Ajker Patrika

সীমান্তে এবার ভারতীয়কেই গুলি করল বিএসএফ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ২৩
সীমান্তে এবার ভারতীয়কেই গুলি করল বিএসএফ
ফাইল ছবি

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন এক ভারতীয়। গতকাল মঙ্গলবার ভারত ফেরার সময় ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ তাঁকে গুলি করেছে। বিএসএফ কর্মকর্তাদের মতে, আকতার জামাল রনি নামে ওই ব্যক্তি গত সোমবার একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে গিয়েছিলেন।

বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের মতে, রনির সঙ্গে এক নারীও ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী প্রথমে তাঁদের বাংলাদেশ দিক থেকে সীমান্তের বেড়ার দিকে আসতে দেখে। কর্মকর্তাদের বারবার সতর্কবার্তা সত্ত্বেও তাঁরা বেড়া পার হওয়ার চেষ্টা করেন এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এমনকি তাঁরা একজন নিরাপত্তারক্ষীর পাম্প অ্যাকশন গান (পিএজি) কেড়ে নেওয়ারও চেষ্টা করেন বলে কর্মকর্তারা দাবি করেন।

বিএসএফের দাবি, আত্মরক্ষার জন্য এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রক্রিয়া (এওপি) অনুসরণ করে, এক নিরাপত্তা রক্ষী তাঁদের দিকে একটি গুলি ছোড়েন।

পুরুষটি আহত হলেও, ওই নারী একটি পাশের গ্রামে পালিয়ে যেতে সক্ষম হন। আহত ব্যক্তিকে আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন বলে জানিয়েছেন বিএসএফ কর্মকর্তারা।

কর্তৃপক্ষ জানায়, এই দু’জন পশ্চিমবঙ্গের পুটিয়া গ্রামের বাসিন্দা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত