
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদিকে মিথ্যার সর্দার বলে আখ্যা দিয়েছেন বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, মোদি মিথ্যাকে রাজনীতির হাতিয়ার বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল ও জনগণকে বোকা বানানোর কাজ করে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় গতকাল বুধবার ছত্তিশগড়ে এক জনসভায় কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, মোদি সব সময়ই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেগুলোর বাস্তবায়ন করেননি। এ সময় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও উপমুখ্যমন্ত্রী টি এস সিংদেও একই কথার পুনরাবৃত্তি করেন।
খাড়গে বলেন, ‘মোদির প্রধান ঘোর হলো কংগ্রেসের গায়ে কালিমা লেপনের চেষ্টা করা। জনকল্যাণে নিজের লক্ষ্য উপস্থাপন করা বাদ দিয়ে তিনি কেবল কংগ্রেসকে আক্রমণ করেন। যেখানেই তিনি যান, সেখানেই কংগ্রেসের দুর্নাম করেন এবং জনগণের সামনে মিথ্যার ফুলঝুরি ছোটান। তিনি সব সময়ই মিথ্যা বলেন, মিথ্যার সর্দার তিনি।’
গত ৯ বছরের অভিজ্ঞতা থেকে তাঁরা এই উপসংহারে পৌঁছেছেন উল্লেখ করে কংগ্রেসের সভাপতি বলেন, ‘তিনি প্রতিবছর ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরে ভুলে গেছেন। আমরা এটিকে উপেক্ষা করতে পারতাম, এই ভেবে যে এটি একটি বিভ্রান্তি। তিনি (মোদি) বলেছিলেন, প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা আসবে। আমরা তাও ভুলে যেতাম। তিনি বলেছিলেন, কৃষকদের আয় দ্বিগুণ হবে। কিছুই হয়নি। তিনি একের পর এক মিথ্যা বলে গেছেন।’
খাড়গে আরও বলেন, ‘মোদি এখন বলছেন, কংগ্রেস নারীদের জন্য সংরক্ষিত আসনের বিরোধিতা করছে। এমনটা নয়, বরং তিনিই এমন একটা কাজের কৃতিত্ব নিচ্ছেন, যা তিনি করেননি। তিনি বলেন, কংগ্রেস জাতীয়তাবাদ বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকে বিভক্ত করছে। অথচ, আমাদের (কংগ্রেসের) সব প্রধানমন্ত্রীই জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করেছেন। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী দেশের জন্য তাঁদের জীবন দিয়েছেন। আর এখন এসে তিনি (মোদি) দেশপ্রেমের লেকচার দিচ্ছেন।’ এ সময় তিনি জনগণকে ‘মিথ্যার সর্দার মোদির’ কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদিকে মিথ্যার সর্দার বলে আখ্যা দিয়েছেন বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, মোদি মিথ্যাকে রাজনীতির হাতিয়ার বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল ও জনগণকে বোকা বানানোর কাজ করে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় গতকাল বুধবার ছত্তিশগড়ে এক জনসভায় কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, মোদি সব সময়ই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেগুলোর বাস্তবায়ন করেননি। এ সময় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও উপমুখ্যমন্ত্রী টি এস সিংদেও একই কথার পুনরাবৃত্তি করেন।
খাড়গে বলেন, ‘মোদির প্রধান ঘোর হলো কংগ্রেসের গায়ে কালিমা লেপনের চেষ্টা করা। জনকল্যাণে নিজের লক্ষ্য উপস্থাপন করা বাদ দিয়ে তিনি কেবল কংগ্রেসকে আক্রমণ করেন। যেখানেই তিনি যান, সেখানেই কংগ্রেসের দুর্নাম করেন এবং জনগণের সামনে মিথ্যার ফুলঝুরি ছোটান। তিনি সব সময়ই মিথ্যা বলেন, মিথ্যার সর্দার তিনি।’
গত ৯ বছরের অভিজ্ঞতা থেকে তাঁরা এই উপসংহারে পৌঁছেছেন উল্লেখ করে কংগ্রেসের সভাপতি বলেন, ‘তিনি প্রতিবছর ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরে ভুলে গেছেন। আমরা এটিকে উপেক্ষা করতে পারতাম, এই ভেবে যে এটি একটি বিভ্রান্তি। তিনি (মোদি) বলেছিলেন, প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা আসবে। আমরা তাও ভুলে যেতাম। তিনি বলেছিলেন, কৃষকদের আয় দ্বিগুণ হবে। কিছুই হয়নি। তিনি একের পর এক মিথ্যা বলে গেছেন।’
খাড়গে আরও বলেন, ‘মোদি এখন বলছেন, কংগ্রেস নারীদের জন্য সংরক্ষিত আসনের বিরোধিতা করছে। এমনটা নয়, বরং তিনিই এমন একটা কাজের কৃতিত্ব নিচ্ছেন, যা তিনি করেননি। তিনি বলেন, কংগ্রেস জাতীয়তাবাদ বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকে বিভক্ত করছে। অথচ, আমাদের (কংগ্রেসের) সব প্রধানমন্ত্রীই জনগণের ক্ষমতায়নের জন্য কাজ করেছেন। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী দেশের জন্য তাঁদের জীবন দিয়েছেন। আর এখন এসে তিনি (মোদি) দেশপ্রেমের লেকচার দিচ্ছেন।’ এ সময় তিনি জনগণকে ‘মিথ্যার সর্দার মোদির’ কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
৯ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয়তার কথা আবারও জোর দিয়ে বলছেন। তবে তাঁর এমন ঘোষণার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইউরোপের কয়েক দেশের একটি সম্মিলিত বাহিনী দ্বীপটিতে পৌঁছেছে।
১০ ঘণ্টা আগে