
ভারতের উত্তর প্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার রাজ্যের বিধানসভা ভোটের মনোনয়ন জমা দিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে গোরক্ষপুর আরবান আসনের এই হেভিওয়েট প্রার্থী দাখিল করেছেন হলফনামাও। সেখানে তাঁকে জানাতে হয়েছে তাঁর মোট বিষয় সম্পত্তির পরিমাণও। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এমনটি বলা হয়।
আগামী ৩ মার্চ উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের ভোট। নির্বাচনী হলফনামায় যোগী জানিয়েছেন, তাঁর স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মোট মূল্য দেড় কোটি রুপির কিছু বেশি। যোগীর দেওয়া হিসাব অনুযায়ী ছয়টি ব্যাংক অ্যাকাউন্টে তাঁর ১ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার ৫৪ রুপি জমা রয়েছে। ছয়টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিল্লির স্টেট ব্যাংকের পার্লামেন্ট হাউসের শাখায় রয়েছে ২৫ লাখ ৯৯ হাজার ১৭১ রুপি। গোরক্ষপুরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গোরক্ষনাথ শাখায় রয়েছে ৪ লাখ ৩২ হাজার ৭৫১ রুপি। স্টেট ব্যাংকের লক্ষ্ণৌ বিধান সভা মার্গের শাখায় জমা আছে ৬৭ লাখ ৮৫ হাজার ৩৯৫ রুপি। গোরক্ষনাথের স্টেট ব্যাংক শাখায় রয়েছে সাত হাজার ৯০৮ রুপি। যোগী জানিয়েছেন তাঁর হাতে নগদ রয়েছে এক লাখ রুপি।
এছাড়া দুটি ফিক্সড ডিপোজিটও রয়েছে উত্তর প্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রীর। একটি সাড়ে আট লাখের কাছাকাছি। অন্যটি ৭ লাখ রুপির কিছু বেশি।
গতকাল শুক্রবার হলফনামায় যোগী দাবি করেছেন, তাঁর নিজস্ব জমি বা বাড়ি নেই। তবে ন্যাশনাল সঞ্চয়ী স্কিম ও বিমায় ৩৭ লাখ ৫৭ হাজার রুপি বিনিয়োগ রয়েছে। তার একটি সোনার কুণ্ডল রয়েছে। যার দাম ৪৯ হাজার রুপি। একটি সোনার চেনে রুদ্রাক্ষ পরেন। তার দাম ২০ হাজার রুপি। ১২ হাজার রুপি দামের একটি মোবাইল ফোনের কথাও জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
তবে প্রায় ২ লাখ রুপি মূল্যের আগ্নেয়াস্ত্র আছে যোগীর। এর মধ্যে একটি রিভলবারের দাম ১ লাখ রুপি। আছে ৮০ হাজার রুপি দামের একটি রাইফেলও।
২০১৭ সালে উত্তর প্রদেশের বিধানসভায় প্রার্থী হয়েছিলেন যোগী আদিত্যনাথ। তখন তার স্থাবর-অস্থাবর সম্পত্তি ছিল ৯৫ লাখ ৯৮ হাজার রুপি। হিসাব বলছে, ৫ বছরে ৬০ লাখ রুপির সম্পত্তি বেড়েছে তাঁর।

ভারতের উত্তর প্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার রাজ্যের বিধানসভা ভোটের মনোনয়ন জমা দিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে গোরক্ষপুর আরবান আসনের এই হেভিওয়েট প্রার্থী দাখিল করেছেন হলফনামাও। সেখানে তাঁকে জানাতে হয়েছে তাঁর মোট বিষয় সম্পত্তির পরিমাণও। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এমনটি বলা হয়।
আগামী ৩ মার্চ উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের ভোট। নির্বাচনী হলফনামায় যোগী জানিয়েছেন, তাঁর স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মোট মূল্য দেড় কোটি রুপির কিছু বেশি। যোগীর দেওয়া হিসাব অনুযায়ী ছয়টি ব্যাংক অ্যাকাউন্টে তাঁর ১ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার ৫৪ রুপি জমা রয়েছে। ছয়টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিল্লির স্টেট ব্যাংকের পার্লামেন্ট হাউসের শাখায় রয়েছে ২৫ লাখ ৯৯ হাজার ১৭১ রুপি। গোরক্ষপুরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গোরক্ষনাথ শাখায় রয়েছে ৪ লাখ ৩২ হাজার ৭৫১ রুপি। স্টেট ব্যাংকের লক্ষ্ণৌ বিধান সভা মার্গের শাখায় জমা আছে ৬৭ লাখ ৮৫ হাজার ৩৯৫ রুপি। গোরক্ষনাথের স্টেট ব্যাংক শাখায় রয়েছে সাত হাজার ৯০৮ রুপি। যোগী জানিয়েছেন তাঁর হাতে নগদ রয়েছে এক লাখ রুপি।
এছাড়া দুটি ফিক্সড ডিপোজিটও রয়েছে উত্তর প্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রীর। একটি সাড়ে আট লাখের কাছাকাছি। অন্যটি ৭ লাখ রুপির কিছু বেশি।
গতকাল শুক্রবার হলফনামায় যোগী দাবি করেছেন, তাঁর নিজস্ব জমি বা বাড়ি নেই। তবে ন্যাশনাল সঞ্চয়ী স্কিম ও বিমায় ৩৭ লাখ ৫৭ হাজার রুপি বিনিয়োগ রয়েছে। তার একটি সোনার কুণ্ডল রয়েছে। যার দাম ৪৯ হাজার রুপি। একটি সোনার চেনে রুদ্রাক্ষ পরেন। তার দাম ২০ হাজার রুপি। ১২ হাজার রুপি দামের একটি মোবাইল ফোনের কথাও জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
তবে প্রায় ২ লাখ রুপি মূল্যের আগ্নেয়াস্ত্র আছে যোগীর। এর মধ্যে একটি রিভলবারের দাম ১ লাখ রুপি। আছে ৮০ হাজার রুপি দামের একটি রাইফেলও।
২০১৭ সালে উত্তর প্রদেশের বিধানসভায় প্রার্থী হয়েছিলেন যোগী আদিত্যনাথ। তখন তার স্থাবর-অস্থাবর সম্পত্তি ছিল ৯৫ লাখ ৯৮ হাজার রুপি। হিসাব বলছে, ৫ বছরে ৬০ লাখ রুপির সম্পত্তি বেড়েছে তাঁর।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৬ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৮ ঘণ্টা আগে