বাংলাদেশে পাচারের জন্য ভারতের রাজস্থান রাজ্যের একটি দোকান থেকে বেশ কয়েকটি আইফোন চুরি করেছিল একটি চক্র, যার বাজারমূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি রুপি। জয়পুর পুলিশ সম্প্রতি সেই চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, গত ৬ নভেম্বর একটি স্থানীয় মোবাইল ফোনের দোকান থেকে আইফোনগুলো চুরি করে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ আটক করা ব্যক্তিদের কাছ থেকে ৩ লাখ ৮৫ হাজার রুপি নগদ ও চুরি করার জন্য ব্যবহৃত একটি ভাড়া করা গাড়ি উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, আটককৃতদের একজন সাফান খান ওই মোবাইল দোকানের মালিক রামিন্দর সিং মাখিজার পুরোনো বন্ধু।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোবাইল ফোনের দোকানের মালিক মাখিজা মধ্যপ্রদেশেরে ইন্দোরে ১০ বছর আগে যখন কাজ করতেন, তখন সাফান খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। মাখিজা জয়পুরে একটি মোবাইল ফোনের শোরুম খোলার পর সাফান সেই দোকান দেখতে আসেন এবং চুরির পরিকল্পনা করেন। এরপর সাফান মুম্বাইয়ে তাঁর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে চুরি করা আইফোনগুলো বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেন।
পুলিশ জানিয়েছে, মূল পরিকল্পনাকারী সাফান খান (৩০), রাম্ভারোজ পাতিল (২৭), যতীন হাদা (১৮) এবং রাজেশ আলিয়া খান (৪৫)—সবাই মধ্যপ্রদেশের বাসিন্দা। এ ছাড়া, চুরি করা মোবাইল ফোন কেনার অভিযোগে সামির আহমেদ শেখ (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে।
জয়পুর পুলিশের কমিশনার বিজু জর্জ জোসেফ বলেন, ‘রামিন্দর সিং মাখিজার মোবাইল ফোনের একটি শোরুম রয়েছে। নাম হটস্পট। এটি জয়পুরের জওহরনগরের পঞ্চবটি সার্কেলে অবস্থিত। গত ৬ নভেম্বর সকালে মুখোশ পরা তিন ব্যক্তি প্রথমে শোরুমের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শোরুম থেকে ১২০টি নতুন আইফোন এবং প্রায় ১৫০টি পুরোনো আইফোন, আইপ্যাড, ম্যাকবুক ইত্যাদি চুরি করে। চুরি যাওয়া পণ্যের মূল্য প্রায় ২ কোটি রুপি।’
চুরির পুরো ঘটনা শোরুমের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চোরদের গতিবিধি শনাক্ত করে। চুরির পর অপরাধীরা একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পুলিশ আরও জানতে পেরেছে যে, চোরেরা ৫০ কিলোমিটার পর বাইকটি ছেড়ে দিয়ে একটি ভাড়া গাড়িতে চড়ে পালিয়ে যায়।
গাড়িটির রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, গাড়িটি রাজস্থানের প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশের ইন্দোরের একটি এজেন্সি থেকে ভাড়া করা হয়েছিল। পরে চোরদের শনাক্ত করে আটক করা হয়। আটককৃতরা পুলিশকে জানিয়েছে, চুরি করা পণ্যগুলো মুম্বাইয়ের সামির আহমেদ শেখের কাছে বিক্রি করার কথা ছিল। এরপর পুলিশের একটি দল মুম্বাইয়ে সামির শেখকে গ্রেপ্তার করে।
সামিরকে আটকের পাশাপাশি তাঁর কাছ থেকে প্রায় দেড় কোটি রুপির চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সামির জানান, চুরি যাওয়া আইফোনগুলো বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছিল এবং চুরির আগেই এ ব্যাপারে তাদের চুক্তি হয়েছিল।
বাংলাদেশে পাচারের জন্য ভারতের রাজস্থান রাজ্যের একটি দোকান থেকে বেশ কয়েকটি আইফোন চুরি করেছিল একটি চক্র, যার বাজারমূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি রুপি। জয়পুর পুলিশ সম্প্রতি সেই চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, গত ৬ নভেম্বর একটি স্থানীয় মোবাইল ফোনের দোকান থেকে আইফোনগুলো চুরি করে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ আটক করা ব্যক্তিদের কাছ থেকে ৩ লাখ ৮৫ হাজার রুপি নগদ ও চুরি করার জন্য ব্যবহৃত একটি ভাড়া করা গাড়ি উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, আটককৃতদের একজন সাফান খান ওই মোবাইল দোকানের মালিক রামিন্দর সিং মাখিজার পুরোনো বন্ধু।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোবাইল ফোনের দোকানের মালিক মাখিজা মধ্যপ্রদেশেরে ইন্দোরে ১০ বছর আগে যখন কাজ করতেন, তখন সাফান খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। মাখিজা জয়পুরে একটি মোবাইল ফোনের শোরুম খোলার পর সাফান সেই দোকান দেখতে আসেন এবং চুরির পরিকল্পনা করেন। এরপর সাফান মুম্বাইয়ে তাঁর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে চুরি করা আইফোনগুলো বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেন।
পুলিশ জানিয়েছে, মূল পরিকল্পনাকারী সাফান খান (৩০), রাম্ভারোজ পাতিল (২৭), যতীন হাদা (১৮) এবং রাজেশ আলিয়া খান (৪৫)—সবাই মধ্যপ্রদেশের বাসিন্দা। এ ছাড়া, চুরি করা মোবাইল ফোন কেনার অভিযোগে সামির আহমেদ শেখ (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে।
জয়পুর পুলিশের কমিশনার বিজু জর্জ জোসেফ বলেন, ‘রামিন্দর সিং মাখিজার মোবাইল ফোনের একটি শোরুম রয়েছে। নাম হটস্পট। এটি জয়পুরের জওহরনগরের পঞ্চবটি সার্কেলে অবস্থিত। গত ৬ নভেম্বর সকালে মুখোশ পরা তিন ব্যক্তি প্রথমে শোরুমের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শোরুম থেকে ১২০টি নতুন আইফোন এবং প্রায় ১৫০টি পুরোনো আইফোন, আইপ্যাড, ম্যাকবুক ইত্যাদি চুরি করে। চুরি যাওয়া পণ্যের মূল্য প্রায় ২ কোটি রুপি।’
চুরির পুরো ঘটনা শোরুমের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চোরদের গতিবিধি শনাক্ত করে। চুরির পর অপরাধীরা একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পুলিশ আরও জানতে পেরেছে যে, চোরেরা ৫০ কিলোমিটার পর বাইকটি ছেড়ে দিয়ে একটি ভাড়া গাড়িতে চড়ে পালিয়ে যায়।
গাড়িটির রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, গাড়িটি রাজস্থানের প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশের ইন্দোরের একটি এজেন্সি থেকে ভাড়া করা হয়েছিল। পরে চোরদের শনাক্ত করে আটক করা হয়। আটককৃতরা পুলিশকে জানিয়েছে, চুরি করা পণ্যগুলো মুম্বাইয়ের সামির আহমেদ শেখের কাছে বিক্রি করার কথা ছিল। এরপর পুলিশের একটি দল মুম্বাইয়ে সামির শেখকে গ্রেপ্তার করে।
সামিরকে আটকের পাশাপাশি তাঁর কাছ থেকে প্রায় দেড় কোটি রুপির চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সামির জানান, চুরি যাওয়া আইফোনগুলো বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছিল এবং চুরির আগেই এ ব্যাপারে তাদের চুক্তি হয়েছিল।
চলতি বছরের প্রথম তিন মাসে বিশ্ব শীর্ষ ধনকুবের ইলন মাস্কের অন্যতম ব্যবসা টেসলার মুনাফায় ব্যাপক ধস নেমেছে। আর এতেই টনক নড়েছে মাস্কের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে নিজের ভূমিকা কমিয়ে ব্যবসায় আরও বেশি মনযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য
২৫ মিনিট আগেআইবির এই কর্মকর্তা লিভ ট্র্যাভেল কনসেশন (এলটিসি)–এর অধীনে পরিবারের সঙ্গে কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন। অন্য বহু পর্যটকের সঙ্গে তাঁরা পহেলগামের বাইসারান উপত্যকায় (‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত) ছিলেন। ওই সময় অস্ত্রধারীরা তাঁদের ওপর হামলা করে।
১ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের মৃত্যুতে সামাজিক মাধ্যমে ইসরায়েলের সরকারি অ্যাকাউন্ট থেকে শোকবার্তা প্রকাশ করা হয়েছিল। তবে পরে তা মুছে ফেলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও জল্পনা। যদিও ইসরায়েল সরকার এই শোকবার্তা মুছে ফেলার কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি।
১ ঘণ্টা আগেনতুন হাইড্রোজেন বোমা বানিয়েছে চীন। তবে এই বোমাটি পারমাণবিক নয়, অ-পারমাণবিক। পারমাণবিক বোমার তুলনায় এই বোমার পার্থক্য হলো এটি আকারে বেশ ছোট হয়েও অনেক বেশি তাপ উৎপাদন করতে পারে। তবে পারমাণবিক বোমার তুলনায় এই বোমার শক্তি যথেষ্ট কম। হংকংভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন...
২ ঘণ্টা আগে