
আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ শুক্রবার বিকেলে তিহার জেল থেকে বের হবেন তিনি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁর বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করার মতো কোনো প্রমাণ পায়নি এবং সে কারণেই তাঁকে জামিন দিয়েছেন দিল্লির একটি আদালত। এমন দাবি করেছেন কেজরিওয়ালের আইনজীবী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার, বিচারক ১ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির আদেশ দেন। তবে কিছু শর্ত আরোপ করেছেন, যার মধ্যে রয়েছে—তিনি তদন্তে বাধা বা সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করবেন না। বিচারক কেজরিওয়ালকে যখনই প্রয়োজন আদালতে হাজির হতে এবং তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।
আজ কেজরিওয়ালের মুক্তির মধ্যেই তাঁর দল আম আদমি পার্টি (এএপি) রাজধানী দিল্লিতে পানির ঘাটতির ব্যাপারে প্রতিবাদ সমাবেশ করবে। পানিবিষয়ক মন্ত্রী অতিশি ও কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়ালের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ হবে রানাঘাটে।
দিল্লিতে বইছে ভয়াবহ তাপপ্রবাহ। তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে পানির অভাবে জনজীবন হয়েছে আরও দুর্বিষহ। দিল্লি সরকার সুপ্রিম কোর্টের কাছে দাবি করেছে যে, প্রতিবেশী হরিয়ানা রাজ্য দিল্লিতে পানি আসতে বাধা দিচ্ছে।
গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। দেশটির লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে ঘটে এ ঘটনা।
২০২১ সালে দিল্লির সরকারের গৃহীত আবগারি নীতির মাধ্যমে শহরটিতে মদ বিক্রির আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। তবে পরবর্তীতে অভিযোগ ওঠে যে, এই নীতি ব্যবহার করে ব্যাপক দুর্নীতি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। আর এই অভিযোগেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
তবে লোকসভা নির্বাচন চলাকালীন গত ১০ মে কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, ভোটের মধ্যে একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের দলের পাশে থাকা জরুরি। বিশেষত তিনি কোনো সন্ত্রাসবাদী বা দাগি অপরাধী নন। তাই তাঁর জামিনের ব্যাপারে আপত্তি নেই।
সে সময় জেল থেকে বেরিয়ে কেজরিওয়াল দিল্লিতে দলের জন্য নির্বাচনী প্রচারণা চালান। তবে লোকসভায় তাঁর দলের কোনো প্রার্থীই জয় পাননি। ভারতের বিরোধী দলগুলো অভিযোগ করেছিল যে, লোকসভা নির্বাচনের আগে তাদের চাপে রাখতে নেতা-কর্মীদের ওপর ধরপাকড় চালানো হচ্ছে।
স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিলেন। যদিও তাঁর রাজনৈতিক দল এএপি জানিয়েছিল, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন।

আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ শুক্রবার বিকেলে তিহার জেল থেকে বের হবেন তিনি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁর বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করার মতো কোনো প্রমাণ পায়নি এবং সে কারণেই তাঁকে জামিন দিয়েছেন দিল্লির একটি আদালত। এমন দাবি করেছেন কেজরিওয়ালের আইনজীবী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার, বিচারক ১ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির আদেশ দেন। তবে কিছু শর্ত আরোপ করেছেন, যার মধ্যে রয়েছে—তিনি তদন্তে বাধা বা সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করবেন না। বিচারক কেজরিওয়ালকে যখনই প্রয়োজন আদালতে হাজির হতে এবং তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।
আজ কেজরিওয়ালের মুক্তির মধ্যেই তাঁর দল আম আদমি পার্টি (এএপি) রাজধানী দিল্লিতে পানির ঘাটতির ব্যাপারে প্রতিবাদ সমাবেশ করবে। পানিবিষয়ক মন্ত্রী অতিশি ও কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়ালের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ হবে রানাঘাটে।
দিল্লিতে বইছে ভয়াবহ তাপপ্রবাহ। তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে পানির অভাবে জনজীবন হয়েছে আরও দুর্বিষহ। দিল্লি সরকার সুপ্রিম কোর্টের কাছে দাবি করেছে যে, প্রতিবেশী হরিয়ানা রাজ্য দিল্লিতে পানি আসতে বাধা দিচ্ছে।
গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। দেশটির লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে ঘটে এ ঘটনা।
২০২১ সালে দিল্লির সরকারের গৃহীত আবগারি নীতির মাধ্যমে শহরটিতে মদ বিক্রির আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। তবে পরবর্তীতে অভিযোগ ওঠে যে, এই নীতি ব্যবহার করে ব্যাপক দুর্নীতি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। আর এই অভিযোগেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
তবে লোকসভা নির্বাচন চলাকালীন গত ১০ মে কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, ভোটের মধ্যে একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের দলের পাশে থাকা জরুরি। বিশেষত তিনি কোনো সন্ত্রাসবাদী বা দাগি অপরাধী নন। তাই তাঁর জামিনের ব্যাপারে আপত্তি নেই।
সে সময় জেল থেকে বেরিয়ে কেজরিওয়াল দিল্লিতে দলের জন্য নির্বাচনী প্রচারণা চালান। তবে লোকসভায় তাঁর দলের কোনো প্রার্থীই জয় পাননি। ভারতের বিরোধী দলগুলো অভিযোগ করেছিল যে, লোকসভা নির্বাচনের আগে তাদের চাপে রাখতে নেতা-কর্মীদের ওপর ধরপাকড় চালানো হচ্ছে।
স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিলেন। যদিও তাঁর রাজনৈতিক দল এএপি জানিয়েছিল, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে