Ajker Patrika

ভারতে লোকসভা নির্বাচনে ভোট দিতে নাগরিকদের প্রতি রতন টাটার অনুরোধ

কলকাতা সংবাদদাতা 
আপডেট : ১৯ মে ২০২৪, ১১: ২৯
ভারতে লোকসভা নির্বাচনে ভোট দিতে নাগরিকদের প্রতি রতন টাটার অনুরোধ

ভারতের চলতি ১৮তম লোকসভা নির্বাচনের আবহের মধ্যেই আগামীকাল ২০ মে সারা দেশে পঞ্চম দফার নির্বাচন হতে চলেছে। পঞ্চম দফায় যেসব রাজ্যে ভোট হতে চলেছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে মহারাষ্ট্র। এই দফায় সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য আবেদন করলেন ভারতের অন্যতম শিল্পপতি টাটা গোষ্ঠীর চেয়ারম্যান রতন টাটা।

উৎসাহের সঙ্গে ভোটে অংশগ্রহণ করার জন্য নাগরিকদের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমের পোস্টে তিনি বলেছেন, সোমবার মুম্বাইয়ে ভোটের দিন। ওই দিন তিনি সব মুম্বাইবাসীকে দায়িত্বের সঙ্গে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন।

ভোট দেওয়ার আবেদন শুধু রতন টাটাই নন, বলিউড অভিনেতা শাহরুখ খানও জানিয়েছেন।
 
পঞ্চম দফায় মুম্বাইয়ের ছয়টি আসনে এবং মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলের চারটি আসনে ভোট গ্রহণ হবে। মুম্বাইয়ের ছয়টি আসনের মধ্যে রয়েছে মুম্বাই উত্তর, মুম্বাই উত্তর-পূর্ব, মুম্বাই উত্তর-পশ্চিম, মুম্বাই উত্তর-মধ্য, মুম্বাই দক্ষিণ এবং মুম্বাই দক্ষিণ-মধ্য। মুম্বাই মেট্রোপলিটনের চারটি আসন হলো থানে, কল্যাণ, ভিওয়ান্ডি এবং পালঘর।

উল্লেখযোগ্য যেসব প্রার্থী মুম্বাই থেকে লড়াই করছেন তাঁরা হলেন—কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল, অভিনেতা ভূষণ পাতিল এবং আইনজীবী উজ্জ্বল নিকম।

টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা নিজের এক্স হ্যান্ডেলে দেশবাসীর কাছে দায়িত্বশীলতার সঙ্গে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, বলিউড তারকা শাহরুখ খান নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব পালন করতে সোমবার দেশের স্বার্থে দায়িত্ব নিয়ে  আমাদের ভোট দিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত