অনলাইন ডেস্ক
ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের একমাত্র জীবিত যাত্রী আগুন আর ধোঁয়ায় ঢাকা ঘটনাস্থল থেকে হেঁটে হেঁটে বেরিয়ে আসছেন। অলৌকিকভাবে বেঁচে যাওয়া বিষ্ণু কুমার রমেশ এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত এআই-১৭১ ফ্লাইটের ১১এ নম্বর আসনে বসা ছিলেন। বিমানের জরুরি নির্গমন পথের পাশেই ছিল ওই আসন।
১২ জুন আহমেদাবাদের বিখ্যাত বিজে মেডিকেল কলেজের হোস্টেল ভবনে আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি। এতে ২৪১ জন আরোহীর সবাই নিহত হন। তবে অলৌকিকভাবে বেঁচে যান ৪০ বছর বয়সী ব্রিটিশ-ভারতীয় নাগরিক বিষ্ণু। ভিডিওতে দেখা যায়, তিনি সাদা টি-শার্ট পরা অবস্থায়, বাঁ হাতে একটি মোবাইল ধরে ধোঁয়ার মধ্য দিয়ে হেঁটে আসছেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
ভারতের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষ্ণু বলেন, ‘আমি জানি না কীভাবে বেঁচে গেলাম। কিছুক্ষণ মনে হচ্ছিল, আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু চোখ খোলার পর দেখলাম, আমি জীবিত। সিট বেল্ট খুলে বাইরে বেরিয়ে আসি। বিমানবালা এক নারী ও এক পুরুষ আমার চোখের সামনে মারা যান।’
અવિશ્વસનીય પરંતુ સત્ય!
— Sagar Patoliya (@kathiyawadiii) June 16, 2025
અમદાવાદ પ્લેન ક્રેશમાં ચમત્કારિક રીતે બચેલા રમેશ વિશ્વાસનો વધુ એક વિડિઓ સામે આવ્યો.
દુર્ઘટના થયા પછી હાથમાં ફોન સાથે ચાલીને બહાર નીકળ્યો રમેશ વિશ્વાસ. #AhmedabadPlaneCrash pic.twitter.com/94WDepkKjn
বিমানের জরুরি দরজাটি সম্ভবত হোস্টেল ভবনে আঘাত লাগার সময় খুলে পড়ে যায়। দুর্ঘটনার সময় কী ঘটেছিল জানতে চাইলে বিষ্ণু জানান, ‘টেক-অফের এক মিনিটের মাথায় মনে হলো, বিমানটি থেমে গেছে। সবুজ আর সাদা আলো জ্বলছিল। পাইলটরা বিমান ওপরের দিকে তোলার চেষ্টা করছিলেন। কিন্তু সেটা দ্রুতগতিতে সোজা হোস্টেল ভবনে গিয়ে ধাক্কা খায়।’
বিষ্ণু আরও বলেন, ‘আমি নিচতলার দিকে ছিলাম, যেখানে খানিকটা খোলা জায়গা ছিল। ওই দিক দিয়ে বেরিয়ে আসি। তবে অপর পাশেই ছিল ভবনটির দেয়াল—সেখান দিয়ে কেউ বের হতে পারেনি বলে আমার মনে হয়।’
এই দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার ১০ জন কেবিন ক্রু, ২ জন পাইলটসহ ২৪১ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও এই দুর্ঘটনায় মারা গেছেন।
নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার কাজ চলছে এবং শনাক্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের একমাত্র জীবিত যাত্রী আগুন আর ধোঁয়ায় ঢাকা ঘটনাস্থল থেকে হেঁটে হেঁটে বেরিয়ে আসছেন। অলৌকিকভাবে বেঁচে যাওয়া বিষ্ণু কুমার রমেশ এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত এআই-১৭১ ফ্লাইটের ১১এ নম্বর আসনে বসা ছিলেন। বিমানের জরুরি নির্গমন পথের পাশেই ছিল ওই আসন।
১২ জুন আহমেদাবাদের বিখ্যাত বিজে মেডিকেল কলেজের হোস্টেল ভবনে আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি। এতে ২৪১ জন আরোহীর সবাই নিহত হন। তবে অলৌকিকভাবে বেঁচে যান ৪০ বছর বয়সী ব্রিটিশ-ভারতীয় নাগরিক বিষ্ণু। ভিডিওতে দেখা যায়, তিনি সাদা টি-শার্ট পরা অবস্থায়, বাঁ হাতে একটি মোবাইল ধরে ধোঁয়ার মধ্য দিয়ে হেঁটে আসছেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
ভারতের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষ্ণু বলেন, ‘আমি জানি না কীভাবে বেঁচে গেলাম। কিছুক্ষণ মনে হচ্ছিল, আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু চোখ খোলার পর দেখলাম, আমি জীবিত। সিট বেল্ট খুলে বাইরে বেরিয়ে আসি। বিমানবালা এক নারী ও এক পুরুষ আমার চোখের সামনে মারা যান।’
અવિશ્વસનીય પરંતુ સત્ય!
— Sagar Patoliya (@kathiyawadiii) June 16, 2025
અમદાવાદ પ્લેન ક્રેશમાં ચમત્કારિક રીતે બચેલા રમેશ વિશ્વાસનો વધુ એક વિડિઓ સામે આવ્યો.
દુર્ઘટના થયા પછી હાથમાં ફોન સાથે ચાલીને બહાર નીકળ્યો રમેશ વિશ્વાસ. #AhmedabadPlaneCrash pic.twitter.com/94WDepkKjn
বিমানের জরুরি দরজাটি সম্ভবত হোস্টেল ভবনে আঘাত লাগার সময় খুলে পড়ে যায়। দুর্ঘটনার সময় কী ঘটেছিল জানতে চাইলে বিষ্ণু জানান, ‘টেক-অফের এক মিনিটের মাথায় মনে হলো, বিমানটি থেমে গেছে। সবুজ আর সাদা আলো জ্বলছিল। পাইলটরা বিমান ওপরের দিকে তোলার চেষ্টা করছিলেন। কিন্তু সেটা দ্রুতগতিতে সোজা হোস্টেল ভবনে গিয়ে ধাক্কা খায়।’
বিষ্ণু আরও বলেন, ‘আমি নিচতলার দিকে ছিলাম, যেখানে খানিকটা খোলা জায়গা ছিল। ওই দিক দিয়ে বেরিয়ে আসি। তবে অপর পাশেই ছিল ভবনটির দেয়াল—সেখান দিয়ে কেউ বের হতে পারেনি বলে আমার মনে হয়।’
এই দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার ১০ জন কেবিন ক্রু, ২ জন পাইলটসহ ২৪১ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও এই দুর্ঘটনায় মারা গেছেন।
নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার কাজ চলছে এবং শনাক্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর ইরানের রাজনৈতিক বিভাজন আরও তীব্র হয়ে উঠেছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিরুদ্ধে এবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেসম্প্রতি দিনের আলোয় জনসমক্ষে গুলি করে হত্যা করা হয় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর কর্মকর্তা কর্নেল ইভান ভোরোনিচকে। এই হত্যার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা কিয়েভবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
৮ ঘণ্টা আগেইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত সিরীয় প্রতিরক্ষা সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিমান হামলা চালিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৮ জন আহত হয়েছে।
৮ ঘণ্টা আগেভারতের সর্বোচ্চ সুন্নি ধর্মীয় নেতা শেখ আবুবকর আহমদের হস্তক্ষেপে ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নার্স নিমিষা প্রিয়ার শাস্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ২০১৭ সালে এক ইয়েমেনি নাগরিককে হত্যার দায়ে নিমিষার মৃত্যুদণ্ড নির্ধারিত ছিল আজ বুধবার, ১৬ জুলাই। তবে শেষ মুহূর্তে কূটনৈতিক ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ইয়েমেন
৮ ঘণ্টা আগে