ১০ মে তারা ভারতের সামরিক বাহিনীর (ডিজিএমও) শরণাপন্ন হয়। সেই অনুরোধ ভারত মেনে নিয়েছে। কিন্তু এটা জানানো প্রয়োজন, ভারত সাময়িকভাবে আক্রমণ স্থগিত রেখেছে শুধু।’
ভারতের পুরোনো নীতির কথা মনে করিয়ে দিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। রক্ত ও পানি একসঙ্গে বইতে পারে না। ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হলে তা হবে সন্ত্রাসবাদ দমন নিয়ে। আলোচনা হলে তা হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরত পাওয়া নিয়ে।’
এটি যেমন যুদ্ধের যুগ নয়, তেমনই সন্ত্রাসবাদের যুগও নয় উল্লেখ করে মোদি বলেন, ‘পাকিস্তান সরকার ও পাকিস্তান সেনাবাহিনী যেভাবে সন্ত্রাসীদের মদদ দিয়ে চলছে, তাতে একদিন তারা নিজেরাই শেষ হয়ে যাবে। তাদের বুঝতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে তারা যদি লড়তে না পারে, তাহলে শান্তিতে থাকতে পারবে না।’

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদি বলেছেন, ভারতের আক্রমণে দিশাহারা হয়ে পাকিস্তান বাঁচার জন্য দ্বারে দ্বারে ঘুরেছে। শেষ পর্যন্ত ভারতের সামরিক বাহিনীর (ডিজিএমও) শরণাপন্ন হয়ে যুদ্ধ থামাতে অনুরোধ করে। ভারত সাময়িকভাবে সেই অনুরোধ মেনে নিয়ে প্রত্যাঘাত স্থগিত রেখেছে। সোমবার (১২ মে) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
গত শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। যুদ্ধবিরতি নিয়ে মোদি বলেন, পাকিস্তানের অনুরোধে ভারত প্রত্যাঘাত স্থগিত রেখেছে শুধু। এ সময়ে ‘সন্ত্রাসবাদীদের’ প্রতি পাকিস্তানের আচরণ লক্ষ করা হবে। ‘সন্ত্রাসবাদে’ পাকিস্তানের মদদ বন্ধ না হলে ভবিষ্যতে আবার উপযুক্ত জবাব দেওয়া হবে। এ সময় পারমাণবিক অস্ত্রের তোয়াক্কাও করা হবে না এবং ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ও সহ্য করা হবে না।
যুক্তরাষ্ট্রের চাপে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে— এমন বক্তব্য নাকচ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সঙ্গ না দিয়ে পাকিস্তান ভুল করেছে। তারা উল্টো ভারতের স্কুল, হাসপাতাল, সাধারণ মানুষের ঘরবাড়ি, উপাসনালয়ে হামলা চালিয়েছে, সেখানেও ব্যর্থ তারা। তাদের ক্ষেপণাস্ত্র-ড্রোন আকাশেই অকেজো করে দেওয়া হয়েছে।
নরেন্দ্র মোদি বলেন, ‘ভারতের আক্রমণে দিশাহারা পাকিস্তান বাঁচার জন্য দ্বারে দ্বারে ঘুরেছে। শেষ পর্যন্ত ১০ মে তারা ভারতের সামরিক বাহিনীর (ডিজিএমও) শরণাপন্ন হয়। সেই অনুরোধ ভারত মেনে নিয়েছে। কিন্তু এটা জানানো প্রয়োজন, ভারত সাময়িকভাবে আক্রমণ স্থগিত রেখেছে শুধু।’
ভারতের পুরোনো নীতির কথা মনে করিয়ে দিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। রক্ত ও পানি একসঙ্গে বইতে পারে না। ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হলে তা হবে সন্ত্রাসবাদ দমন নিয়ে। আলোচনা হলে তা হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরত পাওয়া নিয়ে।’
এটি যেমন যুদ্ধের যুগ নয়, তেমনই সন্ত্রাসবাদের যুগও নয় উল্লেখ করে মোদি বলেন, ‘পাকিস্তান সরকার ও পাকিস্তান সেনাবাহিনী যেভাবে সন্ত্রাসীদের মদদ দিয়ে চলছে, তাতে একদিন তারা নিজেরাই শেষ হয়ে যাবে। তাদের বুঝতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে তারা যদি লড়তে না পারে, তাহলে শান্তিতে থাকতে পারবে না।’

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
২ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে