
সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক গড়ার এক পর্যায়ে তিক্ততা তৈরি হলে পুরুষ সঙ্গীর বিরুদ্ধে নারীদের ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের’ মামলা করার চলমান প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এক আপিল নিষ্পত্তি করে রায় দেওয়ার সময় এই পর্যবেক্ষণ তুলে ধরেন সর্বোচ্চ আদালত। আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিচারপতি বিবি নাগরত্ন ও এন কোটীশ্বর সিংয়ের বেঞ্চে গতকাল মঙ্গলবার ভুক্তভোগী এক পুরুষের পক্ষে আপিল আবেদন শুনানি হয়। সম্মতির ভিত্তিতে ৯ বছরের সম্পর্কের অবসানের তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন সঙ্গী নারী। আদালত তাঁর আবেদন গ্রহণ করে ওই মামলার এজাহার খারিজের আদেশ দেন।
আবেদনের শুনানি শেষে আদালত বলেন, অধিকাংশ মামলার ক্ষেত্রে দেখা যায়, দুজনের সম্মতিতে দীর্ঘদিন একসঙ্গে থেকেছেন। কিন্তু যখন সম্পর্ক খারাপ হয়, তখন নারী সঙ্গী পুরুষ সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে বিষয়টিকে ‘অপরাধমূলক হিসেবে দেখানোর চেষ্টা করেন’। কিন্তু দীর্ঘমেয়াদী শারীরিক সম্পর্কের সময় নারী সঙ্গীর পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা বিয়ের দাবি না থাকা ‘সম্মতিসূচক সম্পর্কেরই’ সাক্ষ্য দেয়।
‘সম্মতিসূচক সম্পর্ক’ ও ‘মিথ্যা বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে সম্পর্কের’ মধ্যে পার্থক্য করার উপর জোর দিয়ে আদালত বলেন, বিয়ের প্রতিশ্রুতি ছাড়াও ব্যক্তিগত আবেগ বা অন্য কোনো কারণেও নারী পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারেন। সেক্ষেত্রে শারীরিক সম্পর্কে দুটি প্রেক্ষাপট সৃষ্টি হয়। একটিতে উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে সম্পর্ক যা অপরাধমূলক নয়। অন্যটি মিথ্যা প্রতিশ্রুতির ভিত্তিতে সম্পর্ক, যা প্রতারণাপ্রসূত এবং দণ্ডযোগ্য অপরাধ।
ভুক্তভোগী ওই ব্যক্তি এর আগে বোম্বে হাই কোর্টে আবেদন করলেও সেটা খারিজ হয়েছে। তিনি তখন হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন। সেই আপিল শুনে গতকাল আদালত তাঁর পক্ষে রায় দেন।

সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক গড়ার এক পর্যায়ে তিক্ততা তৈরি হলে পুরুষ সঙ্গীর বিরুদ্ধে নারীদের ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের’ মামলা করার চলমান প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এক আপিল নিষ্পত্তি করে রায় দেওয়ার সময় এই পর্যবেক্ষণ তুলে ধরেন সর্বোচ্চ আদালত। আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিচারপতি বিবি নাগরত্ন ও এন কোটীশ্বর সিংয়ের বেঞ্চে গতকাল মঙ্গলবার ভুক্তভোগী এক পুরুষের পক্ষে আপিল আবেদন শুনানি হয়। সম্মতির ভিত্তিতে ৯ বছরের সম্পর্কের অবসানের তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন সঙ্গী নারী। আদালত তাঁর আবেদন গ্রহণ করে ওই মামলার এজাহার খারিজের আদেশ দেন।
আবেদনের শুনানি শেষে আদালত বলেন, অধিকাংশ মামলার ক্ষেত্রে দেখা যায়, দুজনের সম্মতিতে দীর্ঘদিন একসঙ্গে থেকেছেন। কিন্তু যখন সম্পর্ক খারাপ হয়, তখন নারী সঙ্গী পুরুষ সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে বিষয়টিকে ‘অপরাধমূলক হিসেবে দেখানোর চেষ্টা করেন’। কিন্তু দীর্ঘমেয়াদী শারীরিক সম্পর্কের সময় নারী সঙ্গীর পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা বিয়ের দাবি না থাকা ‘সম্মতিসূচক সম্পর্কেরই’ সাক্ষ্য দেয়।
‘সম্মতিসূচক সম্পর্ক’ ও ‘মিথ্যা বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে সম্পর্কের’ মধ্যে পার্থক্য করার উপর জোর দিয়ে আদালত বলেন, বিয়ের প্রতিশ্রুতি ছাড়াও ব্যক্তিগত আবেগ বা অন্য কোনো কারণেও নারী পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারেন। সেক্ষেত্রে শারীরিক সম্পর্কে দুটি প্রেক্ষাপট সৃষ্টি হয়। একটিতে উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে সম্পর্ক যা অপরাধমূলক নয়। অন্যটি মিথ্যা প্রতিশ্রুতির ভিত্তিতে সম্পর্ক, যা প্রতারণাপ্রসূত এবং দণ্ডযোগ্য অপরাধ।
ভুক্তভোগী ওই ব্যক্তি এর আগে বোম্বে হাই কোর্টে আবেদন করলেও সেটা খারিজ হয়েছে। তিনি তখন হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন। সেই আপিল শুনে গতকাল আদালত তাঁর পক্ষে রায় দেন।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
২ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৩ ঘণ্টা আগে