
মহারাষ্ট্রের রাজনীতিতে আবারও নতুন মোড়। বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ সিন্ধে। মহারাষ্ট্র বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ নিজেই আজ বৃহস্পতিবার একনাথের মুখ্যমন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দল শিবসেনা থেকে বিদ্রোহী নেতা একনাথ সিন্ধের নেতৃত্বে বেশ কয়েকজন বিধায়ক পক্ষ ত্যাগ করেন। একনাথের পক্ষে সব মিলিয়ে ৩৯ জন বিধায়ক রয়েছেন বলে দাবি তাদের।
দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, ‘আমি সরকারকে সুন্দরভাবে চালিয়ে নিতে সরকারের বাইরে থাকব।’ এ সময় তিনি ঘোষণা করেন, একনাথ সিন্ধে স্থানীয় সময় আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শপথ গ্রহণ করবেন। এদিন আর কোনো মন্ত্রী শপথ গ্রহণ করবেন না বলেও জানিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ।
এর আগে, আজ স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে রাজ্য গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ এবং সাবেক শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ সিন্ধে। এ সময় তাঁরা গভর্নরকে নতুন সরকার গঠনের বিষয়ে অবহিত করেন।
৯ দিন আগে একনাথ সিন্ধের নেতৃত্বে শিবসেনার বেশ কয়েকজন বিধায়ক মহারাষ্ট্র ছেড়ে গুজরাটের সুরাটে চলে যান। পরে সেখানে থেকে তাঁরা চলে যান আসামের গুয়াহাটিতে। সেখানে একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করেন বেশ কয়েক দিন। পরে গুয়াহাটিতে আরও কয়েকজন শিবসেনা বিধায়ক একনাথ সিন্ধের দলে যোগ দেন। সব মিলিয়ে একনাথ সিন্ধের পক্ষের বিধায়কের সংখ্যা দাঁড়ায় ৩৯ জনে।
ফলে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারান রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। পরে গতকাল বুধবার রাতে তিনি এক ভাষণে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এরই পরিপ্রেক্ষিতে বিজেপি দাবি করে তাদের জোটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৭০ জন বিধায়কের প্রয়োজনীয় সমর্থন রয়েছে।

মহারাষ্ট্রের রাজনীতিতে আবারও নতুন মোড়। বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ সিন্ধে। মহারাষ্ট্র বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ নিজেই আজ বৃহস্পতিবার একনাথের মুখ্যমন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দল শিবসেনা থেকে বিদ্রোহী নেতা একনাথ সিন্ধের নেতৃত্বে বেশ কয়েকজন বিধায়ক পক্ষ ত্যাগ করেন। একনাথের পক্ষে সব মিলিয়ে ৩৯ জন বিধায়ক রয়েছেন বলে দাবি তাদের।
দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, ‘আমি সরকারকে সুন্দরভাবে চালিয়ে নিতে সরকারের বাইরে থাকব।’ এ সময় তিনি ঘোষণা করেন, একনাথ সিন্ধে স্থানীয় সময় আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শপথ গ্রহণ করবেন। এদিন আর কোনো মন্ত্রী শপথ গ্রহণ করবেন না বলেও জানিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ।
এর আগে, আজ স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে রাজ্য গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ এবং সাবেক শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ সিন্ধে। এ সময় তাঁরা গভর্নরকে নতুন সরকার গঠনের বিষয়ে অবহিত করেন।
৯ দিন আগে একনাথ সিন্ধের নেতৃত্বে শিবসেনার বেশ কয়েকজন বিধায়ক মহারাষ্ট্র ছেড়ে গুজরাটের সুরাটে চলে যান। পরে সেখানে থেকে তাঁরা চলে যান আসামের গুয়াহাটিতে। সেখানে একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করেন বেশ কয়েক দিন। পরে গুয়াহাটিতে আরও কয়েকজন শিবসেনা বিধায়ক একনাথ সিন্ধের দলে যোগ দেন। সব মিলিয়ে একনাথ সিন্ধের পক্ষের বিধায়কের সংখ্যা দাঁড়ায় ৩৯ জনে।
ফলে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারান রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। পরে গতকাল বুধবার রাতে তিনি এক ভাষণে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এরই পরিপ্রেক্ষিতে বিজেপি দাবি করে তাদের জোটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৭০ জন বিধায়কের প্রয়োজনীয় সমর্থন রয়েছে।

গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের আবহের মধ্যেই ২০২৫ সালে ৬৯ হাজারেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। গতকাল বুধবার প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলে অভিবাসনের ভারসাম্য ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে।
২৯ মিনিট আগে
জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরের প্রথম মুসলিম এবং কয়েক প্রজন্মের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে ইতিহাস গড়লেন। আজ বৃহস্পতিবার পবিত্র কোরআন ছুঁয়ে তিনি শপথ গ্রহণ করেন।
১ ঘণ্টা আগে
ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসীর জন্য সবটুকু আশার আলো যেন নিভে যেতে বসেছে। উপত্যকার কয়েক ডজন আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা ওই অঞ্চলে জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রমকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বুধবার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তির লক্ষ্যমাত্রা থেকে তাঁর দেশ আর মাত্র ‘১০ শতাংশ’ দূরে। তবে তিনি সতর্ক করে বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত এবং মস্কোকে পুরস্কৃত করার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে