
খাদ্যনিরাপত্তাকে প্রাধান্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের বৃহৎ অর্থনীতির ২০টি দেশের জোট জি-২০-এর সম্মেলন। গতকাল মঙ্গলবার বালিতে সম্মেলনের উদ্বোধন করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মধ্যে কথোপকথন হয়েছে। নরেন্দ্র মোদি ও ঋষি সুনাকের সাক্ষাতের বিষয়টি টুইটারে নিশ্চিত করেছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়।
এদিকে নরেন্দ্র মোদি ও ঋষি সুনাকের সাক্ষাতের কয়েক ঘণ্টা পরই ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে, প্রতিবছর ভারত থেকে ৩ হাজার তরুণ পেশাজীবী নেবে যুক্তরাজ্য। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জি-২০ সম্মেলনে নরেন্দ্র মোদি ও ঋষি সুনাকের সাক্ষাতের কয়েক ঘণ্টা পরই ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ব্রিটিশ সরকার বলছে, ভারতই প্রথম ভিসা ন্যাশনাল দেশ হিসেবে এই সুবিধা পাচ্ছে। এর ফলে ভারতের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দুই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপনে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
ব্রিটিশ সরকার জানায়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের যেকোনো দেশের তুলনায় ভারতের সঙ্গে আমাদের বেশি যোগাযোগ রয়েছে। যুক্তরাজ্যের মোট আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রায় এক-চতুর্থাংশই ভারতের।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় এক টুইট বার্তায় জানিয়েছে, আজ ইউকে-ইন্ডিয়া চুক্তি নিশ্চিত হলো। এই চুক্তির আওতায় ১৮–৩০ বছর বয়সী সনদধারী ৩০ হাজার ভারতীয় প্রতিবছর যুক্তরাজ্যে এসে দুই বছর তরুণ পেশাজীবী হিসেবে কাজ করতে পারবেন।
এর আগে গত বছর যুক্তরাজ্য-ভারত অভিবাসন ও মোবিলিটি পার্টনারশিপ চুক্তি হয়।

খাদ্যনিরাপত্তাকে প্রাধান্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের বৃহৎ অর্থনীতির ২০টি দেশের জোট জি-২০-এর সম্মেলন। গতকাল মঙ্গলবার বালিতে সম্মেলনের উদ্বোধন করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মধ্যে কথোপকথন হয়েছে। নরেন্দ্র মোদি ও ঋষি সুনাকের সাক্ষাতের বিষয়টি টুইটারে নিশ্চিত করেছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়।
এদিকে নরেন্দ্র মোদি ও ঋষি সুনাকের সাক্ষাতের কয়েক ঘণ্টা পরই ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে, প্রতিবছর ভারত থেকে ৩ হাজার তরুণ পেশাজীবী নেবে যুক্তরাজ্য। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জি-২০ সম্মেলনে নরেন্দ্র মোদি ও ঋষি সুনাকের সাক্ষাতের কয়েক ঘণ্টা পরই ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ব্রিটিশ সরকার বলছে, ভারতই প্রথম ভিসা ন্যাশনাল দেশ হিসেবে এই সুবিধা পাচ্ছে। এর ফলে ভারতের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দুই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপনে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
ব্রিটিশ সরকার জানায়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের যেকোনো দেশের তুলনায় ভারতের সঙ্গে আমাদের বেশি যোগাযোগ রয়েছে। যুক্তরাজ্যের মোট আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রায় এক-চতুর্থাংশই ভারতের।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় এক টুইট বার্তায় জানিয়েছে, আজ ইউকে-ইন্ডিয়া চুক্তি নিশ্চিত হলো। এই চুক্তির আওতায় ১৮–৩০ বছর বয়সী সনদধারী ৩০ হাজার ভারতীয় প্রতিবছর যুক্তরাজ্যে এসে দুই বছর তরুণ পেশাজীবী হিসেবে কাজ করতে পারবেন।
এর আগে গত বছর যুক্তরাজ্য-ভারত অভিবাসন ও মোবিলিটি পার্টনারশিপ চুক্তি হয়।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৪ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৫ ঘণ্টা আগে